Advertisement

Rupankar Bagchi Trolled: আবার KK স্মৃতি উস্কে ট্রোলের মুখে রূপঙ্কর, 'বাংলাদেশি ভাষা' নিয়ে প্রতিবাদ করতে গিয়ে...

Rupankar Bagchi Trolled: ভাষা বিতর্কের মাঝে মুখ খুলেন কটাক্ষের মুখে পড়লেন রূপঙ্কর। ঠিক কী ঘটেছে? দিল্লি পুলিশের এক চিঠিতে বাংলা ভাষাকে 'বাংলাদেশিদের ভাষা' বলে উল্লেখ করায় তীব্র বিতর্ক ছড়িয়েছে।

রূপঙ্কর বাগচী (ছবি: ফেসবুক)রূপঙ্কর বাগচী (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2025,
  • अपडेटेड 2:31 PM IST

ফের আলোচনায় রূপঙ্কর বাগচী। নেটিজেনদের অনেকেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়েছে। ২০২২ সালের মে মাস থেকে সমালোচনার শীর্ষে উঠেছিলেন শিল্পী। মাঝেও বহুবার শিরোনামে উঠে আসেন। তবে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে, ফের বিতর্কের মুখে পড়লেন তিনি। 

ভাষা বিতর্কের মাঝে মুখ খুলেন কটাক্ষের মুখে পড়লেন রূপঙ্কর। ঠিক কী ঘটেছে? দিল্লি পুলিশের এক চিঠিতে বাংলা ভাষাকে 'বাংলাদেশিদের ভাষা' বলে উল্লেখ করায় তীব্র বিতর্ক ছড়িয়েছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন। বাদ যাননি তারকারাও। এরকমই একটি পোস্ট করেন রূপঙ্কর। প্রতিবাদ অবধি তো ঠিক ছিল, সমস্যা হয়ে দাঁড়াল পোস্টে তাঁর লেখা নিয়ে। 

পুরনো বিতর্ক নতুনভাবে উস্কে রূপঙ্কর লেখেন, "সময়ের থেকে এগিয়েছিলাম হয়তো, তাই অনেক কটাক্ষ, উপেক্ষা সহ্য করেছি। আজও বলছি বাঙলা গানের একজন শিল্পী হয়ে,বাঙলা ভাষার এই অপমান মেনে নিইনি,নেবোও না!! সে আপনারা আমাকে যাই ভাবুন!! কত অভিমান জমে ছিলো মাগো, বুকের ক্ষত- এ প্রলেপের মত, মাতৃভাষায় প্রথম ডাকা 'মা', জন্মভূমির দিব্বি তোমায় ছাড়বো না...।" 

আরও পড়ুন

এই পোস্ট একসঙ্গে তৈরি করেছে দুটি বিতর্ক। একদিকে যেমন এতদিন পরে গায়ক টেনে আনলেন পুরনো বিতর্ক। সেই সঙ্গে বাংলা ভাষা নিয়ে প্রতিবাদী পোস্টে 'বাংলা' বানানই ভুল লিখেছেন। তাঁর তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'বাঙলা নয় ওটা বাংলা হবে, ভাষাটাই তো ঠিক ভাবে আগে লিখুন...।' আরও একজন লিখেছেন, "সুযোগ একটা পেয়েছেন বলেই যেটা বলেছেন সেটাকে জাস্টিফাই করতে নামবেন না। পোস্টের ক্যাপশনের প্রথম পার্টটা অন্য রকম লিখতে পারতেন। বেতাল অবস্থায় করা একটা ভুলের জাস্টিফিকেশন হয়তো হতো না। কিন্তু আপনার প্রতিবাদটা তাতে কিছু কম হয়ে যেত না...।'  

একজন মন্তব্য করেছেন, 'সেদিন আপনি একজন শিল্পীকে তিরষ্কার করে বাংলা ভাষাকে বড় করে দেখতে চেয়েছিলেন, সেটা ঠিক নয়। আপনার প্রতিবাদ যদি সেই সব মানুষগুলোর জন্যে যারা বাংলাকে ছোটো করে দেখে, তাহলে সেটা যথাযত।' 

Advertisement

 

কেকে- রূপঙ্কর বিতর্ক 

২০২২ সালের ৩১ মে রাতে ছন্দপতন হয় বিনোদন জগতে। হঠাৎ মৃত্যু হয় কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের। কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠান হওয়ার পর মৃত্যু হয় তাঁর। নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে এদিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিরোনামে আসেন রূপঙ্কর। 

কেকে-র নজরুল মঞ্চের এই কনসার্ট ঘিরে প্রায় মাসখানেক আগে থেকে ছিল উত্তেজনা। টিকিট কেনার জন্য চলছিল ফ্যানেদের মধ্যে উন্মাদনা। আর এই ঘটনাতেই চটেছিলেন রূপঙ্কর। ফেসবুকে ভিডিও পোস্ট করেন গায়ক। যদিও পরে তিনি ভিডিওটি  ডিলিট করে দেন। যদিও ততক্ষণে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিনি বলেন, "আজ শো করতে কেকে কলকাতায় এসেছিলেন। ওয়ান অ্যান্ড ওনলি কেকে। এই শো ঘিরে তুমুল উত্তেজনা। তাঁর কনসার্টের কিছু লাইভ ভিডিও দেখছিলাম। তিনি 'ওয়ান্ডারফুল' গায়ক। কিন্তু আমার মনে হল সোশ্যাল মিডিয়ায় এই রকম ভিডিও আমার রয়েছে। সোমলতা, ইমন, মনোময়, রাঘব, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপমের রয়েছে। আমি গান শুনে যা বুঝলাম, আমরা কেকে-র থেকে সবাই ভাল গান গাই। কেন আমাদের নিয়ে এত উত্তেজনে বোধ করেন না বলুন তো?" 

বাঙালি শ্রোতাদের উদ্দেশ্যে রূপঙ্কর বলেন, "কেকে -কেকে -কেকে, হু ইজ কেকে? আমরা যে কোনও কে-র থেকে ভাল গাই। আমি যে গায়কদের নাম নিলাম তাঁরা কেকে-র থেকে অনেক ভাল। বোম্বের শিল্পীদের নিয়ে কেন এত উত্তেজনা? ওড়িশা, পঞ্জাব, দক্ষিণের ইন্ডাস্ট্রির থেকে শিখুন। বাঙালি হন ভাই, বোন, মাসি, পিসি, প্রেমিকা, প্রেমিক -বাঙালি হন প্লিজ।" 

 

Read more!
Advertisement
Advertisement