
মুম্বইয়ের ২৬/১১-এর রাতের সেই ভয়াবহ স্মৃতির কথা এখনও দগদগে দেশবাসীর মনে। একরাতের মধ্যে গোটা মায়ানগরী চলে গিয়েছিল জঙ্গিদের দখলে। ২০০৮ সালের সেই ভয়ানক ঘটনা আজও ভুলতে পারেনি মুম্বইবাসী। তবে শুধু মুম্বই হামলা নয়, এই কয়েক বছরের মধ্যে দেশের একাধিক জায়গায় জঙ্গি হামলার ঘটনার স্মৃতি আজও টাটাকা। সম্প্রতি পহেলগাঁও হামলা ও দিল্লি বিস্ফোরণের ঘটনা আবারও দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে জঙ্গি হামলার ঘটনা নিয়ে সর্বদাই সরব হয়েছেন তারকাও। এবার সেই মুম্বই হামলা নিয়েই মুখ খুললেন বলিউডের বাদশা শাহরুখ খান।
মুম্বইতে হওয়া গ্লোবাল পিস অনার্স ২০২৫-এ যোগ দিয়েছিলেন এসআরকে। এই অনুষ্ঠানে এসে তিনি ২৬/১১-এর জঙ্গি হামলা নিয়ে কথা যেমন বলেন তেমনি ভারতীয় সেনাদের সাহস ও পরাক্রম নিয়েও আলোচনা করেন। দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধাও নিবেদন করেন শাহরুখ। কিং খান বক্তব্য দিতে গিয়ে বলেন, ২৬/১১-এর সন্ত্রাসবাদী হামলা, পহেলগাঁও হামলা ও সম্প্রতি হওয়া দিল্লি বিস্ফোরণে যে সমস্ত নিরীহ মানুষ নিহত হয়েছেন, তাঁদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি আর দেশের বীর সৈন্যদের প্রতি আমার গভীর শ্রদ্ধা।
শাহরুখ আরও বলেন, আমাকে আজ এই অনুষ্ঠানে বিশেষ চারটি পংক্তি বলতে বলা হয়েছে দেশের জওয়ানদের উদ্দেশ্যে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি দেশের জন্য কী করেছেন? তাহলে তাঁকে উত্তরে বলুন, ‘আমি আমার দেশকে রক্ষা করেছি। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনি জীবনে কী কী অর্জন করেছেন তাহলে তাঁকে উত্তরে বলুন, আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ, ভালোবাসা অর্জন করেছি। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, আপনি কি কোনও কিছুতে ভয় পান? তাহলে উত্তরে তাঁকে বলুন, আমাদের যাঁরা আক্রমণ করছে তাদের ভয় পেতে দাও। যদি আমাদের মধ্যে, ঐক্য, দৃঢ়তা বজায় থাকে তাহলে কেউ আমাদের কোনও ক্ষতি করতে পারবে না। তা করার আগে দু’বার ভাববে।
এসআরকে আরও বলেন, আসুন আমরা সবাই মিলে শান্তির পথ খুঁজে নিই। জাতি, ধর্ম ভুলে নিজেদের রক্ষা করার পথ যেন নিজেরাই খুঁজে নিই। আমাদের মধ্যে শান্তি থাকলে, ভারতকে কেউ নাড়াতে পারবে না। বক্তৃতা শেষে শাহরুখ সেনাকর্মীদের নিষ্ঠা এবং ভারতীয়দের ঐক্যের শক্তিকে সাধুবাদ জানান। উল্লেখ্য,১৭ বছর আগে মুম্বইয়ে হওয়া জঙ্গি হামলা, চলতি বছরের পহেলগাঁও হামলা ও সাম্প্রতিককালের দিল্লি বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারকে শ্রদ্ধা জানানো হয় এদিনের এই অনুষ্ঠানে।