Advertisement

Arijit Singh: লন্ডনে অরিজিতের কনসার্টের মাঝেই বিদ্যুৎ কেটে দিল কর্তৃপক্ষ, VIRAL VIDEO

Arijit Singh: আট থেকে আশি সকলেই মুগ্ধ অরিজিৎ সিংয়ের গলার স্বরে। তিনি যে গান একবার গেয়ে দেন, সেটাই সুপার ডুপার হিট হয়।ম্যান্স বিশ্বের একাধিক জায়গায় তিনি কনসার্ট করেন। তাঁর লাইভ শো দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়। শ্রোতারা তাঁর জন্য রীতিমতো উন্মাদ।

লন্ডনে অরিজিতের কনসার্টে বিদ্যুৎ বিভ্রাটলন্ডনে অরিজিতের কনসার্টে বিদ্যুৎ বিভ্রাট
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Sep 2025,
  • अपडेटेड 10:31 AM IST
  • আট থেকে আশি সকলেই মুগ্ধ অরিজিৎ সিংয়ের গলার স্বরে।

আট থেকে আশি সকলেই মুগ্ধ অরিজিৎ সিংয়ের গলার স্বরে। তিনি যে গান একবার গেয়ে দেন, সেটাই সুপার ডুপার হিট হয়।ম্যান্স  বিশ্বের একাধিক জায়গায় তিনি কনসার্ট করেন। তাঁর লাইভ শো দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়। শ্রোতারা তাঁর জন্য রীতিমতো উন্মাদ। সম্প্রতি লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে পারফর্ম করেন গায়ক। আর সেখানেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, অরিজিতের পারফরম্যান্স শেষ হওয়ার আগেই আচমকা বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তোলপাড় শুরু হয়। 

জানা গিয়েছে, অরিজিতের এই কনসার্ট রাত সাড়ে দশটা-এ নির্ধারিত কারফিউ অতিক্রম করায় কর্তৃপক্ষ হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বর্তমানে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেডিয়াম ভর্তি শ্রোতার মাঝে অরিজিৎ সাইয়ারা গাইছেন এবং দর্শকেরা কন্ঠ মেলাচ্ছেন। কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে গেলে ভক্তদের মধ্য়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং অনেকে ভেন্যু থেকে বের হতে থাকেন। এই ভিডিও অরিজিৎ সিংয়ের ফ্যান ক্লাব সহ বহু জায়গা থেকে শেয়ার হয়েছে। সেখানে এই ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, কারফিউ ভাঙার কারণে লন্ডন স্টেডিয়াম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলে অরিজিৎ সিং গান শেষ না করেই থেমে যেতে বাধ্য হন। 

শ্রোতাদের ঠিক মতো বিদায় জানাতেও পারেননি গায়ক। ঘটনাটি নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন, আবার অনেকেই নিয়ম মেনে চলাকে প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “নিয়ম মানতেই হবে। চাই ভারতেও যেন এমন নিয়ম কঠোরভাবে কার্যকর হয়।” অন্য এক জনের মতে, “যুক্তরাজ্যে শব্দ দূষণকে খুব গুরুত্ব দেওয়া হয়। কারফিউর পর বাসিন্দারা অভিযোগ জানাতে পারেন। উপরন্তু, অরিজিৎ সিং দেরিতে পৌঁছেছিলেন, যা বিলম্বের কারণ।”

লন্ডনে পারফরম্যান্স দিয়ে ভক্তদের মুগ্ধ করলেন অরিজিৎ। কনসার্টে সাইয়ারা, ঝুমে জো পাঠান, রসিয়া, 'আমি যে তোমর', স্যাফায়ার-সহ একগুচ্ছ গান গেয়েছেন অরিজিৎ। গত জুন মাসে অরিজিৎ সিং ব্রিটিশ গায়ক এড শিরানের সঙ্গে যৌথভাবে স্যাফায়ার গানটি প্রকাশ করেন। যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। এই গানের মিউজিক ভিডিওতে শাহরুখ খানকে দেখা যায়। এছাড়াও অরিজিৎ-এর জিয়াগঞ্জের বাড়িতে গিয়ে এড শিরান এই গানের শ্যুটিং করেন।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement