
সামনে বড় একটি গোল আয়না আর তার সামনে মিরর সেলফি নিতে ব্যস্ত এই অভিনেত্রী। কালো মনোকিনি পরে রয়েছেন, আয়না দিয়ে মেদহীন কোমর দেখা যাচ্ছে। কিলার পোজে মিরর সেলফি নিচ্ছেন তিনি। এটা যে একটি বিলাসবহুল বাথরুম, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মোবাইলে মুখ ঢাকা, তাই দেখে বোঝা যাবে না ইনি কে। তবে এই অভিনেত্রী বাংলার চেয়ে বলিউডে বেশি কাজ করেছেন। অভিনেত্রীর বোল্ড লুক সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছে এখন।
অভিনেত্রীর পরিবার বেশ সম্ভ্রান্ত ও খ্যাতনামা। তাঁর দিদা বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা ছিলেন। হিন্দিতেও তাঁর অভিনয়ের কদর ছিল। তাঁরই দুই নাতনি এখন টলিউড ও বলিউড দুই জায়গাতেই কাজ করছেন। এঁদের মাও ছিলেন অভিনেত্রী। এক কথায় বলা চলে তিন প্রজন্ম ধরেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। তবে অভিনেত্রী-দিদার মতো দুই নায়িকা সেভাবে নাম উজ্জ্বল করতে পারেননি। যদিও বড় নাতনির ঝুলিতে রয়েছে বেশ ভাল ভাল ছবির তালিকা।
ছোটটি পরিচিত তাঁর বোল্ডনেসের জন্য। একাধিক সিনেমায় তাঁকে সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল। বেশ কয়েকবছর আগে এই অভিনেত্রী এমএমএস কাণ্ডে জড়িয়েছিলেন। তা নিয়ে চর্চাও হয় বেশ। তবে সেই সব এখন অতীত, বিয়ে করে সংসার করছেন তিনি। মুম্বইতেই থাকেন বেশিরভাগ সময়ে। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই এই অভিনেত্রীর একাধিক সাহসী অবতারের ছবি দেখতে পাওয়া যাবে। নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কার কথা বলা হচ্ছে। ইনি হলেন রিয়া দেব সেন। যিনি তাঁর বোল্ড অবতারের জন্য ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত।
রিয়া এই মুহূর্তে গোয়াতে ভ্যাকেশনে রয়েছেন। আর এই ছবি সেখানকারই কোনও হোটেলের বিলাসবহুল ওয়াশরুম থেকে শেয়ার করেছেন। বড়পর্দায় এখন সেভাবে অভিনেত্রীকে দেখা না গেলেও, সম্প্রতি রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজ জিদ্দি ইশক-এ কাজ করেছেন রিয়া। বলিউডে একসময় চুটিয়ে অভিনয় করেছেন মুনমুন সেন-কন্যা। খুব অল্প বয়সেই সেই আলোয় নিজের জায়গা করে নিয়েছিলেন রিয়া সেন। মাত্র ১৬ বছর বয়সে ফাল্গুনী পাঠকের জনপ্রিয় গান ‘ইয়াদ পিয়া কি আনে লগি’–র মিউজিক ভিডিও দিয়ে রাতারাতি পরিচিতি। ১৯৯৯ সালে রিয়া অভিনয় জগতে পা রাখেন। দুই দশকের বেশি সময়ে রিয়া কাজ করেছেন ৩০টির বেশি সিনেমায়। এই বছর পুজোর কার্নিভালেও রিয়া ও রাইমাকে দেখা গিয়েছে।
গত বছরের শেষের দিকে তাঁর পরিবারে ঘটে গিয়েছে অঘটন। বাবাকে হারিয়েছেন রিয়া। তবে সেই শোক সামলে নিজের মতো করে বাঁচছেন অভিনেত্রী। এখন ডিসেম্বরের শীতে গোয়ায় ছুটি কাটাতে ব্যস্ত রিয়া।