Advertisement

Iman Chakraborty: এবার মহাকুম্ভে গান গাইবেন ইমন, স্বামী নীলাঞ্জনকে নিয়ে রওনা দিলেন গায়িকা

Iman Chakraborty: এখন একনামেই চেনা যায় ইমন চক্রবর্তীকে। তাঁর জনপ্রিয়তা রীতিমতো আকাশ ছোঁয়া। নিজের সাধনা ও পরিশ্রমের জোরে ইমন বর্তমানে সকলের খুবই প্রিয় গায়িকা। প্লেব্যাকের পাশাপাশি ইমন রাজ্য ও দেশ-বিদেশের বহু জায়গাতেই কনসার্ট করে থাকেন।

ইমন চক্রবর্তীইমন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Feb 2025,
  • अपडेटेड 1:54 PM IST
  • এখন একনামেই চেনা যায় ইমন চক্রবর্তীকে।

এখন একনামেই চেনা যায় ইমন চক্রবর্তীকে। তাঁর জনপ্রিয়তা রীতিমতো আকাশ ছোঁয়া। নিজের সাধনা ও পরিশ্রমের জোরে ইমন বর্তমানে সকলের খুবই প্রিয় গায়িকা। প্লেব্যাকের পাশাপাশি ইমন রাজ্য ও দেশ-বিদেশের বহু জায়গাতেই কনসার্ট করে থাকেন। এবার গায়িকা গান গাওয়ার সুযোগ পেলেন মহাকুম্ভে। না, পুণ্যস্নান করতে নয়, ইমন পেশাদারিত্বের খাতিরেই রওনা দেন মহাকুম্ভের উদ্দেশ্যে। সঙ্গে স্বামী নীলাঞ্জন। 

ইমন বরাবরই খুব আধ্যাত্মিক প্রকৃতির মানুষ। বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ দেবের মূর্তি। প্রতি রথের আগে ও রথের দিন ধুমধাম করে পুজো হয় জগন্নাথ দেবের। এছাড়াও সরস্বতী পুজো করে থাকেন গায়িকা। ঈশ্বর ভক্তি তাঁর মনে প্রাণে। ১৪৪ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ। আর এই সুযোগ কেউই হাতছাড়া করতে চাইছেন না। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিপাড়ার অনেক তারকাই মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান সারছেন। বুধবার সকাল সকাল ইমন তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একটি পোস্ট করেন। যেখানে স্বামী নীলাঞ্জনের সঙ্গে সেলফি দেন গায়িকা। নীচে লেখা, 'যাই, একটু মহাকুম্ভ মেলায় গান শুনিয়ে আসি। বৃহস্পতিবার মহাকুম্ভে গানের অনুষ্ঠান। আমাকে এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সঙ্গীত নাটক অ্যাকাডেমিকে।'

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

 

গানের জগতে যেমন নাম কামিয়েছেন তিনি, তেমনই ফ্যাশন সেন্স দিয়েও চমক দেন হামেশাই। জাতীয় পুরস্কার এনেছেন বাংলার এই মেয়ে। কদিন আগে অস্কারের একদম প্রাথমিক নমিনেশনেও গিয়েছিল তাঁর গান। কিন্তু একটুর জন্য অস্কার পাওয়া হয়নি ইমনের। প্রাক্তন সিনেমায় তুমি যাকে ভালোবাসো গেয়ে জিতে নিয়েছিলেন জাতীয় পুরস্কার। এখানেই শেষ নয়, কদিন আগে পুতুল ছবিটির ইতি মা গানটি মনোনিত হয় অস্কারের জন্য। মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্য়ালটে রাখা হয়েছিল। সেখানে ছিল ইমনের গাওয়া গানটি। যদিও ফাইনাল নমিনেশনে আর স্থান হয়নি। তবু, এটুকুই বা কী কম!

গানের পাশাপাশি ইমন নিজের ফিটনেস নিয়েও ভীষণভাবে সচেতন। যোগাসন থেকে শরীরচর্চা সবটাই তিনি করেন মন দিয়ে। ভালো গান গাওয়ার সঙ্গে, আরও যে কারণে ইমন খবরে থাকেন তা হল জীবনের একাধিক বিতর্ক। কদিন আগেই এক কনসার্টে বাংলা গান শুনব না বলায়, এক শ্রোতাকে ‘ভণ্ডামি কোরো না’ বলে ধমক লাগিয়েছিলেন। তাতে যেমন সাবাসি পেয়েছিলেন একাংশ বাঙালির, তেমন কারও ধারণা ছিল জনপ্রিয়তা পেতে, চর্চায় আসতে এসব করছেন তিনি! এমনকী ‘চুলের মুঠি ধরে বের করে দেব’ বলায় অনেকে সভ্যতার পাঠও পড়ান সেই সময় তাঁকে। 

Advertisement

বছরের শুরুতেই শুনিয়েছেন মন খারাপ করা সংবাদ। এই বছর লিলুয়াতে বসন্ত উৎসব করবেন না ইমন। প্রতি বছর এই লিলুয়ায় বসন্ত উৎসব ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে। তবে এই বছর আর সেই উৎসব হবে না বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিয়েছেন ইমন নিজেই। 

Read more!
Advertisement
Advertisement