Advertisement

Hina Khan: হিনার পা ছুঁয়ে প্রণাম করলেন রকি, প্রথম করবা চৌথে ভাঙলেন প্রথা

Hina Khan: সারাদিন উপোস করে চাঁদ দেখে করব চৌথের ব্রত পালন করে থাকেন সধবা স্ত্রীরা। শুক্রবার দেশজুড়ে পালন হয়েছে করবা চৌথের পবিত্র উৎসব। স্বামীর দীর্ঘায়ু ও দাম্পত্য জীবন সুখের যাতে হয়, তার জন্যই স্ত্রীরা এই করবা চৌথের উপোস করে থাকেন। বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকাই করবা চৌথ পালন করেছেন।

করবা চৌথে হিনার পা ছুঁলেন রকিকরবা চৌথে হিনার পা ছুঁলেন রকি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 11 Oct 2025,
  • अपडेटेड 6:03 PM IST
  • কিন্তু সেই চিরাচরিত রীতিকে ভাঙলেন অভিনেত্রী হিনা খানের স্বামী রকি জয়সওয়াল।

সারাদিন উপোস করে চাঁদ দেখে করব চৌথের ব্রত পালন করে থাকেন সধবা স্ত্রীরা। শুক্রবার দেশজুড়ে পালন হয়েছে করবা চৌথের পবিত্র উৎসব। স্বামীর দীর্ঘায়ু ও দাম্পত্য জীবন সুখের যাতে হয়, তার জন্যই স্ত্রীরা এই করবা চৌথের উপোস করে থাকেন। বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকাই করবা চৌথ পালন করেছেন। উপোস ভাঙার পর স্বামীর পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ৈই রেওয়াজ হিন্দু ধর্মে। কিন্তু সেই চিরাচরিত রীতিকে ভাঙলেন অভিনেত্রী হিনা খানের স্বামী রকি জয়সওয়াল। অন্য ধরনের নজির গড়লেন হিনার স্বামী। 

বিয়ের পর প্রথম করবা চৌথ হিনা ও রকির। দুজনেই এই উৎসবে সামিল হয়েছিলেন। হিনা খান করবা চৌথের দিন পরেছিলেন লাল রঙের সালোয়ার স্যুট, সঙ্গে বেনারসি ওড়না। সিঁথিতে সিঁদুর ও গয়নায় সেজেছিলেন হিনা। অভিনেত্রীর পাশাপাশি রকিও হিনার জন্য ব্রত রেখেছিলেন। ব্রত ভাঙার পর হিনা যেমন রকির পা ছুঁলেন, তেমনি রকিও হিনার পা ছুঁতে দ্বিধাবোধ করলেন না। শুধু তাই নয়, হিনার প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রীর স্বামী। 

রকির কথায়, হিনা তাঁর কাছে দেবী। তিনি লেখেন, এই পৃথিবী যেমন শিব ও শক্তি দ্বারা চালিত, তেমনই আমার জীবন ঠিক সেই দিন থেকে পরিপূর্ণ হয়েছে, যে দিন থেকে তুমি আমাকে আমার মতো করে গ্রহণ করেছ। তুমি আমার জীবনের দেবী। আমার অস্তিত্ব। তোমার পায়ের তলায় আমার শান্তি ও সুখ। হিনা ও রকির বিয়ে হয়েছে মাত্র তিনমাস। বহুদিন ধরে একে-অপরকে ডেট করছেন তাঁরা। 

হিনার ধর্ম অন্য হলেও তা রকির সঙ্গে তাঁর ভালোবাসার মাঝে অন্তরাল হয়ে দাঁড়ায়নি। গত বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন হিনা। কেমো থেরাপির জন্য হিনা নিজের চুলও কামিয়ে নেন। সেই সময় রকিকেও দেখা গিয়েছিল চুল কেটে ফেলতে। হিনার কঠিন সময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রকি। হিনা সুস্থ হয়ে উঠতেই দুজনে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে বিয়ে সারেন হিনা ও রকি। বিয়ের পর চুটিয়ে সংসার করছেন তাঁরা। পাশাপাশি তাঁদের দেখা যাচ্ছে ‘পতি-পত্নী অউর পঙ্গা’ নামের একটি রিয়্যালিটি অনুষ্ঠানেও।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement