
দিল্লি আবারও স্বাগত জানাচ্ছে ভারতের সর্ববৃহৎ সাহিত্য ও সংস্কৃতি উৎসব সাহিত্য আজতক ২০২৫-কে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২১, ২২ ও ২৩ নভেম্বর, মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে। তিন দিনের এই উৎসব সাহিত্য, সঙ্গীত, শিল্প ও বিনোদনের এক অসাধারণ সমাবেশ হিসেবে দিল্লিতে নিজস্ব পরিচয় তৈরি করেছে।
সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সরাসরি সংযোগ
সাহিত্য আজতক ২০২৫-এর মূল উদ্দেশ্য হল তরুণ প্রজন্ম এবং সাধারণ দর্শকদের ভারতীয় ভাষা, সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির সঙ্গে সরাসরি সংযোগ করানো। অনুষ্ঠানটিতে থাকছে লাইভ সঙ্গীত, কবিতা পাঠ, নাটক, আলোচনা ও সাহিত্যিক আলাপ। দর্শকরা মিলিত হতে পারবেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট শিল্পী, লেখক ও গায়ক-গায়িকাদের সঙ্গে।
উৎসবের প্রধান আকর্ষণ
জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি: ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান 'স্বরাঞ্জলি', যেখানে কিংবদন্তি গায়ক জুবিন গর্গ-এর প্রতি শ্রদ্ধা অর্পণ করা হবে। গায়ক পাপন বিশেষ পরিবেশনা করবেন। এবং ফ্যাশন ডিজাইনার ও গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ-ও এতে অংশ নেবেন।
লাইভ সঙ্গীত পরিবেশন: দর্শকরা উপভোগ করতে পারবেন ইরশাদ কামিল, বিশাল মিশ্র, জসবীর জাসি, নেহা কক্কর, মালিনী অবস্থি, বর্ষা সিং ধানোয়া ও রাহগীর-এর লাইভ পরিবেশনা। অনুষ্ঠান চলবে সুফি, লোক ও আধুনিক সঙ্গীতের সমন্বয়ে।
সাহিত্য ও সংস্কৃতির আলোচনার জন্য সেশন: কবি কুমার বিশ্বাস পাঠ করবেন রামায়ণের অংশ, থাকবে গল্পকথন, গল্প-চর্চা ও লেখকদের সঙ্গে আলাপচারিতা।
রেজিস্ট্রেশন
উৎসবটি অনুষ্ঠিত হবে তিনটি পৃথক মঞ্চে, যেখানে একসঙ্গে বিভিন্ন পরিবেশনা ও সেশন উপভোগ করা যাবে। দর্শকরা নান্দনিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতায় ডুব দিতে পারবেন।
তারিখ: ২১, ২২ ও ২৩ নভেম্বর ২০২৫
স্থান: মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম, নয়াদিল্লি
নিবন্ধন: aajtak.in/sahitya