Advertisement

Monali Thakur: গোপনে বিয়ে করেছিলেন, সেই মোনালির এবার ডিভোর্স, কত বছরের দাম্পত্য?

Monali Thakur: বাঙালি গায়িকা মোনালি ঠাকুর চুপিসারে বিয়ে করেছিলেন বিদেশি প্রেমিককে। করোনার সময়ে গায়িকা জানিয়েছিলেন যে ৩ বছর আগেই নাকি তিনি বিয়ে সেরে ফেলেছেন। সুইৎজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক রিচটেরের সঙ্গে সাতপাক ঘুরেছিলেন গায়িকা।

ডিভোর্স হচ্ছে মোনালিরডিভোর্স হচ্ছে মোনালির
Aajtak Bangla
  • মুম্বই,
  • 03 Sep 2025,
  • अपडेटेड 3:45 PM IST
  • বাঙালি গায়িকা মোনালি ঠাকুর চুপিসারে বিয়ে করেছিলেন বিদেশি প্রেমিককে।

বাঙালি গায়িকা মোনালি ঠাকুর চুপিসারে বিয়ে করেছিলেন বিদেশি প্রেমিককে। করোনার সময়ে গায়িকা জানিয়েছিলেন যে ৩ বছর আগেই নাকি তিনি বিয়ে সেরে ফেলেছেন। সুইৎজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক রিচটেরের সঙ্গে সাতপাক ঘুরেছিলেন গায়িকা। কিন্তু শোনা যাচ্ছে, বাঙালি গায়িকার সংসার নাকি টিকছে না। এক রিপোর্ট অনুযায়ী, মোনালি তাঁর স্বামী মাইকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। 

শোনা যাচ্ছে, লং ডিসটেন্স বিয়ের কারণে মোনালি ও তাঁর স্বামীর মধ্যে দুরত্ব চলে এসেছে, আর যে কারণে দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই গায়িকা ইনস্টাগ্রামে তাঁর স্বামী মাইককে আনফলো করে দিয়েছেন। দুজনের মধ্যে এখন কথাবার্তাও হয় না। প্রসঙ্গত, গত বছর মোনালির মায়ের মৃত্যুর আগে স্পষ্ট হয়ে গিয়েছিল সবকিছু। সেই সময়ই তিনি তাঁর স্বামীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছিলেন। মোনালি ও মাইকের দাম্পত্যে ফাটল যে ধরেছে, তা একেবারে স্পষ্ট ছিল। 

মোনালি ও মাইকের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন যে কয়েক বছরে তাঁদের সম্পর্কে অনেক পরিবর্তন হয়েছে। দম্পতি হিসেবে এখন আর কেউ তাদের নিয়ে কথা বলে না। দীর্ঘ দূরত্বের বিবাহ সাধারণত এই ধরনের পরিণতির মুখোমুখি হয়। গত তিন বছর ধরে মোনালি ও মাইক তাঁদের বিয়ের কথা গোপন রেখেছিলেন। ২০২০ সালে প্রথমবার মোনালি তাঁর বিয়ে নিয়ে কথা বলেন। মোনালি ও মাইকের পরিচয় হয় এক ট্রিপে ঘুরতে গিয়ে। দুজনে প্রথমে বন্ধু ছিলেন এং এরপর তাঁদের সম্পর্ক প্রেমে পরিণত হয়। তাঁদের এই প্রেম কাহিনির টুকরো ঝলক ধরা পড়েছিল মোনালির সিঙ্গল ‘দিল কা ফিতুর’ এ। সেই গানও মুছে ফেলেছেন মোনালি।

বলিউড ও টলিউড দুই জায়গাতেই বেশ জনপ্রিয় মোনালি ঠাকুর। ঝুলিতে একাধিক হিট গান রয়েছে তাঁর। বাবা শক্তি ঠাকুর বাংলা ছবিতে অভিনয় ও প্লেব্যাক দুটোই করতেন। ইন্ডিয়ান আইডল থেকে পরিচিতি পান মোনালি। এরপর তাঁর সুরেলা কন্ঠের যাদুতে মুগ্ধ আট থেকে আশি সকলে। গত বছর মাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন মোনালি। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement