Advertisement

Arijit Singh-Maushumi Bhowmick: অরিজিতের কন্ঠে 'আমি শুনেছি সেদিন'! গান শুনে কী বলছেন খোদ গায়িকা মৌসুমী?

Arijit Singh-Maushumi Bhowmick: বাংলা গানের দুনিয়ায় মৌসুমী ভৌমিক সকলের কাছে পরিচিত আমি শুনেছি সেদিন তুমি গানের জন্য। এই গানটির জনপ্রিয়তা একেবারে অন্য মাত্রায়। আর মৌসুমী ভৌমিকের কন্ঠে তা একবার শুনলে অন্য কারোর গলায় তা শুনতে ইচ্ছে করবে না। তবে এই গানটি এখন অনেক শিল্পীই গাইছেন যদিও।

অরিজিৎ সিংয়ের গলায় মৌসুমী ভৌমিকের গানঅরিজিৎ সিংয়ের গলায় মৌসুমী ভৌমিকের গান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2024,
  • अपडेटेड 11:16 AM IST
  • বাংলা গানের দুনিয়ায় মৌসুমী ভৌমিক সকলের কাছে পরিচিত 'আমি শুনেছি সেদিন তুমি' গানের জন্য।

বাংলা গানের দুনিয়ায় মৌসুমী ভৌমিক সকলের কাছে পরিচিত 'আমি শুনেছি সেদিন তুমি' গানের জন্য। এই গানটির জনপ্রিয়তা একেবারে অন্য মাত্রায়। আর মৌসুমী ভৌমিকের কন্ঠে তা একবার শুনলে অন্য কারোর গলায় তা শুনতে ইচ্ছে করবে না। তবে এই গানটি এখন অনেক শিল্পীই গাইছেন যদিও। তবে এই গানটি যদি অরিজিৎ সিংয়ের গলায় শোনা যায় তবে কেমন হবে? ইউটিউবে সেটা শোনার পর নিজের প্রতিক্রিয়া দিলেন স্বয়ং মৌসুমী ভৌমিক। 

মৌসুমী সম্প্রতি একটি পোস্ট করেছেন। যেখানে অরিজিৎ সিংয়ের 'আমি শুনেছি সেদিন গানে'র ইউটিউব লিঙ্কটি শেয়ার করে মৌসুমী ভৌমিক লেখেন, 'আমার মনে হচ্ছে এটা AI। আমি এইমাত্র এই গানটি পুরোটা শুনলাম। বমি বমি পাচ্ছে। আমি আসলেই একেবারে পিছিয়ে পড়ছি।' গায়িকার আসলে মনে হয়েছে এটা অরিজিৎ সিংয়ের গলা নয় বরং তাঁর AI ভার্সন। আর যেটা একেবারেই শ্রুতিমধুর বলে মনে হয়নি গায়িকার। অরিজিতের কণ্ঠে এই গান আগে কখনও শোনেনি মানুষ। তবে গানটি মন দিয়ে শুনলে বোঝা যায়, এই কণ্ঠ আসলে অরিজিতের নয়। এই গানে রয়েছে এআই-এর (কৃত্রিম বুদ্ধিমত্তা) কারসাজি। তা বুঝতে অবশ্য খুব বেশি সময় লাগার কথা নয়।

মৌসুমী ভৌমিকের একাধিক জনপ্রিয় গানের মধ্যে একটি অবশ্যই আমি শুনেছি সেদিন তুমি। এই গানটি শোনেননি সেই মানুষের সংখ্যা খুব কম। তাঁর গলায় এই গানটি শোনার পর আর কারোর কন্ঠে সেটা যে ভাল লাগবে না তা বলাই বাহুল্য। আর অরিজিৎ সিংয়ের  AI ভার্সনে এই গান শোনার পর যে গায়িকার কাছে সুখকর হয়নি তা বেশ স্পষ্ট। বোঝাই যাচ্ছে, গায়ক অরিজিৎ সিংহকে নয়, AI দিয়ে অরিজিতের কন্ঠ নকল করে, তাঁর ছবি ব্যবহার করে এই গান তৈরি করার প্রয়াসকেই বিঁধেছেন মৌসুমী ভৌমিক। অবশ্য এই গোটা বিষয়ে অরিজিৎ সিংহের তরফ থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মৌসুমী ভৌমিক তাঁর আরও একটি পোস্টে জানিয়েছেন যে এই পোস্ট করে তিনি কোনওভাবেই অরিজিৎ সিংয়ের ক্ষতি করতে চাননি। তিনি গায়ককে ব্যক্তিগতভাবে চেনেনও না। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, অরিজিতের কন্ঠ নিয়ে যে ছেলেখেলা করা হচ্ছে তারই প্রতিবাদ করেছিলেন তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগেই অরিজিতের ব্যক্তিত্বের পরিচায়ক বৈশিষ্ট্যকে আটটি এআই প্ল্যাটফর্মকে ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল বম্বে আদালত। বিনা অনুমতিতে শিল্পীর নাম, কণ্ঠস্বর, স্বাক্ষর, কার্টুন এবং ছবি ব্যবহার করা যাবে না। শিল্পীর জনপ্রিয়তাকে ব্যবহার করে এআই প্ল্যাটফর্মগুলি শ্রোতাদের আকর্ষণ করছে তা আদালতকে জানায়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement