Advertisement

Television Actress: লাল লিপস্টিক ঠোঁটে উঠল ওয়াইন গ্লাস, নায়িকার খোলা পিঠ পারদ চড়াচ্ছে নেটপাড়ায়

Television Actress: লাল নেলপলিশ, লাল লিপস্টিক ঠোঁট ছুঁয়েছে লাল ওয়াইন গ্লাস। আর একটি ছবিতে দেখা যাচ্ছে লাল রঙের হল্টার বডিকন ড্রেসে চেয়ারের ওপর বসে আছেন এক তরুণী। তবে এই তরুণী টলিপাড়ার চেনা মুখ। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করলেও ওয়েব সিরিজেও তিনি কাজ করে ফেলেছেন।

দেবচন্দ্রিমা সিংহ রায়দেবচন্দ্রিমা সিংহ রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jul 2025,
  • अपडेटेड 11:24 AM IST
  • লাল নেলপলিশ, লাল লিপস্টিক ঠোঁট ছুঁয়েছে লাল ওয়াইন গ্লাস।

লাল নেলপলিশ, লাল লিপস্টিক ঠোঁট ছুঁয়েছে লাল ওয়াইন গ্লাস। আর একটি ছবিতে দেখা যাচ্ছে লাল রঙের হল্টার বডিকন ড্রেসে চেয়ারের ওপর বসে আছেন এক তরুণী। তবে এই তরুণী টলিপাড়ার চেনা মুখ। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করলেও ওয়েব সিরিজেও তিনি কাজ করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়ই সক্রিয় থাকেন। অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটারও। সেই নায়িকার এই ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল।

কিছুদিন আগেই নায়িকা থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন, সেখান থেকে একাধিক ছবি-ভিডিও পোস্ট করেন তিনি। নিজেকে এখনও সিঙ্গল বলে দাবি করলেও শোনা যাচ্ছে প্রেম করছেন এই নায়িকা। যদিও তাঁর প্রাক্তন সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কার কথা বলা হচ্ছে। ইনি হলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। যিনি অভিনয়ের সঙ্গে কনটেন্ট ক্রিয়েটরও বটে। সম্প্রতি দেবচন্দ্রিমা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন, যেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে লাল রঙের হল্টার পোশাকে। তাঁর এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। 

টলিপাড়ার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করলেও এখন তিনি চুটিয়ে ওয়েব সিরিজেও কাজ করছেন। সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় থাকেন তিনি। দেবচন্দ্রিমার ডেইলি ভ্লগ দেখতে অনেকেই পছন্দ করেন। সায়ন্ত মোদকের সঙ্গে বহু বছরের সম্পর্কে থাকার পর ব্রেক আপ হয় তাঁদের। তবে দেবচন্দ্রিমা সিঙ্গল নাকি মিঙ্গল, সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এরই মধ্যে ডেটিং অ্যাপে তাঁর নামে ভুয়ো প্রোফাইল খোলায়, তা নিয়ে বেশ চিন্তাতেই ছিলেন নায়িকা। তবে এখন সেই সমস্যাও মিটেছে। 

এখন তো টলিপাড়ার একাধিক নায়ক-নায়িকারা ব্যবসাতেও নিজেদের হাত পাকাচ্ছেন। সেই তালিকায় রয়েছেন নীল ভট্টাচার্য, তৃণা সাহা, সোমরাজ মাইতি, আয়ুষী তালুকদার সহ আরও অনেকে। এবার সেই তালিকায় নাম জুড়ল অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়ের। নিজস্ব শাড়ির ব্যবসা শুরু করলেন অভিনেত্রী। মায়ের নামেই নিজের শাড়ির ব্র্যান্ডের নাম ‘ইন্দিরা’ রেখেছেন দেবচন্দ্রিমা। সোশাল মিডিয়ায় নিজের নতুন এই জার্নির কথা সবার সঙ্গে ভাগ করেও নিয়েছেন তিনি। অভিনয়ের দিক থেকে তাঁর কেরিয়ারে এখন বৃহস্পতি তুঙ্গে। টলিউডে জনপ্রিয় সিরিয়াল, সিরিজ ও বেশ কিছু ছবিতে অভিনয়ের পর এবার মুম্বইয়ে অভিনয়ের নতুন শুরু নিয়ে ব্যস্ত দেবচন্দ্রিমা।  

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement