Advertisement

Rani Bhabani: রাজনন্দিনীকে টেক্কা দেবেন কে? প্রতিদ্বন্দ্বী চ্যানেলে 'রানী ভবানী' হতে পারেন সন্দীপ্তাও

Rani Bhabani: দুই বাংলা চ্যানেলেই রানি ভবানীকে নিয়ে যুযুধান লড়াই। কে কাকে টেক্কা দেবে উঠেপড়ে লেগেছে দুই চ্যানেল কর্তৃপক্ষই। জি বাংলার নতুন ধারাবাহিকের নাম ‘রাণী ভবানী’। আর স্টার জলসার নতুন ধারাবাহিকের নাম ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’।

রাজন্দিনীকে টেক্কা দেবেন সন্দীপ্তা?রাজন্দিনীকে টেক্কা দেবেন সন্দীপ্তা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 May 2025,
  • अपडेटेड 3:51 PM IST
  • দুই বাংলা চ্যানেলেই রানি ভবানীকে নিয়ে যুযুধান লড়াই।

দুই বাংলা চ্যানেলেই রানি ভবানীকে নিয়ে যুযুধান লড়াই। কে কাকে টেক্কা দেবে উঠেপড়ে লেগেছে দুই চ্যানেল কর্তৃপক্ষই। জি বাংলার নতুন ধারাবাহিকের নাম ‘রাণী ভবানী’। আর স্টার জলসার নতুন ধারাবাহিকের নাম ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’। ইতিমধ্যেই স্টার জলসার রাণী ভবানী রূপে হাজির হয়েছেন রাজনন্দিনী পাল। রাণী ভবানী চরিত্রে অভিনেত্রীকে অসাধারণ লাগছে। আর তাই চাপ খানিকটা বাড়ল জি বাংলারও। তবে এই চ্যানেলে রাণী ভবানী কে হবেন তা এখনও নিশ্চিত হয়নি, তবে শোনা যাচ্ছে দুই অভিনেত্রীর নাম। যাঁরা আগে ছোটপর্দায় চুটিয়ে কাজ করেছেন। 

জি বাংলার রানি ভবানী চরিত্রের জন্য শোনা যাচ্ছিল স্বস্তিকা দত্তের নাম। এমনকী অভিনেত্রীর সঙ্গে নাকি চ্যানেল কর্তৃপক্ষের কথাবার্তাও হয়ে গিয়েছিল। কিন্তু না, রানি ভবানী চরিত্রে দেখা যাবে না স্বস্তিকাকে। ইতিমধ্যে আবার অন্য এক নায়িকার কথাও শোনা যাচ্ছে। রাণী ভবানী চরিত্রের জন্য তাঁর কাছেও প্রস্তাব গিয়েছে। শোনা যাচ্ছে, বহুদিন পরে আবারও ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির কানাঘুঁষো, আবারও ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।

যদিও সন্দীপ্তা সেন নিজে এই বিষয়ে কোনও কিছুই জানাননি। কিন্তু শোনা যাচ্ছে, রাণীর চরিত্রে অভিনয়ের জন্য চ্যানেল কর্তৃপক্ষের তরফে যোগাযোগ করা হয়েছে সন্দীপ্তাকে। চূড়ান্ত কিছু হয়নি। এরই মাঝে সন্দীপ্তা এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি এই মুহূর্তে ধারাবাহিকে ফিরতে রাজি নন। তবে এই ধারাবাহিকে তিনি কাজ করতে আগ্রহী হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, সন্দীপ্তা ও স্বস্তিকা দুজনকেই বহুদিন ছোটপর্দায় দেখা যায়নি। 

প্রসঙ্গত, করোনা লকডাউনের সময়কালে জি বাংলা আর স্টার জলসার লড়াই বেঁধেছিল এভাবেই কাদম্বিনীকে নিয়ে। প্রায় একই সময়ে দুটি চ্যানেল জি বাংলা এবং স্টার জলসায় সম্প্রচার হতে শুরু করেছিল দেশের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী দেবীর জীবনকে ঘিরে। জি বাংলার 'কাদম্বিনী'-তে অভিনয় করছিলেন উষসী রায়। স্টার জলসার 'প্রথমা কাদম্বিনী'-তে অভিনয় করছেন শোলাঙ্কি রায়। তবে সেই সময়, টিআরপিতে বাজি মেরেছিল স্টার জলসা। জি বাংলাই আগে বন্ধ করেছিল কাদম্বিনীর গল্প। তবে রানী ভবানীকে নিয়ে কী হয়, তা সময়ই বলবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement