
ডিসেম্বরের শহরকে ছেড়ে এখন অনেক তারকাই সি বিচে ভ্যাকেশন কাটাতে চলে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া খুললেই তাঁদের ছবি-ভিডিও চোখে পড়ে। সেরকমই টেলিভিশনের এই অভিনেত্রী এখন সি বিচে সময় কাটাচ্ছেন। আর সেখান থেকেই নিজের বোল্ড অবতারের ছবি শেয়ার করে নেট দুনিয়ার পারদ চড়াচ্ছেন। সম্প্রতি নিজের বিকিনি পরা ছবি পোস্ট করেছেন সেই অভিনেত্রী।
ক্যামেরার দিকে পিছন করে পোজ দিয়েছেন টেলিপাড়ার এই নায়িকা। যাঁর খোলা পিঠ দেখে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা। দু-তিনদিন আগেও লাল বিকিনিতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। ছোটপর্দার ভীষণ চেনা মুখ ইনি। একাধিক সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। বেশ কয়েক বছর আগে নিজের ডিভোর্সের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে চর্চিত হয়েছিলেন তিনি। তাঁর প্রাক্তন স্বামীও অভিনয় পেশার সঙ্গে যুক্ত। এখন তাঁকে জনপ্রিয় এক সিরিয়ালে দেখা যাচ্ছে। তবে নায়িকা অভিনয় থেকে দূরে আছেন এখন। কখনও গোয়া কখনও বা থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।
এতক্ষণে বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। ইনি হলেন ছোটপর্দার চেনা মুখ নবনীতা দাস। তিনি কলকাতার ঠান্ডা উপভোগ না করে এখন থাইল্যান্ডে গিয়ে বসে রয়েছেন। আর সেখানেই সি বিচের সামনে বিকিনি পরে পোজ দিচ্ছেন। সম্প্রতি টুকটুকে লাল রঙের সুইম স্যুটে ধরা দিয়েছিলেন নবনীতা। নবনীতার এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। নেটিজেনরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন। কেউ বলেন লাল পরী আবার কেউ তাঁকে বলেন গর্জাস। তবে এর পাশাপাশি জিতু কমলকে টেনে ট্রোলডও করা হয় নবনীতাকে।
মাঝে মধ্যেই ঘুরতে বেড়িয়ে পড়েন নবনীতা। কখনও গোয়া তো আবার কখনও মুম্বই। তাঁর ঝলক সোশ্যাল মিডিয়াতেই পাওয়া যায়। গত বছর নতুন ফ্ল্যাটও কিনেছেন তিনি। সেখানেই নিজের মতো করে থাকেন নবনীতা। প্রসঙ্গত, টেলিপাড়ার খুবই পরিচিত মুখ নবনীতা দাস। একাধিক সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। নবনীতাকে শেষবারের মতো ছোটপর্দায় দেখা গিয়েছিল তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে। চলতি বছরেই নবনীতা মুম্বই গিয়েছিলেন। সেখানে তাজ প্যালেস থেকে বেশ কিছু ছবি শেয়ারও করেন অভিনেত্রী। দেড় বছর হয়ে গিয়েছে জিতু ও নবনীতার ডিভোর্সের। তাঁরা এখন একেবারেই নিজেদের মতো করে জীবন চালাচ্ছেন। কেরিয়ারের দিকেই ফোকাস করছেন জিতু ও নবনীতা। অভিনেতাকে এখন দেখা যাচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালে। তবে নবনীতা এখন অভিনয় থেকে দূরেই আছেন।