Advertisement

Soumitrisha Kundu: জওয়ান দেখতে না পাওয়ার আক্ষেপ, পাহাড়ে আজব কাজ করে বসলেন শাহরুখ-ভক্ত মিঠাই

Soumitrisha Kundu: এই মুহূর্তে উত্তরবঙ্গের চালসায় ছবির শ্যুটিং চলছে। যে কারণে সৌমিতৃষা মিস করে গিয়েছেন তাঁর প্রিয় অভিনেতা শাহরুখ খানের ছবি জওয়ান। সেই আক্ষেপ পূরণ করলেন পাহাড়ে শ্যুটিংয়ের ফাঁকেই।

সৌমিতৃষা কুণ্ডুসৌমিতৃষা কুণ্ডু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2023,
  • अपडेटेड 1:13 PM IST
  • মিঠাই রানি-র জীবনে এখন নতুন নতুন সবকিছুই। উত্তরবঙ্গে জোরকদমে চলছে প্রধান ছবির শ্যুটিং।
  • সৌমিতৃষা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে ডেনিম ও গোলাপি রঙের স্ট্রাইপ শার্টে।

মিঠাই রানি-র জীবনে এখন নতুন নতুন সবকিছুই। উত্তরবঙ্গে জোরকদমে চলছে প্রধান ছবির শ্যুটিং। এই ছবিতে তাঁকে দেবের বিপরীতে দেখা যাবে। জনপ্রিয় বাংলা সিরিয়াল মিঠাই শেষ হওয়ার পর পরই সৌমিতৃষার কাছে প্রধান ছবির প্রস্তাব আসে। দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ হাতছাড়া করেননি অভিনেত্রী। এই ছবির মাধ্যমেই টলিউডে ডেবিউ করবেন অভিনেত্রী। এই মুহূর্তে উত্তরবঙ্গের চালসায় ছবির শ্যুটিং চলছে। যে কারণে সৌমিতৃষা মিস করে গিয়েছেন তাঁর প্রিয় অভিনেতা শাহরুখ খানের ছবি জওয়ান। সেই আক্ষেপ পূরণ করলেন পাহাড়ে শ্যুটিংয়ের ফাঁকেই।

সৌমিতৃষা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে ডেনিম ও গোলাপি রঙের স্ট্রাইপ শার্টে। হালকা বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টিতেই পাহাড়েই খালি পায়ে নেচে উঠলেন শাহরুখের জওয়ান ছবির ছলেয়া গানে। শেষে নায়িকা শাহরুখের সিগনেচার পোজ দিতেও ভুললেন না। মিঠাই রানির এই নাচ দেখার পর লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। 

এটা সকলেই জানেন যে মিঠাই তথা সৌমিতৃষা শাহরুখের খুব বড় ভক্ত। প্রায়ই এসআরকে-কে নিয়ে অভিনেত্রী পোস্ট করে থাকেন। এই বিডিও পোস্টের আগেই অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর শ্যুটিং নেই। কিন্তু তা বলে কী চুপ করে বসে থাকবেন সৌমিতৃষা। একেবারেই নয়। আর তাই তো পাহাড়ি বৃষ্টিতে ভিজে শাহরুখ খানের গানে নেচে উঠলেন তিনি। 

প্রধান ছবির শ্যুটিং উত্তরবঙ্গের চালসায় চলছে। দেব-সৌমিতৃষা ছাড়াও রয়েছে এই ছবির একাধিক কলাকুশলীরাও রয়েছেন এখানে। সৌমিতৃষা শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকেই ছবি-ভিডিও পোস্ট করছেন। প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক সিরিয়াল ছিল মিঠাই। এই সিরিয়ালের কারণে রাতারাতি জনপ্রিয়তা পান সৌমিতৃষা। তাঁর ও উচ্ছেবাবুর কেমিস্ট্রি দর্শকদের ভীষণ পছন্দের ছিল। চলতি বছরের জুন মাসেই শেষ হয়ে যায় মিঠাই সিরিয়ালটি। এরপরই সৌমিতৃষার কাছে প্রধান ছবির প্রস্তাব আসে। 

ইতিমধ্যেই এই ছবির জন্য সৌমিতৃষাকে নিজের লম্বা চুল কাটতে হয়েছে। আর শ্যুটিংয়ের জন্য জওয়ান ছবি দেখাও মিস করলেন অভিনেত্রী। তবে কেরিয়ারের নতুন দিক খুলছে, তাই এটা নিয়ে আক্ষেপ না করে বরং শাহরুখের গানে মন খুলে নেচে উঠলেন তিনি।   

Advertisement

 


 

Read more!
Advertisement
Advertisement