Advertisement

Aryan Khan: বাপ কা বেটা, ঠিক যেন মহব্বতের শাহরুখ! আরিয়ানের নতুন সিরিজ

Aryan Khan: অপেক্ষা ছিল বহুদিনের। কবে শাহরুখ খানের ছেলে আরিয়ানকে বড়পর্দায় দেখা যাবে। এবার সেই অপেক্ষার অবসান হল। সামনে এল Ba***ds of Bollywood-এর প্রথম ঝলক। যেখানে আরিয়ান খানকে দেখে আর তাঁর গলা শুনে শাহরুখ খান ভেবে ভুল হতেই পারে।

আরিয়ান খানআরিয়ান খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 2:18 PM IST
  • যেখানে আরিয়ান খানকে দেখে আর তাঁর গলা শুনে শাহরুখ খান ভেবে ভুল হতেই পারে।

অপেক্ষা ছিল বহুদিনের। কবে শাহরুখ খানের ছেলে আরিয়ানকে বড়পর্দায় দেখা যাবে। এবার সেই অপেক্ষার অবসান হল। সামনে এল Ba***ds of Bollywood-এর প্রথম ঝলক। যেখানে আরিয়ান খানকে দেখে আর তাঁর গলা শুনে শাহরুখ খান ভেবে ভুল হতেই পারে। তবে এখানে আরিয়ান অভিনয় করেন নি, নেটফ্লিক্সের আগামী সিরিজ Ba***ds of Bollywood-এর পরিচালকের আসনে রয়েছেন শাহরুখ-পুত্র। বহু প্রতীক্ষিত এই সিরিজের টিজার নেটফ্লিক্স ও রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে। 

শাহরুখের ছেলে আরিয়ান কিন্তু বাবার উল্টোপথেই হেঁটেছেন। যেখানে বলিউডের বাদশা প্রেম-ভালোবাসার পথে হাঁটতেই ভালোবাসেন, তাঁর ছেলে আরিয়ান ওয়ার (লড়াই) নিয়ে কথা বলছেন। Ba***ds of Bollywood-এর প্রথম টিজারে আরিয়ানকে দেখা গিয়েছে শাহরুখের মহব্বতে সিনেমার সিগনেচার স্টেপ ভায়োলিলেন সুর দিয়ে শুরু হয়। তারপর এক পরিচিত কন্ঠ বলে, এক লড়কি থি দিওয়ানি সি, এক লড়কে পে ওহ মরতি থি..., মহব্বতে সিনেমার আইকনিক ডায়লগ শাহরুখের। এই শো-এর প্রধান অভিনেতা লক্ষ্য ও সাহের বাম্বার রোম্যান্টিক দৃশ্য দেখানো হয়। সকলেই ভাববেন হয়তো প্রেমে মাখো মাখো সিরিজ।

 

হঠাৎ করেই আরিয়ান ভায়োলেন বাজানো থামিয়ে লড়াইয়ের কথা বলতে শুরু করে দেন। এরপরই তাঁর গলায় শোনা যায়, জ্যাদা হো গয়া না? আদত ডাল লো। আরিয়ান জানিয়েছেন, তাঁর এই শোতে একটু বেশি পাগলামি দেখা যাবে। এরপরই স্ক্রিনে মারামারি, গুলি ছোঁড়া সহ একাধিক অ্যাকশন দৃশ্য দেখতে পাই। ভিডিওতে আরিয়ান খান বলেছেন, ‘বলিউড জিস্সে আপনে সালোঁ সে পেয়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা, বহোত সারা প্যায়ার… অর থোড়া সা ওয়ার।’ এই সিরিজের আসল মন্ত্রই হল এটা। যেখানে প্রেমের চিঠি ও হিন্দি সিনেমার সমালোচনা সমানভাবে থাকবে। 

এই শো লিখেছেন ও পরিচালনা করেছেন আরিযান খান। প্রযোজনার দায়িত্বে মা গৌরী খান। বিলাল সিদ্দিকি এবং মানব চৌহান লেখক এবং সহ-নির্মাতা হিসাবে কাজ করছেন। সাহের এবং লক্ষ্য ছাড়াও, শোটিতে ববি দেওল, মনোজ পাওয়া, মোনা সিং, মণীশ চৌধুরী, রাঘব জুয়াল, অনন্যা সিং, বিজয়ন্ত কোহলি এবং গৌতমী কাপুরও অভিনয় করেছেন। এই শোয়ের প্রিভিউ দেখানো হবে ২০ অগাস্টে। এই বছরেই মুক্তি পাবে এই সিরিজটি, তবে এখনও তারিখ সামনে আসেনি।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement