Advertisement

Sahitya Aaj Tak 2025 Day 2: অমল পালেকর থেকে মনোজ তিওয়ারি, জুবিনকে শ্রদ্ধাঞ্জলি পাপনের, সাহিত্য আজতক আজও জমজমাট

কিন্তু উৎসব এখানেই শেষ নয়। বরং একেবারে মধ্যগগনে। ঠিক যেমন দুর্গাপুজোয় অষ্টমীতে পুজো একেবারে জমজমাট। তেমনই আজ সাহিত্য আজতক-এর দ্বিতীয় দিনে তাবড় ব্যক্তিত্বদের ভিড়। এখনও দু’দিন ভরপুর অনুষ্ঠান।

সাহিত্য আজতক ২০২৫সাহিত্য আজতক ২০২৫
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Nov 2025,
  • अपडेटेड 8:46 AM IST
  • জমে উঠেছে Sahitya Aaj Tak 2025 এর আসর
  • ২২ ও ২৩ নভেম্বরের দারুণ সব সেশন
  • ২৩ নভেম্বর হবে গ্র্যান্ড ফিনালে

জমে উঠেছে Sahitya Aaj Tak 2025 এর আসর। সাহিত্য আজ তক তিন দিনের একটি মহোৎসব। প্রথম পর্বেই মঞ্চে ওঠেন কবি কুমার বিশ্বাস। তাঁর জনপ্রিয় চর্চা 'আপনে আপনে রাম' দিয়ে অনুষ্ঠানের সূচনা হল। এরপর দিন যত এগিয়েছে, ততই জমে উঠেছে সাহিত্য সংস্কৃতি চর্চার মহাকুম্ভ। পীযূষ মিশ্র, বর্ষা সিং ধানোয়া, আলতাফ রাজা, মালিনী অবস্থি, যতীন্দ্র মিশ্র–সহ একাধিক বিশিষ্ট অতিথি মঞ্চে এসে উপস্থিত হন। সন্ধ্যার বীর রস কবি সম্মেলন পুরো উৎসবকে নতুন মাত্রা দেয়। দেশাত্মবোধে ভরপুর সেই পরিবেশনায় দস্তক দরবার মঞ্চ প্রতিধ্বনিত হয় 'বন্দে মাতরম' ধ্বনিতে।

কিন্তু উৎসব এখানেই শেষ নয়। বরং একেবারে মধ্যগগনে। ঠিক যেমন দুর্গাপুজোয় অষ্টমীতে পুজো একেবারে জমজমাট। তেমনই আজ সাহিত্য আজতক-এর দ্বিতীয় দিনে তাবড় ব্যক্তিত্বদের ভিড়। এখনও দু’দিন ভরপুর অনুষ্ঠান। যদি অফিস, মিটিং বা অন্য কোনও ব্যস্ততায় শুক্রবার এসে ওঠা না হয়ে থাকে, তবুও আপনার সামনে রইল সুযোগ, ২২ ও ২৩ নভেম্বরের দারুণ সব সেশনে যোগ দেওয়ার।

সাহিত্য আজতক ২০২৫

২২ নভেম্বরের অনুষ্ঠানসূচি (দ্বিতীয় দিন)

পর্যায় ১ – হাল্লা বল চৌপাল

১১:00–১২:30 — 'আপনে আপনে রাম' | কুমার বিশ্বাস

১২:30–১৩:15 — 'হাঁ, হাম বিহারী হ্যায় জি' | মনোজ তিওয়ারি

১৩:15–14:00 — জুবিন গর্গকে স্বরাঞ্জলি | পাপন, জুবলি বড়ুয়া

১৪:০০–১৪:৪৫ — “যাও এবং তাদের বলো...” 

১৪:৪৫–১৫:৩০ — “জুতে ফাটে পহেনকার আকাশ মে চড়হে থে” | মনোজ মুনতাশির শুক্লা

১৫:৩০–১৬:৩০ — “তুমসে মিলকে, অ্যায়সা লাগা তুমসে মিলকে...” | সুরেশ ওয়াদকার

১৬:৩০–১৮:০০ — হারগুন কৌর লাইভ

২০:০০–২২:০০ — “জশনে জাসি” | জসবীর জাসি

পর্যায় ২ – দস্তক দরবার

১২:০০–১৩:০০ — অধিকার, সমতা ও ন্যায়বিচার | অরুণা রায়, পুরুষোত্তম আগরওয়াল, ঋতিকা খেরা

১৩:০০–১৩:৩০ — “ফেরদৌসের জগৎ” | শচী পাঠক ‘ফিরদাউস’

১৩:৩০–১৪:০০ — জনসাধারণ, রাজনীতি ও সাংবাদিকতা | হরিবংশ

১৪:০০–১৪:৪৫ — “সিনেমার সাধারণ মানুষের স্মৃতি ভাণ্ডার” | অমল পালেকর, সন্ধ্যা গোখলে

Advertisement

১৪:৪৫–১৫:৪৫ — “ইশক হ্যায়” | প্রিয়া মালিক

১৫:৪৫–১৬:৩০ — “ভারতীয়ত্বের নায়ক-খলনায়ক” | পবন কে. ভার্মা, বিক্রম সম্পথ, হিন্দাল সেনগুপ্ত

১৬:৩০–১৮:০০ — সুফি রঙে প্রেমের ৭ স্তর | দিব্যা বাত্রা, সৌম্যদীপ দাশগুপ্ত

১৮:০০–১৮:৪৫ — “আমাদের নিজস্ব সুর বুনি” | সুরেশ ওয়াদকার, আশুতোষ অগ্নিহোত্রী, শ্রেয়াস পুরাণিক

১৮:৪৫–২০:০০ — “আজ সন্ধ্যাটা সুফিয়ানা” | কুমার সত্যম

পর্যায় ৩ – সাহিত্য তক

কবি সম্মেলন, লেখালেখির চিন্তা, সাইকো পোয়েট লাইভ, সাহিত্য–সংস্কৃতি আলোচনা, দাস্তান-ই-সাহির, প্রেম–কবিতা–শান্তি—দিনভর একের পর এক সাহিত্যিক সেশন চলবে স্বয়ম শ্রীবাস্তব, মনোকবি অভি মুন্ডে, হিমাংশু বাজপেয়ী, বদ্রি নারায়ণ, নীরজ পান্ডে–সহ বহু অতিথির সঙ্গে।

২৩ নভেম্বর হবে গ্র্যান্ড ফিনালে

তৃতীয় দিনে থাকছেন—স্মৃতি ইরানি, ইমরান প্রতাপগড়ি, জয়দীপ আহলাওয়াত, ইরশাদ কামিল, চেতন ভগত—এবং রাতের শেষ আকর্ষণ নেহা কক্করের গ্র্যান্ড ফিনালে।
সাহিত্যের মহাকুম্ভ 'সাহিত্য আজ তক'-এর জন্য এখনই নিবন্ধন করুন।

তারিখ: ২১, ২২ এবং ২৩ নভেম্বর, ২০২৫
স্থান: মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম, নয়াদিল্লি
নিবন্ধনের জন্য ওয়েবসাইট: aajtak.in/sahitya

Read more!
Advertisement
Advertisement