শনিবার মধ্যরাত থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের মৃত্যু সংবাদের খবরে তোলপাড় হয়ে ওঠে নেটপাড়া। বাগদাদে এক পথদুর্ঘটনায় নাকি তাঁর মৃত্যু হয়েছে। সেই খবর পোস্ট হয়েছে সৌরভ-পত্নীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। আর তারপর থেকেই সকলে ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে উদ্বিগ্ন। তাঁর ফেসবুক থেকে শনিবার রাত ১২টার পর এই পোস্ট করা হয়। আর তারপর থেকেই চাঞ্চল্য দেখা যায়।
তবে পুরো ঘটনাটাই ভুয়ো। সুস্থ আছেন ডোনা গঙ্গোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে তাঁর কাছেও তাঁর মৃত্যুসংবাদ গিয়েছে। ডোনা জানিয়েছেন যে তিনি সবাইকে জানিয়েছেন কেউ যেন এই প্রোফাইল থেকে বন্ধুত্বের ডাকে সাড়া না দেন। রবিবার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করবেন ডোনা। সেখান থেকেই পদক্ষেপ করা হয়ে। অর্থাৎ ডোনা গাঙ্গুলীর ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। কে বা কারা এটা করেছে তা জানতেই সাইবার ক্রাইমের দ্বারস্থ হবেন ডোনা।
ডোনার ফেসুবক পেজে ঢুঁ মারলেই দেখা যাবে কোথাও লেখা ‘পবিত্র আত্মার শান্তি কামনা করি ডোনা’, তো কোনোটায় আবার, ‘শান্তিতে ঘুমোও বোন ডোনা’। একটি পোস্টে লেখা কোনও এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। তবে এইসব লেখাগুলোই হিন্দি বা ইংরাজিতে নয়, বরং অন্য এক ভাষায় লেখা হয়েছিল। এমনকী, পরিচিত বেশ কয়েকজন পর্নোগ্রাফি পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সাইবার বিভাগের এডিজি ও আইজিপি শ্রী হরিকিশোর কুসুমাকারের সঙ্গে যোগাযোগ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য। প্রসঙ্গত, কয়েকদিন আগেই হ্যাকড হয়েছিল ডোনার অ্যাকাউন্ট।
কিছুদিন আগেই ডোনা তাঁর করা মন্তব্যে বিতর্কের শিকার হন। বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডোনা বলেছিলেন, ‘রেপ টেপ সব জায়গায়তেই হয় কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? বাংলার সব মানুষরা যেভাবে একত্রিত হয়ে প্রতিবাদ করছে, এটা একটা বিরাট ব্যাপার।’ তবে এরপর বিতর্ক উঠলে চারদিকে ডোনা প্রতিবাদ করেন।