একাধিক বিজ্ঞাপন সংস্থার মুখ হয়ে উঠেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট থেকেও যেমন অবসর নিয়ে ফেলেছেন তেমনি বিসিসিআই সভাপতির পদ থেকেও সরে গিয়েছেন বহুদিন আগে থেকেই। এখন তিনি একেবারে নিজের মতো করে সময় কাটাচ্ছেন। নিজের বায়োপিক নিয়ে যেমন ব্যস্ত রয়েছেন তেমনি তিনি একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন। সম্প্রতি সৌরভকে এক জনপ্রিয় বিস্কুটের বিজ্ঞাপনীতে দেখা গেল ডন অবতারে। এর আগে মহারাজকে এই অবতারে কখনও দেখা যায়নি।
ডন অবতারে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে
সৌরভের ডন অবতারের এই কেত আগে কখনও দেখা যায়নি। পর্দায় এক ঝটকায় তিনি সত্তরের দশকের খলনায়ক অজিতকে ফিরিয়ে আনলেন। মনে আছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির চর্চিত খলনায়ক অজিত খানকে? এই খলনায়কের যাবতীয় কু-কর্মের সঙ্গী ছিল রবার্ট আর ‘মোনা ডার্লিং’। অজিতের মুখের ‘লিলি ডোন্ট বি সিলি’ বা ‘সারা শহর মুঝে লায়নকে নাম সে জানতা হ্যায়’-এর মতো সংলাপ আজও সমান জনপ্রিয়। পর্দার সেই ‘লায়ন’-এর আধুনিক সংস্করণ হিসাবে ধরা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়! হুবহু অজিতের মতো সাদা জ্যাকেট, চোখে সানগ্লাস, গলায় চেন- আর পাশে মোনা ডার্লিং! তাঁকে নিয়েই সোনা গুণতে বসেছেন সৌরভ। শুধু পোশাকে নয়, অজিতের সেই স্টাইলকেও হাবেভাবে সাফল্যের সঙ্গে তুলে ধরেছেন সৌরভ।
সৌরভকে এই অবতার ভক্তদের কাছে একেবারে নতুন
শনিবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আসতেই তাঁর ভক্তদের উচ্ছাস ছিল দেখার মতো। দাদার এই ভিডিওতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই লিখেছেন এইসব দেখলে ডোনা বৌদি ঘরে ঢুকতে দেবে না, অপর একজন লিখেছেন এইসব দেখলে ম্যাডাম রাগ করবেন তো। তবে এই বিজ্ঞাপনী ভিডিওতে অজিত খানকে দাদা যেভাবে নকল করেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। একদম দুঁদে অভিনেতার মতো টেবিলের উপর পা তুলে বসা থেকে, অজিতের স্টাইল কপি করে সংলাপ বলা। হালকা দাড়িতে সৌরভের খলনায়ক রূপ যেন আরও ফুটে উঠছিল। অজিতের ‘মোনা ডার্লিং’ হিসাবে পর্দায় দেখা মিলেছে বিন্দুর। সেইরকম সাজ পোশাকেই এখানে সৌরভের গা ঘেঁষে ধরা দিয়েছেন ‘মোনা ডার্লিং’। সৌরভের এমন নিঁখুত অভিনয় দেখে অনেকের প্রশ্ন, রণবীরের বা অন্য কারুর কী দরকার, সৌরভ তো নিজেই নিজের বায়োপিকে অভিনয় করতে পারেন!
আরও পড়ুন: Ranvir Kapoor Sourav Ganguly: 'ফাইনালে মুখোমুখি হলে...' মোহনবাগানী সৌরভকে বার্তা মুম্বই-এর রণবীরের
চর্চায় সৌরভের বায়োপিক
প্রসঙ্গত, সৌরভের বায়োপিক নিয়ে এখন চর্চা সর্বত্র। তবে এই বায়োপিকে সৌরভের ভূমিকায় কাকে দেখা যাবে সেটা নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথমে ভাবা হয়েছিল সৌরভের বায়োপিকে অভিনয় করবেন রণবীর কাপুর। কিন্তু সম্প্রতি ব্রহ্মাস্ত্র অভিনেতা কলকাতায় এসে জানিয়ে দিয়েছেন যে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়েপিকে কাজ করার জন্য কোনও প্রস্তাব পাননি। তাই সৌরভের বায়েপিকে দাদার চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।