Advertisement

Riju Biswas Row: 'মহিলারা কতটা নীচে নামতে পারেন...', নাম না করে ঋজুকে সমর্থন শ্রাবন্তী-পুত্রের?

Riju Biswas Row: গত কয়েকদিন ধরেই টেলি অভিনেতা ঋজু বিশ্বাসকে নিয়ে সরগরম নেটপাড়া। মেয়েদের প্রশংসা করে Btw You Look Good In Saree বলা নিয়ে তোলপাড়া সোশ্যাল মিডিয়া। একের পর এক স্ক্রিনশট নিয়ে মেয়েরা বউ কথা কও অভিনেতা নিখিলের বিরুদ্ধে সরব হয়েছেন। চাপের মুখে পড়ে ঋজু প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন।

ঋজুকে সমর্থন করে শ্রাবন্তী-পুত্রের পোস্ট?ঋজুকে সমর্থন করে শ্রাবন্তী-পুত্রের পোস্ট?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2025,
  • अपडेटेड 4:40 PM IST
  • গত কয়েকদিন ধরেই টেলি অভিনেতা ঋজু বিশ্বাসকে নিয়ে সরগরম নেটপাড়া।

গত কয়েকদিন ধরেই টেলি অভিনেতা ঋজু বিশ্বাসকে নিয়ে সরগরম নেটপাড়া। মেয়েদের প্রশংসা করে Btw You Look Good In Saree বলা নিয়ে তোলপাড়া সোশ্যাল মিডিয়া। একের পর এক স্ক্রিনশট নিয়ে মেয়েরা বউ কথা কও অভিনেতা নিখিলের বিরুদ্ধে সরব হয়েছেন। চাপের মুখে পড়ে ঋজু প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। তবুও যেন তাঁকে নিয়ে ট্রোলিং বন্ধ হচ্ছে না। অনেকেই এই পরিস্থিতিতে ঋজুর পাশে এসে দাঁড়িয়েছেন। এ বার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরে যা চলছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 

এমনিতে শ্রাবন্তী-পুত্র লাইমলাইট থেকে নিজেকে দূরে রাখতেই ভালোবাসেন। খুব একটা তাঁকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতেও দেখা যায় না। তবে ঋজুর পাশে দাঁড়িয়ে অভিমন্যু তথা ঝিনুক লেখেন, যে সব মহিলা ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ভাগ করে নিচ্ছেন তাঁরা নিতান্তই বোকা। নজরে আসার জন্য কতটা নীচে নামতে পারেন তাঁরা, তা বেশ বোঝা যাচ্ছে। যদিও শ্রাবন্তী-পুত্র কোথাও ঋজুর নাম নেননি কিন্তু তিনি পরোক্ষভাবে টেলি অভিনেতাকে সমর্থন জানিয়েছেন।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। এক উঠতি মডেল প্রথমে সোশ্যাল মিডিয়ায় ঋজুর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন। এরপরই একের পর এক মেয়েরা একই ধরনের অভিযোগ করতে থাকেন। স্ক্রিনশট দিয়ে মেয়েরা দাবি করতে থাকেন যে ঋজু তাঁদেরও শাড়ি পরা ছবির প্রশংসা করে বলেছেন Btw You Look Good In Saree। একাধিক মেয়েকে এই একই মেসেজ করেছেন ঋজু। তবে এই মেসেজ করা নিয়ে ঋজু জানিয়েছেন যে তিনি এটা করলেও এর মধ্যে কোনও অশালীন আচরণ বা অশ্লীল কিছু দেখতে পারছেন না। 

ঋজুর মা ক্যান্সার আক্রান্ত। চলছে চিকিৎসা। উপরন্তু গত ৭-৮ মাস ধরে অভিনেতার হাতে কোনও কাজ নেই। তার ওপর এই ধরনের ঘটনায় রীতিমতো বিধ্বস্ত অভিনেতা। সোমবার ঋজু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সকলের কাছে ক্ষমাও চেয়েছেন। তিনি বলেছেন বিষয়টি যেন কেউ নোংরামোর পর্যায়ে নিয়ে না যান। সম্প্রতি, ঋজুর প্রাক্তন স্ত্রী-কে টেনেও নানা আলোচনা চলছে। যদিও প্রাক্তন স্ত্রী, শ্বশুরবাড়ির কথা অস্বীকার করেছেন অভিনেতা। উল্টে এই সব অভিযোগের প্রমাণ চেয়েছেন ঋজু।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement