Advertisement

Raza Murad: 'প্রয়াত বলিউডের ভিলেন রাজা মুরাদ', সোশ্যালে শোরগোল

Raza Murad: কোনও এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় আমার মৃত্যুর খবর ঘোষণা করে দেয়। ওই পোস্টে নাকি অভিনেতার জন্মতারিখের পাশাপাশি ভুয়ো মৃত্য তারিখ পর্যন্ত উল্লেখ ছিল। সেই সঙ্গে রাজা মুরাদকে শ্রদ্ধাজ্ঞাপনও করা হয় পোস্টে।

রাজা মুরাদের ভুয়ো মৃত্যুর খবরে শোরগোলরাজা মুরাদের ভুয়ো মৃত্যুর খবরে শোরগোল
Aajtak Bangla
  • মুম্বই,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 2:47 PM IST
  • রাজা মুরাদ জানিয়েছেন যে মৃত্যুর ভুয়ো খবর হু হু করে ছড়িয়ে পড়ে তাঁর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে।

পুলিশের দ্বারস্থ বলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর ভুযো খবর ছড়ানোর পর রীতিমতো চটে লাল এই অভিনেতা। রাজা মুরাদ জানিয়েছেন যে মৃত্যুর ভুয়ো খবর হু হু করে ছড়িয়ে পড়ে তাঁর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে। এই গুঞ্জন থামাতে রীতিমতো হিমসিম খেতে হয় অভিনেতাকে। ৭৩ বছরের অভিনেতা নিজেতে জীবিত প্রমাণ করতে করতে রীতিমতো বিরক্ত। তিনি এরপরই পুলিশের দ্বারস্থ হন। 

এএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে রাজা মুরাদ বলেন, কোনও এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় আমার মৃত্যুর খবর ঘোষণা করে দেয়। ওই পোস্টে নাকি অভিনেতার জন্মতারিখের পাশাপাশি ভুয়ো মৃত্য তারিখ পর্যন্ত উল্লেখ ছিল। সেই সঙ্গে রাজা মুরাদকে শ্রদ্ধাজ্ঞাপনও করা হয় পোস্টে। অভিনেতা বলেন, কিছু মানুষের কেন জানি না আমার বেঁচে থাকা নিয়ে সমস্যা হচ্ছে। ওই পোস্টে নাকি এও লেখা ছিল যে রাজা মুরাদ বহু বছর ধরে অভিনয় করলেও, বর্তমানে তাঁকে কেউ মনে রাখেননি, বলেন অভিনেতা। রাজা মুরাদ জানিয়েছেন যে এটা খুবই গুরুতর বিষয়। 

রাজা মুরাদ জানান যে তাঁর গলা, জিভ ও ঠোঁট শুকিয়ে গিয়েছে মানুষকে এটা বলতে বলতে যে তিনি বেঁচে আছেন। এই ভুয়ো খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে। তিনি বিশ্বের একাধিক জায়গা থেকে ফোন পাচ্ছেন। অনেকেই সেই পোস্ট তাঁকে মেসেজ করে পাঠাচ্ছেন। যিনি এই কাজ করেছেন, তাঁর মানসিকতা খারাপ। খুব ছোট মনের মানুষ তিনি। সেই কারণে এই সমস্ত করে মজা পাচ্ছেন”, বলছেন ‘বিরক্ত’ অভিনেতা।

অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। “আমার অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ওঁরা এফআইআর দায়ের করবেন। অভিযুক্তকে খুঁজে বার করার আশ্বাস দিয়েছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এগুলো বন্ধ হওয়া উচিত। শুধু আমি নয়, অনেক তারকাকেই জীবিত অবস্থায় ‘মৃত’ বলে খবর ছড়িয়ে দেওয়া হয়। এটা ভুল, যে এগুলো করছে তার শাস্তি হওয়া উচিত।” হিন্দি, ভোজপুরি ও একাধিক ভাষায় প্রায় ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন রাজা।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement