
হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী। শনিবার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন গায়ক। এরপরই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, শনিবার রাত ২টোর সময় বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। হৃদযন্ত্রে সমস্যা দেখা গিয়েছে। যার ফলে দুটি স্টেন্ট বসানো হয়েছে। এক সংবাদমাধ্যমকে চিকিৎসকরা জানিয়েছেন যে ৬১ বছরের গায়কের অবস্থা এখন স্থিতিশীল।
জানা গিয়েছে, এই কদিন পরপর অনুষ্ঠান ছিল নচিকেতার। যার ফলে শারীরিকভাবে বিধ্বস্ত ছিলেন গায়ক। শনিবার রাতে আচমকাই বুকে অস্বস্তি শুরু হয় গায়কের। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সংবাদমাধ্যমকে গায়কের ঘিনিষ্ঠ সূত্র জানিয়েছে যে নচিকেতার হৃদরোগের সমস্যা আগে কখনও দেখা যায়নি। অসুস্থ ছিলেন তিনি আর তার জন্য খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখতেন। তবে এই কদিন পরপর গানের অনুষ্ঠান ছিল আর যার জন্য তাঁর ধকলও যাচ্ছিল।
রবিবারও আসানসোলে অনুষ্ঠান ছিল। কিন্তু এই অসুস্থতার জন্য নচিকেতার সেই অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। আগামী কয়েক দিনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এর আগেও যতবার নচিকেতাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে দেখা গিয়েছে, ততবারই মুখ্যমন্ত্রী গায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভাল করে খাওয়াদাওয়া করারও পরামর্শ দিয়েছিলেন তিনি আবার কেন দায়ক এত রোগা হয়ে যাচ্ছেন, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো নচিকেতা বেশ কিছু ফলও খাচ্ছিলেন বলে জানা গিয়েছে। তবে এক সংবাদমাধ্যমকে নচিকেতা জানিয়েছিলেন আগে যে তিনি একেবারেই খাদ্যরসিক নন, খেতে তেমন তাঁর ভাল লাগে না।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও একবার নচিকেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। সেই সময় ঠিক একইভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গায়ক, যদিও পরে জানানো হয় সারভাইকাল স্পন্ডেলাইটিস বেড়ে যাওয়ার কারণে সাময়িক বিরতিতে ছিলেন নচিকেতা।