Advertisement

Iman Chakraborty: ইমনকে নিয়ে তুমুল অশান্তি পরিবারে, গায়িকার সিদ্ধান্ত মানতে পারছেন না বাবা

Iman Chakraborty: গায়িকা ইমন চক্রবর্তী বরাবরই জীবনকে নিজের ছন্দে চালনা করেছেন। এমনিতেই তিনি খুবই স্পষ্টবক্তা। যেটা বলেন একেবারে মুখের ওপরই বলে দেন। তাঁর সঙ্গে পরিবার ও টিমের সদস্যদের সম্পর্ক খুব ভাল। কিছুদিন আগেই ইমনকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল।

ইমন চক্রবর্তীইমন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2025,
  • अपडेटेड 10:29 AM IST
  • গায়িকা ইমন চক্রবর্তী বরাবরই জীবনকে নিজের ছন্দে চালনা করেছেন।

গায়িকা ইমন চক্রবর্তী বরাবরই জীবনকে নিজের ছন্দে চালনা করেছেন। এমনিতেই তিনি খুবই স্পষ্টবক্তা। যেটা বলেন একেবারে মুখের ওপরই বলে দেন। তাঁর সঙ্গে পরিবার ও টিমের সদস্যদের সম্পর্ক খুব ভাল। কিছুদিন আগেই ইমনকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের পরিবারে অশান্তি দেখা দিল। ইমনের করা একটি কাজ রীতিমতো বাড়িতে ঝামেলার সৃষ্টি করে। গায়িকা সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।  

ইমনের শেয়ার করা এক ভিডিওতে দেখা গিয়েছে যে গায়িকার বাবা ও তাঁর টিমের এক প্রবীণ সদস্য, যাঁকে ইমন কাকু বলে ডাকে, তাঁরা দুজনে মিলে ইমনের ওপর খুব চেঁচামেচি করছে। ইমনের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে গায়িকার কাকু ও বাবা দুজনেই ভীষণ অসন্তুষ্ট ইমনের ওপর। গায়িকার করা একটি কাজ তাঁদের মোটেও পছন্দ হয়নি। আর সেই কারণে ইমনকে বকাবকি করছেন গায়িকার দুই অভিভাবক। যদিও ইমন পুরো বিষয়টি ভীষণভাবে উপভোগ করছেন। কারণ তিনি জানেন এই বকাঝকা কিছুক্ষণ পরই থেমে যাবে। কিন্তু এমন কী কাজ করেছেন ইমন, যার জন্য তাঁকে এরকমভাবে বকা খেতে হল বাবা ও কাকার কাছ থেকে?

আসলে ইমন তাঁর চুল কেটে ছোট করে নিয়েছেন। পুজোর আগে গায়িকার নিউ লুকস বেশ সুন্দর। যদিও ইমনের চুল আগেই ছোট ছিল। কিন্তু গায়িকা সেই চুল কাঁধ পর্যন্ত নামিয়ে এনেছেন। ইমনের স্বামী নীলাঞ্জন সহ তাঁর ব্যান্ডের অন্যান্য সদস্যদের গায়িকার এই নতুন হেয়ার কাট ভাল লাগলেও ইমনের বাবা ও কাকার মোটেও এই স্টাইল ভাল লাগেনি। যদিও ইমন ভিডিওতে দাবি করেছেন যে পুরুষরা চুল ছোট করে কাটলে মেয়েরাও তা করতে পারে। পুজোর আগে ইমনের এই নিউ লুকস নেটিজেনদের বেশ ভাল লেগেছে। 

১৩ অগাস্ট শনিবার ইমনের জন্মদিন। মধ্যরাতেই তা হইহই করে পালন করা হয়েছে কেক কাটার মাধ্যমে। সম্প্রতি এক বিতর্কে জড়িয়েছিলেন গায়িকা। ‘ইমন চক্রবর্তীকে নাকি মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে?…’, এমন রটনায় তোলপাড় হয় নেট দুনিয়া। তবে পরিস্থিতি আরও সঙ্গীন হয়, যখন ইমনের বাবার কানেও এহেন রটনা পৌঁছে যায়। ফোন করে তিনিও মেয়ের কাছে বিষয়টা জানতে চান। আসলে এক সংবাদমাধ্যমের ভুল শিরোনাম নিয়েই গণ্ডগোল বাঁধে। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ইমন সবটা স্পষ্ট করে দেন। 

Advertisement


  

Read more!
Advertisement
Advertisement