Advertisement

Sohini-Shovan: বউ সোহিনীর হাতের কোন রান্না পছন্দ? রাখঢাক না করেই জবাব শোভনের

Sohini-Shovan: সবে মাত্র এক বছরে পা দিয়েছে তাঁদের সংসার। গত বছর জুলাই মাসে পরিবার ও কাছের মানুষদের নিয়ে বিয়ে সারেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। তার আগে চুটিয়ে ডেট করলেও সেই খবর কখনই প্রকাশ্যে আনেননি তাঁরা। সোহিনী তাঁর অভিনয় পেশার পাশাপাশি সংসারটাও জমিয়ে করেন। মাঝে মধ্যেই তাঁকে রান্নাঘরে রান্না করতে দেখা যায়।

সোহিনী-শোভনসোহিনী-শোভন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2025,
  • अपडेटेड 12:09 PM IST
  • গত বছর জুলাই মাসে পরিবার ও কাছের মানুষদের নিয়ে বিয়ে সারেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়।

সবে মাত্র এক বছরে পা দিয়েছে তাঁদের সংসার। গত বছর জুলাই মাসে পরিবার ও কাছের মানুষদের নিয়ে বিয়ে সারেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। তার আগে চুটিয়ে ডেট করলেও সেই খবর কখনই প্রকাশ্যে আনেননি তাঁরা। সোহিনী তাঁর অভিনয় পেশার পাশাপাশি সংসারটাও জমিয়ে করেন। মাঝে মধ্যেই তাঁকে রান্নাঘরে রান্না করতে দেখা যায়। দক্ষিণ কলকাতার এক ফ্ল্যাটে সোহিনী-শোভনের ছোট্ট সুখের সংসার। সম্প্রতি সোহিনীর ছবি রান্নাবাটি-এর প্রিমিয়ারে এসে শোভন জানালেন সোহিনীর হাতের কোন রান্না তাঁর পছন্দের। 

সোহিনীর হাতের কোন রান্না পছন্দ? এ প্রসঙ্গে শোভন এক সংবাদমাধ্যমকে বলেন, সবকিছুই। চিড়ের পোলাও, বিরিয়ানি, চিকেন, মাটন, সোহিনী যা বানায় তাই ভাল হয়। বলা চলে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ শোভন। বাড়িতে অতিথি আসলে মাঝে মধ্যেই সোহিনীকে রান্নাঘরে হাতা-খুন্তি চালাতে দেখা যায়। কখনও লুচি বানাতে আবার কখনও বা পেঁয়াজ কাটতে দেখা গিয়েছে সোহিনীকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে থাকেন নায়িকা। এইসব দেখে এটা স্পষ্ট রান্নাবান্নায় বেশ পটু সোহিনী। 

ছবি সৌজন্যে: ফেসবুক

২০২৩-এর শেষের দিক থেকেই সোহিনী-শোভনের প্রেমচর্চা ছিল তুঙ্গে। কিন্তু দুজনের কেউই এই নিয়ে মুখ খোলেননি। এর আগে দুজনেই দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন। কিন্তু শোভন ও সোহিনীর সেই সম্পর্কগুলো টেকেনি। অবশেষে সোহিনী ও শোভন একে-অপরের সঙ্গে থিতু হলেন। আর বেশিদিন প্রেমে নয় বরং একেবারে বিয়েটা সেরেই ফেলেন তাঁরা। ২০২৪ সালের জুলাই মাসে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে ঘরোয়াভাবে আইনি বিয়ে করেন সোহিনী ও শোভন। এরপর তাঁদের বৌভাতও হয় খুব ছিমছাম ভাবেই। 

বর্তমানে সোহিনী ও শোভন দুজনেই নিজের কেরিয়ার নিয়ে ভীষণভাবে ব্যস্ত। সোহিনী রঘু ডাকাত-এর পর রান্নাবাটি সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। এই ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত। অপরদিকে, শোভনও ব্যস্ত তাঁর গান-বাজনা নিয়ে। নিজের গানের স্কুলও রয়েছে গায়কের। তারই মাঝে এই দুই জুটির ভালোবাসা বজায় রয়েছে। সোহিনী শোভনের চেয়ে বয়সে বড় হলেও ভালোবাসায় তা বাধা হয়ে দাঁড়ায়নি, তা এই দম্পতিকে দেখলেই বোঝা যায়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement