Advertisement

Sonamoni-Pratik: ফের কাছাকাছি 'শঙ্খ-মোহর', প্রেমে সিলমোহর দিলেন সোনামণি-প্রতীক?

Sonamoni-Pratik: দুজনেই টেলিভিশন জগতে যথেষ্ট পরিচিত। একসময় শঙ্খ-মোহর নামে ছোটপর্দায় জনপ্রিয় জুটি ছিলেন তাঁরা। দুজনের প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। কিন্তু মাঝের কিছুমাস আবার যেন সব চুপচাপ। তবে এই বছর থেকে ফের টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে প্রেমে পড়েছেন পর্দার সুধা তথা সোনামণি সাহা।

সোনামণি-প্রতীকসোনামণি-প্রতীক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2025,
  • अपडेटेड 4:47 PM IST
  • একটা সময় টেলিভিশনের চর্চিত জুটি ছিলেন প্রতীক ও সোনামণি।

দুজনেই টেলিভিশন জগতে যথেষ্ট পরিচিত। একসময় শঙ্খ-মোহর নামে ছোটপর্দায় জনপ্রিয় জুটি ছিলেন তাঁরা। দুজনের প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। কিন্তু মাঝের কিছুমাস আবার যেন সব চুপচাপ। তবে এই বছর থেকে ফের টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে প্রেমে পড়েছেন পর্দার সুধা তথা সোনামণি সাহা। আর অভিনেত্রীর মনের মানুষ নাকি প্রতীক সেন, যিনি ছোটপর্দাতে বেশ জনপ্রিয়। এতদিন বিষয়টি রাখঢাক করেই রাখছিলেন সোনামণি ও প্রতীক। তবে সাম্প্রতিক এক পোস্টে দুজনেই সিলমোহর দিলেন তাঁদের সম্পর্কে। 

একটা সময় টেলিভিশনের চর্চিত জুটি ছিলেন প্রতীক ও সোনামণি। শোনা গিয়েছিল, তাঁরা নাকি প্রেমও করছেন। এরপর তাঁদের বিচ্ছেদের কথাও সামনে আসে। কিন্তু সেই মান-অভিমানের পর্ব মিটিয়ে আবার তাঁরা কাছাকাছি আসেন। চলতি বছরের দোলেই আবির মেখে একফ্রেমে ধরা দিয়েছিলেন এই তারকা জুটি। যদিও সোনামণি বা প্রতীক দুজনের কেউই এই নিয়ে মুখ খোলেননি। সোমবার সোনামণি নিজেই শেয়ার করলেন প্রতীকের সঙ্গে তাঁর ছবি। 

কোনও একটি ক্যাফেতে একান্তে সময় কাটাচ্ছেন সোনামণি ও প্রতীক। এই ছবি শেয়ার করেন টেলি নায়িকা নিজেই। ছবিতে সোনামণিকে দেখা গিয়েছে, কালো রঙের টপ পরে থাকতে আর প্রতীক পরেছিলেন সাদা রঙের প্রিন্টেড শার্ট। প্রথম সেলফিতে প্রতীক মুখ ঢেকে রাখলেও, দ্বিতীয় সেলফিতে প্রতীক-সোনামণি একেবারে কাছাকাছি। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত পোস্ট করে ক্যাপশনে সোনামণি লেখেন, ‘তুমসা-হামসা’। তাহলে কি শঙ্খ-মোহর তাঁদের প্রেমে সিলমোহর দিলেন? এই ছবি ও ক্যাপশন দেখে তো তাই মনে হচ্ছে ফের একে-অপরের হাত ধরে চলতে চান তাঁরা।  

২০২৫ সালে কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিয়ে হয় সোনামণির। তবে বিয়ের ৫ বছরের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে কখনই কথা বলতে চান না অভিনেত্রী। সোনামণি প্রথম পরিচিতি পান র‌্যাম্প থেকে। ছোট পর্দায় ‘দেবী চৌধুরাণী’ তাঁর প্রথম কাজ। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে মোহর সিরিয়ালে সুধা চরিত্রে। এখানেও এক ডিভোর্সি মহিলার দ্বিতীয় বিয়ে নিয়ে কাহিনী। বিপরীতে হানি বাফনা। অপরদিকে, এখন প্রতীককে দেখা যাচ্ছে দাদামণি সিরিয়ালে। 

Advertisement

দোলের দিনই প্রতীক সেনের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী তাঁর সম্পর্কে জড়ানোর খবরে ঘি যোগ করে তা উস্কে দিয়েছেন কিছুটা। এরপর সোনামণির ইনস্টা স্টোরিতেও ইঙ্গিত মেলে তাঁর প্রেমে পড়ার। যদিও খোলসা করে কিছুই বলতে চাননি তিনি। তবে প্রতীকের সঙ্গে একান্তে সময় কাটানোর ছবি শেয়ার করে সোনামণি জানিয়ে দিলেন তাঁর মনের কথাই।  

Read more!
Advertisement
Advertisement