Advertisement

Jeetu Kamal: 'অভিশপ্ত জীবনের শুরু', জিতুর ইঙ্গিতপূর্ণ পোস্ট, সিরিয়াল ছাড়ছেন?

বেশ কয়েক মাস ধরেই চিরদিনই তুমি যে আমার সিরিয়াল নিয়ে সমস্যা চলছে। সমস্যার কেন্দ্রে ধারাবাহিকের নায়ক-নায়িকা। জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ঠান্ডা লড়াই এই কয়েকমাসে বেশ অনেক দূরই এগিয়েছে। কিছুতেই তাঁদের সমস্যা মেটানো যাচ্ছে না। সম্প্রতি জিতু-দিতিপ্রিয়ার এই অশান্তি মেটানোর জন্য ময়দানে নামে প্রযোজনা সংস্থা।

জিতু-দিতিপ্রিয়াজিতু-দিতিপ্রিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2025,
  • अपडेटेड 1:45 PM IST
  • বেশ কয়েক মাস ধরেই চিরদিনই তুমি যে আমার সিরিয়াল নিয়ে সমস্যা চলছে।

বেশ কয়েক মাস ধরেই চিরদিনই তুমি যে আমার সিরিয়াল নিয়ে সমস্যা চলছে। সমস্যার কেন্দ্রে ধারাবাহিকের নায়ক-নায়িকা। জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ঠান্ডা লড়াই এই কয়েকমাসে বেশ অনেক দূরই এগিয়েছে। কিছুতেই তাঁদের সমস্যা মেটানো যাচ্ছে না। সম্প্রতি জিতু-দিতিপ্রিয়ার এই অশান্তি মেটানোর জন্য ময়দানে নামে প্রযোজনা সংস্থা। নায়ক-নায়িকার সঙ্গে বৈঠকও হয়। তবে টেলিপাড়ার অন্দরের খবর, চিরদিনই তুমি যে আমার সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জিতু। যদিও নায়ক, প্রযোজনা সংস্থা বা চ্যানেলের পক্ষ থেকে এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। 

সোমবার সন্ধ্যেতে জিতু ও দিতিপ্রিয়ার সঙ্গে বৈঠক হয় প্রযোজনা সংস্থা এসভিএফের। যেখান উপস্থিত ছিলেন স্বয়ং প্রযোজক শ্রীকান্ত মোহতা। কিন্তু সূত্রের খবর, কিছুক্ষণ কথা বলার পরই জিতু বৈঠক ছেড়ে বেরিয়ে যান। আর তারপর থেকেই জিতুর সোশ্যাল মিডিয়ায় রহস্যজনক পোস্ট। শোনা যাচ্ছে, জিতু নাকি এই সিরিয়াল ছাড়ছেন। আর কোনওভাবেই এই ধারাবাহিকের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চান না নায়ক। আর যদি এই খবর সত্যি হয় তাহলে নতুন আর্য সিংহ রায়ের চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে জোর জল্পনা কল্পনা। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

জিতু সিরিয়ালে থাকছেন নাকি বন্ধ হতে চলেছে ধারাবাহিক, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এই বিষয় নিয়ে কেউই মুখ খুলতে রাজি নন। সোমবার গভীর রাতেই বেশ ইঙ্গিতবাহী একটি পোস্ট এল জিতুর সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি ছবির উপরে লেখা রয়েছে, ‘মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে।’ এরসঙ্গে জিতু জুড়েছেন ক্যাপশন। যেখানে লেখা, ‘এত ভালো অভিজ্ঞতার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এটা তোমার জয় নয়, বরং তোমার অভিশপ্ত জীবনের এটাই শুরু।’ মঙ্গলবারও জিতু কমল তাঁর ফেসবুক পেজে বেশ কয়েকটি পোস্ট করেন। যেখানে তিনি একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন ধন্যবাদ ইউনিভার্স সবকিছুর জন্য। এরপরই তিনি বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য তাঁর অনুরাগীদের বলেন। যদিও সেই পোস্টের নীচে নেটিজেনদের যে কমেন্ট রয়েছে, তাতে মনে করা হচ্ছে জিতু হয়তো এবার সত্যিই সিরিয়াল ছেড়ে দিয়েছেন। 

Advertisement

গত কয়েকদিন ধরেই চিরদিনই তুমি যে আমার সিরিয়াল নিয়ে একের পর এক সমস্যা দেখা যাচ্ছিল। জিতু সুস্থ হয়ে ফ্লোরে ফেরার পর থেকেই সমস্যার সৃষ্টি হয়। জিতুকে দীর্ঘক্ষণ সেটে বসিয়ে রেখে দেরি করে আসেন দিতিপ্রিয়া। তারপরেই নাকি তিনি সেট ছেড়ে উঠে যান। তাতেই অপমানিত বোধ করেন নায়িকা। শুধু তাই নয়, দিতিপ্রিয়া এও জানিয়ে দিয়েছেন যে তিনি জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। আর এই নিয়েই ফের নতুন করে জলঘোলা শুরু হয়। দিতিপ্রিয়া এই নিয়ে মুখ না খুললেও জিতু কমল সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।    

Read more!
Advertisement
Advertisement