Advertisement

Arijit Singh: শাহরুখের 'চালেয়া' গানে মঞ্চেই হুক স্টেপে অরিজিৎ, জমিয়ে দিলেন কনসার্ট, VIDEO

Arijit Singh: অরিজিৎ সিংয়ের কন্ঠের জাদুতে মুগ্ধ আট থেকে আশি সকলে। তাঁর কনসার্ট মানে সেখানে উপচে পড়া ভিড়। চোখ বন্ধ করে শোনা একের পর এক হিট গান। বলিউডে তাঁর হিট গানের সংখ্যা নেহাত কম নয়। আর অরিজিৎ মঞ্চে উঠলেই একেবারে সবাইকে ক্লিন বোল্ড করে তবেই ছাড়েন।

কনসার্টে এবার নাচলেন অরিজিৎকনসার্টে এবার নাচলেন অরিজিৎ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Dec 2024,
  • अपडेटेड 1:11 PM IST
  • অরিজিৎ সিংয়ের কন্ঠের জাদুতে মুগ্ধ আট থেকে আশি সকলে।
  • আর অরিজিৎ মঞ্চে উঠলেই একেবারে সবাইকে ক্লিন বোল্ড করে তবেই ছাড়েন।

অরিজিৎ সিংয়ের কন্ঠের জাদুতে মুগ্ধ আট থেকে আশি সকলে। তাঁর কনসার্ট মানে সেখানে উপচে পড়া ভিড়। চোখ বন্ধ করে শোনা একের পর এক হিট গান। বলিউডে তাঁর হিট গানের সংখ্যা নেহাত কম নয়। আর অরিজিৎ মঞ্চে উঠলেই একেবারে সবাইকে ক্লিন বোল্ড করে তবেই ছাড়েন। অবশ্য এতদিন সবাই অরিজিতের গানের ফ্যান ছিলেন, এবার গায়কের নাচেরও অনুরাগী দেখা গেল। বেঙ্গালুরু কনসার্টে গিয়ে শাহরুখের গানে নেচে সকলের মন জয় করে নিলেন অরিজিৎ। 

৩০ নভেম্বর বেঙ্গালুরুতে তাঁর কনসার্ট ছিল সেটা অরিজিৎ তাঁর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দিয়েছিলেন। সেখানেই গায়ককে নিজের ছন্দে মঞ্চ মাতাতে দেখা গেল। তবে বেঙ্গালুরু কনসার্টে যে অন্য এক চমক অপেক্ষা করছে তা বুঝতে পারেনি দর্শকেরা। এদিন অরিজিৎ সিংয়ের একটি ফ্যান ক্লাবের তরফে তাঁর বেঙ্গালুরু কনসার্টের একাধিক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানে অরিজিতের হাতে ছিল না গিটার। শুধু ছিল মাইক। 

শাহরুখ খান, নয়নতারা অভিনীত জওয়ান ছবি থেকে তাঁকে এদিন প্রথম চালেয়া গানটি গাইতে দেখা যায়। তারপর সেই গানের সুরেই তিনি গানটির হুক স্টেপ করেন। অরিজিতের সেই নাচ দেখে তাঁর ভক্তেরা চেঁচাতে শুরু করে দেন। জওয়ান ছবির এই গানটি দারুণ হিট। অরিজিতের গলায় গানটি একেবারে অন্য মাত্রা পেয়েছে। আর সেই ছবির গানে নাচ করে অরিজিৎ সকলের মন জয় করে নিলেন। 

অরিজিৎ সিং বর্তমানে ইন্ডিয়া ট্যুর করছেন। অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্তে শো করে বেড়াচ্ছেন। আর সেটারই অংশ ছিল গত শনিবারের এই বেঙ্গালুরু কনসার্ট। এরপর হায়দরাবাদে আগামী ৭ ডিসেম্বর তাঁর কনসার্ট আছে। তারপর ফেব্রুয়ারির ২ তারিখ দিল্লিতে, মার্চের ২৩ তারিখ মুম্বইতে এবং এপ্রিলের ২৭ তারিখ চেন্নাইতে শো আছে তাঁর এই ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে। বেঙ্গালুরু দিয়েই শুরু হল সেই ট্যুরের সফর। তবে কলকাতায় এই ট্যুর অংশ নেয়নি। 

Advertisement

কিছুদিন আগেই সামনে এসেছে অরিজিৎ সিংয়ের পারিশ্রমিকের খবর। গায়ক একটি বিয়েতে ২ ঘণ্টা গান গেয়ে কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। যেটা দিয়ে মুম্বইতে ডুপ্লেক্স ফ্ল্যাট কিনে ফেলেছেন তিনি। যদিও অরিজিৎ থাকেন জিয়াগঞ্জে। সেখানে বাবা ও স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে গায়কের সংসার। একেবারে সাদামাটা জীবন কাটাতেই ভালোবাসেন গায়ক।    

Read more!
Advertisement
Advertisement