Advertisement

Tollywood Gossip: আর রাখঢাক নয়, সৌরসেনীর সঙ্গে জমিয়ে প্রেম নুসরতের 'প্রাক্তন' নিখিলের

Tollywood Gossip: চুটিয়ে প্রেম করছেন নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন ও অভিনেত্রী সৌরসেনী। গত বছর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল। বহুদিন নিজেদের সম্পর্ককে গোপনে রাখার পর অবশেষে নিখিলের জন্মদিনে নিজেদের সম্পর্ককে সিলমোহর দিলেন সৌরসেনী ও নুসরতের প্রাক্তন স্বামী।

এবার প্রকাশ্যেই নিখিল-সৌরসেনীর প্রেম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Dec 2024,
  • अपडेटेड 6:00 PM IST
  • চুটিয়ে প্রেম করছেন নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন ও অভিনেত্রী সৌরসেনী।

চুটিয়ে প্রেম করছেন নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন ও অভিনেত্রী সৌরসেনী। গত বছর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল। বহুদিন নিজেদের সম্পর্ককে গোপনে রাখার পর অবশেষে নিখিলের জন্মদিনে নিজেদের সম্পর্ককে সিলমোহর দিলেন সৌরসেনী ও নুসরতের প্রাক্তন স্বামী। এরপরই প্রকাশ্যে তাঁদের সম্পর্ক। নিখিলের সঙ্গে তাঁর বন্ধুর রিং সেরিমনিতে যাওয়া থেকে শুরু করে একসঙ্গে শহরের রাস্তায় ড্রাইভ, সবেতেই সঙ্গী সৌরসেনী। 

ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, নিখিল জৈনের সঙ্গে নাকি প্রেম করছেন সৌরসেনী। তবে সেই খবর নিয়ে মুখ খোলেননি তাঁরা কেউই। সৌরসেনীর সঙ্গে নিখিলের ব্যবসায়িক সম্পর্ক এখন মনের সম্পর্কে পরিণত হয়েছে। নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৌরসেনী। নিখিলের জন্মদিনে সৌরসেনীর পোস্টে সেই আভাস মিলেছিল। এবার সেই সম্পর্ক ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

সম্প্রতি নিখিলের এক বান্ধবীর রিং সেরিমনি ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছিল নিখিল ও সৌরসেনীকে। শুধু তাই নয়, নিখিলের সঙ্গে পার্টিও করছেন অভিনেত্রী। শহরের রাস্তায় নিখিলের লাল রঙের বিলাসবহুল গাড়িতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। সব মিলিয়ে সৌরসেনীর সঙ্গে নিখিলের প্রেম দারুণভাবে জমে উঠেছে। সৌরসেনী নিখিলের জন্মদিনে একাধিক ছবি পোস্ট করে লিখেছিলেন, 'এমনই ঝগড়া আর মান ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে।' এরপর হামেশাই একসঙ্গে দেখা যাচ্ছে নিখিল জৈন আর সৌরসেনীকে। এর আগেও একসঙ্গে ইডেনে খেলাও দেখতে গিয়েছিলেন নিখিল ও সৌরসেনী। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা। 

২০১৯ নুসরত জাহানের সঙ্গে বোদরুমে স্বপ্নের বিবাহ সেরেছিলেন নিখিল জৈন। তাঁদের সেই বিয়ের সাক্ষী ছিল গোটা দুনিয়া। তবে ছন্দপতন। ভেঙে যায় নুসরত ও নিখিলের সেই বিয়ে। তাঁদের মধ্যে সমস্যা শুরু হওয়ার পরেই প্রকাশ্যে আসে যে কখনও আইনি বিবাহ করেননি তাঁরা। আর সেই কারণেই তাঁদের সম্পর্ককে লিভ-ইন বলা যায় বড়জোর। নুসরত এখন সংসার করছেন যশ দাশগুপ্তের সঙ্গে। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। অন্যদিকে নিখিলও নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। ব্যবসা নিয়ে রয়েছেন। নতুন করে জীবনে যোগ হয়েছে সৌরসেনী।    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement