Ranveer Allahbadia: ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া ভয়ঙ্কর বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কৌতুকশিল্পী সময় রায়নার শো 'India's Got Latent'-এ এক হাস্যরসাত্মক মন্তব্য করতে গিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন তিনি। শো-তে রণবীর একটি প্রতিযোগীকে নিয়ে ঠাট্টা করতে গিয়ে বাবা-মায়ের যৌন জীবন নিয়ে অশালীন মন্তব্য করেন। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। শুরু হয় ব্যাপক সমালোচনা, যা কেবলমাত্র ইন্টারনেটের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি— সংসদ পর্যন্ত পৌঁছে গিয়েছে এই বিতর্ক!
রণবীরের বিরুদ্ধে মামলা, উধাও থাকার অভিযোগ
রণবীরের মন্তব্যকে অশ্লীল ও অগ্রহণযোগ্য বলে কটাক্ষ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, সেলিব্রিটি এবং হিন্দু সংগঠনগুলিও। ভারতের বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছিল, রণবীর এখনও পর্যন্ত তাঁর বক্তব্য রেকর্ড করেননি এবং তাঁকে পাওয়া যাচ্ছে না। এমনকি তাঁর বাড়ি তালাবন্ধ, ফোন বন্ধ, এবং তাঁর আইনজীবীকেও যোগাযোগ করা যাচ্ছে না।
রণবীর ছাড়াও ‘India’s Got Latent’ শো-এর দল, অর্থাৎ কৌতুকশিল্পী সময় রায়না, ইউটিউবার আশিস চঞ্চলানি ও ইনফ্লুয়েন্সার অপূর্ব মাখিজার বিরুদ্ধেও মামলা হয়েছে। মুম্বাই পুলিশের খার থানায় তাঁদের এক এক করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রণবীরের প্রতিক্রিয়া: "আমি পালাচ্ছি না, ভয় পাচ্ছি!"
এতদিন ধরে গুঞ্জন ছিল যে রণবীর নিজেকে লুকিয়ে রেখেছেন। কিন্তু এবার তিনি নিজেই সামনে এলেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি লিখেছেন—"আমার টিম এবং আমি পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি। আমি আইনগত প্রক্রিয়া মেনে চলব এবং তদন্তে সহায়তা করব। আমার মন্তব্য সংবেদনশীল ও অনুপযুক্ত ছিল। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি সত্যিই দুঃখিত।" এর পাশাপাশি রণবীর জানিয়েছেন, তিনি ও তাঁর পরিবার এখন প্রবল হুমকির সম্মুখীন।
"আমি মৃত্যুর হুমকি পাচ্ছি। কিছু মানুষ আমার মাকে হেনস্থা করতে তাঁর ক্লিনিকে রোগী সেজে গিয়েছিল। আমি আতঙ্কিত, জানি না কী করব। কিন্তু আমি পালিয়ে যাচ্ছি না। আমি ভারতের পুলিশ ও বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি।" এই বিতর্ক এতদূর গড়াবে, তা হয়তো কল্পনাও করেননি রণবীর। যদিও তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, তবুও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে। ইতিমধ্যে সময় রায়না ‘India’s Got Latent’-এর সব এপিসোড মুছে ফেলেছেন এবং তদন্তে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন দেখার বিষয়, এই বিতর্কের শেষ পরিণতি কী হয়!