Advertisement

Spicy Tollywood Gossip: 'আমার দুটো বিয়ে', হঠাৎ করে পোস্ট সুদীপার, প্রথম স্বামী কে ছিলেন?

'রান্নাঘর'-এর সঞ্চালিকা হিসাবেই জনপ্রিয়তা পেয়েছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। টলিপাড়াতেও ভীষণ চেনা মুখ তিনি। বিয়ে করেছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুখের সংসার তাঁর। বৈবাহিক জীবনও বেশ শান্তিপূর্ণ। আর এরই মাঝে সুদীপা সোশ্যাল মিডিয়ায় জানালেন জীবনের এক চরম সিক্রেট।

সুদীপা চট্টোপাধ্যায়সুদীপা চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 3:48 PM IST
  • 'রান্নাঘর'-এর সঞ্চালিকা হিসাবেই জনপ্রিয়তা পেয়েছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়।

'রান্নাঘর'-এর সঞ্চালিকা হিসাবেই জনপ্রিয়তা পেয়েছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। টলিপাড়াতেও ভীষণ চেনা মুখ তিনি। বিয়ে করেছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুখের সংসার তাঁর। বৈবাহিক জীবনও বেশ শান্তিপূর্ণ। আর এরই মাঝে সুদীপা সোশ্যাল মিডিয়ায় জানালেন জীবনের এক চরম সিক্রেট। সুদীপা জানিয়ে দিলেন তাঁর আসলে দুটো বিয়ে হয়েছিল। আর এই কথা প্রকাশ্যে আসতেই হইহই পড়ে যায় নেটপাড়ায়। 

বুধবার সুদীপা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ২টি ছবি শেয়ার করেন। একটা তাঁর বিয়ের সময়কার ছবি, যেখানে তাঁকে লাল বেনারসি, সোনালি ওড়না, গলায় রজনীগন্ধার মালা, গা ভরা সোনার গয়না। আর পাশে সাদা পাঞ্জাবিতে বসে আছেন অগ্নিদেব। আরেকটিও ছবি দিয়েছেন। সেটিও বেশ পুরনো। অগ্নিদেব ও সুদীপা, দুজনেরই তখন বয়স বেশ কম। আর এই দুটো ছবি শেয়ার করে সুদীপা লেখেন, ‘আপনাদের আজকে একটা গোপন কথা বলি। আমার দুটো বিয়ে। তবে দুবারই একই মানুষের সঙ্গে। আমাকে যতবার সুযোগ দেওয়া হবে, আমি তোমাকেই বিয়ে করব অগ্নিদেব। হাজার প্রিন্সেস চার্মিং থাকলেও, তোমাকেই বেছে নেব। 

সুদীপা এরই সঙ্গে জানিয়েছেন যে তাঁদের বিবাহবার্ষিকী নয়। ২১ বছরের বড় অগ্নিদেবের সঙ্গে বিয়ে করেন সুদীপা। তাঁদের প্রথম আলাপ কোন সে আলোর স্বপ্ন নিয়ে ধারাবাহিকের সেটে। ২০১০ সালে সামাজিক মতে বিয়ে সারেন সুদীপা-অগ্নিদেব। আসলে সুদীপার বাবা সেই সময় খুব অসুস্থ ছিলেন। চেয়েছিলেন, তিনি মেয়ের বিয়ে দেখে যেতে চান। এরপর সুদীপা-র বাবা চলে যান না ফেরার দেশে। যদিও অগ্নিদেবের আগেও বিয়ে হয়েছিল। 

অগ্নিদেবের প্রথম বিয়ে একেবারেই সুখের ছিল না। সেই বিয়ে থেকে দীর্ঘদিন ঝুলে ছিল ডিভোর্স। ২০০০ সালে প্রথম স্ত্রীর থেকে বিচ্ছেদ চেয়ে মামলা রুজু করেছিলেন পরিচালক। মানসিক নির্যাতন ও হেনস্থা করে স্ত্রী, এই অভিযোগে বিচ্ছেদ মামলা করেন অগ্নিদেব। আর আইনিভাবে ছাড়াছাড়ি হতেই তাঁরা রেজিস্ত্রি করে নেন। যা হয় ২০১৭ সালে। দু'বার বিয়ে হওয়ায়, দুজনে দু'বার হানিমুনেও যান। অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলেও রয়েছে, নাম আকাশ। 

Advertisement

অগ্নিদেব ও সুদীপারও একটি ছেলে আছে, আদিদেব। তবে স্বামীর প্রথম পক্ষের ছেলের সঙ্গে সুদীপার সম্পর্ক খুবই ভাল। তাঁদের বালিগঞ্জের বাড়ির দুর্গাপুজো ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয়। পুজোর চারদিন তাঁদের বাড়ির পুজোতে কোনও না কোনও তারকা এসেই থাকেন। পুজোর যাবতীয় দায়িত্ব একা হাতে সামলান সুদীপা।   

Read more!
Advertisement
Advertisement