Advertisement

Arijit Singh: অবশেষে মিটমাট, থানায় গিয়ে ক্ষমা চাইলেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা

Arijit Singh: শান্তিনিকেতন থানায় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ঘিরে কদিন আগেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এবার এই ঘটনা নতুন মোড় নিল। জানা গিয়েছে, শনিবার অরিজিতের নিরাপত্তারক্ষীরা থানায় গিয়ে অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চায়।

অরিজিৎ সিংঅরিজিৎ সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 11:07 AM IST
  • শান্তিনিকেতন থানায় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ঘিরে কদিন আগেই চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শান্তিনিকেতন থানায় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ঘিরে কদিন আগেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এবার এই ঘটনা নতুন মোড় নিল। জানা গিয়েছে, শনিবার অরিজিতের নিরাপত্তারক্ষীরা থানায় গিয়ে অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চায়। সূত্রের খবর, থানায় গোটা বিষয়টা নিয়ে আলোচনার সময় অভিযুক্ত দেহরক্ষীরা ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন এবং আশ্বাস দেন ভবিষ্যতে এরকম কোনও ঘটনাই আর ঘটবে না। 

বীরভূমের শান্তিনিকেতনে অরিজিৎ সিং পরিচালিত সিনেমার শ্যুটিং চলছিল। আর সেখানেই স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহাকে হেনস্থা করার অভিযোগ ওঠে গায়কের দেহরক্ষীর বিরুদ্ধে। শান্তিনিকেতনের সুভাষপল্লীর বাসিন্দা তথা এসরাজ শিল্পী কমলাকান্ত লাহার অভিযোগ, তাঁকে চ্যাংদোলা করে সরিয়ে দিয়েছেন গায়কের টিমের সদস্য। এমনকী সেই ধস্তাধস্তির জেরে তাঁর সোনার আংটিও খোয়া গিয়েছে, বলে দাবি শিল্পীর। সেই প্রেক্ষিতেই অরিজিৎ সিংয়ের দেহরক্ষীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কমলাকান্তবাবু। এই ঘটনার জেরেই শনিবার অরিজিৎ-এর দেহরক্ষীরা থানায় গিয়ে কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চান। গায়কের টিমের পক্ষ থেকেও জানানো হয়েছে যে শ্যুটিং চলাকালীন কোনও ভাবেই সাধারণ মানুষকে বিরক্ত করা হবে না। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ অগাস্ট শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় অরিজিতের শ্যুটিং চলছিল। সেই সময় কোপাইয়ের দিকে কর্মস্থলে যাচ্ছিলেন কমলাকান্ত। অভিযোগ, শুটিংয়ের জন্য অরিজিতের নিরাপত্তারক্ষীরা তাঁকে প্রথমে ৫ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু নির্ধারিত সময় পেরোলেও পথ না ছাড়ায় তিনি আবার অনুরোধ করেন। তখন তাঁকে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলা হয়। এরপরই সমস্যা শুরু হয়। পুলিশ সূত্রে খবর, বিষয়টি আপাতত মিটমাট হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, কয়েক মাস ধরেই শ্যুটিংয়ের কাজে শান্তিনিকেতনে যাতায়াত করছেন অরিজিৎ সিং। শান্তিনিকেতন থানার পুলিশের অনুমতি নিয়েই তালতোড় এলাকায় শ্যুটিং চলছিল। তবে এই ঘটনায় শান্তিনিকেতনে হইচই পড়ে যায়। বিষয়টি মিটমাট হয়ে গেলেও তদন্ত প্রক্রিয়া এখনও চলছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement