Advertisement

Rwitobroto-Surangana: ঋদ্ধি এখন অতীত, ঋতব্রতর সঙ্গে জমিয়ে রোম্যান্স সুরঙ্গনার?

Rwitobroto-Surangana: ঋদ্ধিকে ছেড়ে এবার সুরঙ্গনাকে রোম্যান্স করতে দেখা যাবে ঋতব্রতর সঙ্গে। তাহলে কি চিড় ধরল সুরঙ্গনা ও ঋদ্ধির সম্পর্কে? না, না বাস্তবে নয়, সুরঙ্গনা ও ঋতব্রত রোম্যান্স করবেন রিল লাইফে।

ঋতব্রত-সুরঙ্গনাঋতব্রত-সুরঙ্গনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jul 2023,
  • अपडेटेड 12:43 PM IST
  • ঋদ্ধিকে ছেড়ে এবার সুরঙ্গনাকে রোম্যান্স করতে দেখা যাবে ঋতব্রতর সঙ্গে। তাহলে কি চিড় ধরল সুরঙ্গনা ও ঋদ্ধির সম্পর্কে?

ঋদ্ধিকে ছেড়ে এবার সুরঙ্গনাকে রোম্যান্স করতে দেখা যাবে ঋতব্রতর সঙ্গে। তাহলে কি চিড় ধরল সুরঙ্গনা ও ঋদ্ধির সম্পর্কে? না, না বাস্তবে নয়, সুরঙ্গনা ও ঋতব্রত রোম্যান্স করবেন রিল লাইফে। তাও আবার একেবারে প্রেমে মাখো মাখো। আসলে এই দুই তারকা এবার সহচরী নামে এক ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করতে চলেছেন। তারই ট্রেলার মুক্তি পেল। অর্থাৎ রিল লাইফে সুরঙ্গনা এবার ঋতব্রতর 'সহচরী' হতে চলেছেন।

পরিচালক রোহন সেন পরিচালিত এই ওয়েব সিরিজের ট্রেলারে দেখা গিয়েছে দুই অল্পবয়সী তরুণ-তরুণীর সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প। ট্রেলার অনুযায়ী, ঋতব্রত ও সুরঙ্গনার বন্ধুত্ব প্রেমে পরিণত পায় এবং সেই প্রেমের কারণেই তাঁরা লিভ ইন করতে শুরু করেন। এরপরই আসে একের পর এক সমস্যা। সেই সমস্যা পেরিয়ে ঋতব্রত ও সুরঙ্গনার প্রেম কোন খাতে বইবে তার জন্য অপেক্ষা করতে হবে। 

ঋতব্রতর এটাই প্রথম ওয়েব সিরিজ। পরিচালক রোহনেরও তাই। নতুন প্রজন্মের সম্পর্ক, সমস্যা, রাগ-অভিমান, ইগো সবকিছু মিলিয়ে মিশিয়ে তৈরি হয়েছে এই সহচরী ওয়েব সিরিজটি। সিরিজের ট্রেলার আসার আগে ঋতব্রত একটি ছবিও পোস্ট করেছিলেন। যেখানে দেখা গিয়েছে যে ঋতব্রত গাল টিপছেন সুরঙ্গনার। ঋতব্রত-এর পোস্টের পরই ছবি ঘিরে কৌতুহলের অন্ত ছিল না অনুরাগীদের। যদিও পোস্ট দেখে সকলেই বুঝেছিলেন, নিশ্চয় কোনও সিনেমা কিংবা ওয়েব সিরিজ আসতে চলেছে। 

সহচরী-র আগে ঋতব্রত-সুরঙ্গনাকে দেখা গিয়েছিল ওপেন টি বায়োস্কোপ সিনেমায়। এরপর তাঁদের একসঙ্গে এই সহচরী সিরিজ। এই দুজনকে একসঙ্গে দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা করে লিখেছেন যে তাঁদের দুজনকে ঋদ্ধি পেটাবে। যদিও ঋতব্রতর কথায় জানা গেল যে ঋদ্ধি সবটাই জানেন। এখানে উল্লেখ্য, ঋদ্ধি-সুরঙ্গমা ও ঋতব্রত দীর্ঘদিনের বন্ধু। অপরদিকে ঋদ্ধির সঙ্গে সুরঙ্গনার সম্পর্কের কথা টলিউডে সকলেই জানেন। ৬টি এপিসোডের এই সহচরী সিরিজ আগামী ৫ অগাস্ট থেকে স্ট্রিমিং হবে বলে জানা গিয়েছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement