নগ্ন ছবি শুট করে বিপাকে বলিউড অভিনেতা রণবীর সিং। এই ছবি শুট করে এমনিতেই ট্রোলিংয়ের মুখে পড়ছেন রণবীর। আর এবার তাঁকে পড়তে হল আইনি ঝামেলায়।
নগ্ন ছবি শুট করার জন্য মুম্বইয়ের চেম্বুর থানায় অভিনেতার বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। রণবীরকে গ্রেফতারের দাবিও উঠেছে। অভিযোগ, রণবীর মহিলাদের অনুভূতিতে আঘাত করেছেন।
অভিনেতার বিরুদ্ধে আইপিসির ৫০৯, ২৯২, ২৯৪, আইটি আইনের ৬৭এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ললিত শ্যাম নামে একজন এই অভিযোগ দায়ের করেছেন। তিনি একটি এনজিও চালান।
অভিযোগ, রণবীর সিংয়ের নগ্ন ছবি মহিলাদের অনুভূতিতে আঘাত দিয়েছে। টুইটার ও ইনস্টাগ্রাম থেকে রণবীরের নগ্ন ছবি মুছে ফেলা উচিত।
NGO-র তরফে আইনজীবী জানান, তাঁরা রণবীর সিংয়ের গ্রেফতারি চান। সোমবার থানায় বিষয়ে অভিযোগ করেন। পুলিশ তদন্তের জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। আজ (মঙ্গলবার) সকালে রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওই আইনজীবী আরও জানান, আইপিসির ২৯২ ধারায় ৫ বছর এবং ২৯৩ ধারায় ৩ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। একই সঙ্গে IT Act ৬৭এ-এর অধীনে ৫ বছরের সাজা হতে পারে।