Advertisement

Anupam Roy Divorce:ছয় বছরের দাম্পত্যের ইতি! কেন বিচ্ছেদ অনুপম-পিয়ার সম্পর্কে?

টলিউডে ফের বিচ্ছেদের খবর। এবার বিয়ে ভাঙার কথা ঘোষণা করলেন গায়ক অনুপম রায়। জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক অনুপম নিজেই ট্যুইটারে পোস্ট করে জানিয়েছেন, ইতি টানছেন সম্পর্কের।

 বিয়ে ভাঙছে অনুপম রায়ের বিয়ে ভাঙছে অনুপম রায়ের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2021,
  • अपडेटेड 8:59 PM IST
  • বিয়ে ভাঙছে অনুপম রায়ের
  • নিজেই ঘোষণা করলেন গায়ক
  • বিয়ে ভাঙলেও বন্ধু থাকবেন জানালেন


টলিউডে ফের বিচ্ছেদের খবর। এবার বিয়ে ভাঙার কথা ঘোষণা করলেন গায়ক অনুপম রায়। জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক অনুপম নিজেই ট্যুইটারে পোস্ট করে জানিয়েছেন, ইতি টানছেন সম্পর্কের। স্ত্রী পিয়া ও তিনি এখানেই নিজেদের বিবাহিত জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে স্বামী-স্ত্রী না হলেও বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে।

অনুপম ও পিয়া সাত পাকে বাঁধা পড়েছিলেন ২০১৫ সালে। বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর প্রতি তাঁদের প্রগাঢ় ভালবাসা  আরও কাছাকাছি নিয়ে এসেছিল দুজনকে। বন্ধুত্ব থেকে যা পরিণতি পেয়েছিল পরিণয়ে। পিয়া নিজেই সেকথা  জানিয়েছিলেন। প্রসঙ্গত কিছুদিন আগেই অনুপম ও পিয়াকে একসঙ্গে গান গাইতেও দেখা গিয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্ম 'উরিবাবা' (Uribaba) -র মিউজিক্যাল শো '৫ এমএম অন দ্য রক' (5 MM On The Rock) -র সিজন ১ -র প্রথম পর্বে। তার কয়েক মাসের মধ্যে এই সিদ্ধান্তে হতবাক অনুপমের অনুরাগীরা।

 দু’‌জনে খুব ভালো বন্ধু ছিলেন।  আগামী দিনেও থাকবেন। সেকথা কলছেন অনুপম ও পিয়া। কিন্তু বিয়েটা টিকলো না। কিন্তু কেন ?‌ বন্ধুত্ব থাকার পরেও টিকল না কেন বিয়ে?‌ ঘনিষ্ঠরা বলছেন, সময়ের অভাব। অনুপম নাকি ইদানিং সময় দিতে পারছিলেন না। কাজের চাপ। চাপ ছিল পিয়ারও। আবার নিন্দুকরা বলছেন তৃতীয় ব্যক্তির প্রবেশ। তবে তাঁরা নিজেরা এই নিয়ে মুখ খোলেননি। বরং সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুপম রায় লিখেছেন, 'আমরা অনুপম এবং পিয়া। আমরা দুজনে মিলে বিবাহিত সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। তবে, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে। যতদিন আমাদের মধ্যে বিবাহিত সম্পর্ক ছিল, একে অপরের সঙ্গে খুব সুন্দর সমস্ত মুহূর্ত কাটিয়েছি। অনেক সুন্দর অভিজ্ঞতা এবং স্মৃতি আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে, কিন্তু ব্যক্তিগত কিছু পার্থক্যের কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসাই সঠিক সিদ্ধান্ত হবে। যেমন আমরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, তেমনই থাকব পরবর্তীকালেও।'

Advertisement

আরও পড়ুন

 

অনুপম ও পিয়ার এই বিচ্ছেদ মনে করিয়ে দিল আমির ও কিরণের কথাও। কয়েকমাস আগে এভাবেই নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছিল বলি তারকা আমির ও তাঁর স্ত্রী কিরণ। তারাও বলেছিলেন,  বিয়ে ভাঙলেও বন্ধুত্বের সম্পর্কটা অটুট থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement