
সাহিত্য আজতক ২০২৫ এর মঞ্চ একবারে প্রস্তুত। এই মঞ্চ এখন আপনারই অপেক্ষায়। মাত্র ১ দিন পরই দেশের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান। সেখানে সাহিত্য নিয়ে আলোচনার পাশাপাশি নানা দারুণ সব ইভেন্ট ঘটতে চলেছে।
আপনি যদি সাহিত্য, সঙ্গীত এবং অভিনয় দুনিয়ার প্রথম সারির মানুষগুলির সঙ্গে দেখা করতে চান, তাহলে সাহিত্য আজতক ২০২৫ হল সেরা সুযোগ। এখানে আপনি পছন্দের সাহিত্যিকদের সঙ্গে দেখা করতে পারবেন। পাশাপাশি হৃদয়ে থাকা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কথা বলার সুযোগও পেতে পারেন। সেই সঙ্গে পছন্দের গায়ক-গায়িকাদের গানও লাইভ শুনতে পারবেন।
তাই আর অপেক্ষা কেন? আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন ২১,২২, ২৩ নভেম্বর। এই দিনগুলিতে দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সাহিত্য আজতক।
এই বার্ষিক সাহিত্য উৎসব আয়োজনের দায়িত্বে রয়েছে ভারতের সবথেকে দ্রুত এগিয়ে চলা হিন্দি নিউজ চ্যানেল আজ তক। তাই আর সময় নষ্ট না করে ৫ বিশেষ ইভেন্ট সম্পর্কে জেনে নিন।
কুমার বিশ্বাস শোনাবেন রামকথা
এই অনুষ্ঠানে সকলের দৃষ্টি থাকবে কবি কুমার বিশ্বাসের দিকে। বছরের পর বছর তাঁর লেখা কবিতা মানুষের মন জয় করেছে। ভালোবাসার পাশাপাশি দেশাত্মবোধক কবিতা লিখেই তিনি জনপ্রিয়। তবে বর্তমানে তিনি 'আপনে আপনে রাম' নামক একটি পরিবেশনের জন্য চর্চায় রয়েছেন। তাঁর এই পারফর্মেন্সটি মূলত রামায়ণ নির্ভর। তিনি যুবকদের মধ্যে রাম ভাবনা জাগিয়ে তোলার জন্যই এই কাজটি করছেন বলে জানা গিয়েছে। আর কুমার বিশ্বাস তিন দিনই নিজের পারর্ফমেন্স দেবেন সাহিত্য আজতকে। তাই আপনিও তাঁকে শুনতে চাইলে এখানে আসতেই পারেন।
তিন তালের স্পেশাল তড়কা
তিন তালের ইউনিক স্টাইল সাহিত্য আজতক ২০২৫-এর অন্যতম আকর্ষণ। তাই, খান চা এবং সর্দার, এই তিনের অন্য সুর, কিন্তু তাল এক। এর মাধ্যমেই জীবন, রাজনীতি এবং সমাজের হাসি থেকে শুরু করে ক্যানডিড কিছু মুহূর্ত খুলে ধরা হবে। এটা শুধু পডকাস্ট নয়। এটা হতে চলেছে একটি জীবনের সেরা অভিজ্ঞতা। এখানে প্রত্যেকটা ওয়ার্ডই একটা জোক। প্রত্যেকটা জোকের রয়েছে একটা লুকিয়ে থাকা অর্থ।
বলিউড: নস্টালজিয়া থেকে নতুন যুগ
এই তিনটি দিন আপনি বলিউডের দেখা পাবেন। এই সময় আপনি নিজের পছন্দের তারকাদের দেখতে পাবেন। পাশাপাশি শুনতে পাবেন গায়ক-গায়িকার গান। নেহা কক্করের গানে আপনি নাচতে পারবেন। আবার আলতাফ রাজার 'তুম তো ঠেহরে পারদেশি'-ও শুনতে পারবেন। অর্থাৎ ৯০-এর নস্টালজিয়া থেকে বর্তমান সময় মিলেমিশে একাকার হয়ে যাবে সাহিত্য আজতক-এ।
শুনবেন বীর রসের কবিতা
প্রথম দিন দেশভক্তি এবং বীর রসের কবিতা শুনতে পারবেন। দেশের সব নামী কবি তাঁদের কবিতার পংক্তি পড়ে শোনাবেন। তাঁদের লেখায় শোনা যাবে বলিদান ও মাতৃভূমির কথা। বীর রস কবি সম্মেলনে কর্নেল বিপি সিং, কমান্ডার সমোদ সিং, মদন মোহন সমর, কবিতা তিওয়ারি, বিনিত চৌহান এবং মনিশ মনোহর উপস্থিত থাকবেন। তাঁদের শক্তিশালী লেখা দেশভক্তি জাগিয়ে তুলতে পারে।
ঘটনা ও কাহিনি
অনুষ্ঠানের তৃতীয় দিন দস্তক দর্বারে আপনি দেখা পাবেন ভাগবতী সরস্বতীর। তিনি হৃষীকেশের পরমার্থ কি নিকেতনের আন্তর্জাতিক ডিরেক্টর। তিনি ধর্মীয় নেতা এবং মোটিভেশনাল স্পিকার হিসাবে প্রসিদ্ধ। তিনি মন, আত্মা নিয়ে কথা বলবেন। তারপর একটা গল্পের সিরিজ শুরু হবে। সেখানে অংশ ঔপন্যাসিক নেবেন দিব্যা প্রকাশ দুবে।
তাঁর সঙ্গে কথা বলার সময় আপনি বুঝতে পারবেন যে কীভাবে বর্তমানে গল্প বলার কৌশল বদলে গিয়েছে। পাশাপাশি এ দিন আপনি বিশিষ্ট গল্পকার লক্ষ মাহেশ্বরীরও একটা সেশন শুনতে পারবেন।
তাই এখনই সাহিত্য আজতকে রেজিস্টার করুন।
দিন- নভেম্বর ২১, ২২ এবং ২৩, ২০২৫
স্থান- মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম নিউ দিল্লি
ওয়েবসাইট- aajtak.in/sahitya