"সব ইয়াদ রাখা জায়েগা...সব খুব ইয়াদ রাখা জায়েগা..." আমির আজিজের সেই কবিতাটা মনে আছে?
নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act)- সংক্রান্ত বিতর্কে তিলোত্তমা থেকে রাজধানীর রাজপথে, প্রতিধ্বনিত হয়েছিল প্রতিবাদীদের কণ্ঠস্বর। JNU থেকে জামিয়া মিলিয়া, সর্বত্র গর্জে উঠেছিলেন প্রতিবাদী ছাত্র-ছাত্রীরা। ভারতে CAA, NRC নিয়ে চর্চা এখনও থামেনি। চলতি সমস্ত বিষয় নিয়েই ছবি তৈরির কথা ভাবেন চলচ্চিত্র নির্মাতারা। কিন্তু এই সংবেদনশীল এবং সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ বিষয়বস্তু নিয়ে ছবি বানানোর কথা এখন অবধি সেভাবে কেউ ভাবেননি। আর সেই চ্যালেঞ্জটাই নিয়েছেন পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)। তাঁর হিন্দি শর্ট ফিল্ম 'আ সেপারেট স্কাই '(A Separate Sky)-র মাধ্যমে।
৬২ মিনিটের এই ছবিতে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন পরিচালক। 'দাদা সাহেব ফালকে' (Dada Saheb Phalke), ইস্তাম্বুল চলচ্চিত্র উৎসবে (Istanbul Film Festival) 'সেরা ইন্ডি ফিচার ফিল্ম' সহ আরও একাধিক পুরস্কার জেতার পর, এবার আরও এক পালক জুড়েছে এই ছবির মুকুটে। কানস ওয়াল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১ (Cannes World Film festival 2021) -তে মনোনীত 'আ সেপারেট স্কাই '।
বিষয়বস্তু শুনে বোঝাই যাচ্ছে দেশের রাজনৈতিক চালচিত্র অনেকটাই নাড়াঘাঁটা হবে ছবিতে। অভিনয়ে রয়েছেন টলিপাড়ার একঝাঁক জনপ্রিয় মুখেরা। রিচা শর্মা, বনি সেনগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রনিতা দাস, দেবলীনা কুমার, প্রিয়াঙ্কা রতি পাল, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অসীম রায় চৌধুরী, সায়ন চক্রবর্তী, চন্দ্রিমা গোস্বামী, কান সিং সোধা। রাজনৈতিক ভাবে অশান্ত পরিস্থিতিতে একজন মুসলমান শিক্ষিকা, কীভাবে কলেজের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা চালিয়ে যান, তাই ফুটে উঠেছে এই ছবির গল্পে।
'আ সেপারেট স্কাই'-র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এবং ইপ্সিতা। ইমরান জাকি (Imran Zaki ) ও লাল ভাটিয়ার (Lal Bhatia) প্রযোজনা সংস্থা ডেভিড অ্যান্ড গোলিয়াথ ফিল্মসের (David & Goliath Films) ব্যানারে তৈরি হয়েছে এই অন্য ধারার ছবি।সেই সময়কালে দেশের জাতীয় সঙ্কটের অনেকগুলি বাস্তব চিত্র ও ছবির কাহিনীচিত্রের সুন্দর মিশেলে তৈরি হয়েছে 'আ সেপারেট স্কাই'।
তবে এরকমই একটা বিষয়বস্তু কেন? এই প্রশ্নের উত্তর দিলেন খোদ পরিচালক রাজর্ষি। তিনি বললেন, "এটা বাংলার প্রথম ছবি যেটি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কথা বলবে। আমরা সব সময়ে একটি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের স্বপ্ন দেখেছি। এই ছবিটি ব্যক্তিগত ও রাজনৈতিক, উভয় ক্ষেত্রেই একটি দৃঢ় বার্তা পৌঁছে দেবে দর্শকদের কাছে।"
আরও পড়ুন: "যদি তোর ডাক শুনে কেউ না আসে...তবে নাকি একলা চলতে হয়!" রবীন্দ্রনাথ প্রসঙ্গে নচিকেতা
তিনি আরও যোগ করলেন, " কানস-র মতো একটা এরকম মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে ছবি নির্বাচিত হওয়াটাই একটা বড় প্রাপ্তি। এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীরা খবরটা পেয়ে খুব উৎসাহিত। আমরা আশাবাদী যে, দর্শকেরা এই ছবির মাধ্যমে দেশে চলতে থাকা সাম্প্রদায়িক সঙ্কটের পরিস্থিতির সঙ্গে যথেষ্ট রিলেট করতে পারবেন।"
আরও পড়ুন: একঝাঁক শিল্পী নিয়ে আসছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'! প্রকাশ্যে ছবির পোস্টার
'আ সেপারেট স্কাই'-র খবর চাউর হতেই ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়। শুধু যে বিষয়বস্তু সকলের কৌতূহল বাড়াচ্ছে তা না। ইতিমধ্যে ভাইরাল ছবির প্রথম গান 'চল সাথিয়া' (Chal Saathiyan)। অনুপম রায়ের ( Anupam Roy) গাওয়া এই গানটি ২৪ ঘণ্টার মধ্যে ১ মিলিয়ন ভিউ হয়েছিল। গানের সঙ্গীত পরিচালনা করেছেন আশু চক্রবর্তী, সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক এবং গানের কথা লিখেছেন 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' রাজর্ষি দে নিজেই।