বুধবার সকাল থেকেই তোড়জোড় একেবারে তুঙ্গে। চারহাত এক হতে চলেছে দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। গত দুমাসের অপেক্ষা এবার শেষ। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই নাগা চৈতন্য ও শোভিতা তাঁদের বিয়ে সারবেন। হায়দ্রাবাদে ৪ ডিসেম্বর, বুধবার বসছে তাঁদের বিয়ের আসর। প্রসঙ্গত, ২০২২ সাল থেকে এই দুজন একে-অপরের সঙ্গে ডেট করছিলেন। বাগদান পর্ব সারেন চলতি বছরের ৮ অগাস্টে। এবার বিয়ে করতে চলেছেন নাগা ও শোভিতা। দক্ষিণী ইন্ডাস্ট্রির এই বিগ ফ্যাট ওয়েডিংয়ে দেখা যাবে একাধিক অভিনেতা, রাজনীতিবিদ ও ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের।
কোথায় বসছে বিবাহ বাসর
নাগা চৈতন্য ও শোভিতা দুজনেই তাঁদের ব্যক্তিগত মুহূর্তকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। এনগেজমেন্ট সেরিমনির দিনই তাঁরা নিজেদের সম্পর্কের কথা ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে জানান। ডেস্টিনেশন ওয়েডিং-এর বদলে এই জুটি বিয়ে করছেন হায়দ্রাবাদে নাগা চৈতন্যর পারিবারিক অন্নপূর্ণা স্টুডিওতে। নাগা ও চৈতন্য বিয়ে করবেন অভিনেতার ঠাকুরদা আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের মূর্তির সামনে। নাগা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এই স্টুডিওতে বিয়ে করার সিদ্ধান্ত তাঁর পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
৮ ঘণ্টার বিয়ে
আগেই জানা গিয়েছিল, জাঁকজমক নয়, বরং ঐতিহ্যবাহী ভাবেই বিয়ে করতে চাইছেন নাগা-শোভিতা। দুজনেই দক্ষিণী প্রথায় বিয়ে করবেন। জানা গিয়েছে যে এই জুটি তাঁদের ঐতিহ্য এবং পারিবারিক মূল্যবোধকে সম্মান জানিয়ে প্রাচীন রীতি-নীতি মেনে ৮ ঘণ্টা ধরে বিয়ের আচার পালন করবেন। তাঁদের প্রি-ওয়েডিং রীতি-নীতি শুরু হয়ে গিয়েছিল কয়েকদিন আগে থেকেই। রত স্থাপন ও মঙ্গলস্নান সারা হয়ে গিয়েছে। এরপরই হয়েছে ঐতিহ্যবাহী পেল্লি কুঠুরু সেরিমনি।
আমন্ত্রিত অতিথি
নাগা চৈতন্য ও শোভিতার বিয়েতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন অল্লু অর্জুন ও তাঁর পরিবার, রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা, মহেশ বাবু ও স্ত্রী নম্রতা, জুনিয়র এনটিআর, এসএএস রাজমৌলি, প্রভাস, চিরঞ্জীবি, নয়নতারা। এছাড়াও এই বিয়েতে উপস্থিত থাকছেন ব্যাডমিন্টন প্লেয়ার পি ভি সিন্ধু। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়াও দেখা যাবে আরও পরিচিত মুখদের।
কী পরছেন বিয়ের দিন
বিয়ের দিন আসল সোনার সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি পরবেন শোভিতা। অন্য আচার-অনুষ্ঠানে শোভিতা পরবেন অন্ধ্রপ্রদেশের পন্ডুরুর হাতে বোনা সাদা খাদি শাড়ি। ঠাকুরদার মতোই ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ পরে বিয়ে করতে যাবেন নাগা চৈতন্য। বিয়ের পরই নাগা-শোভিতা তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন।