Advertisement

Kanchan-Sreemoyee Gossip: হোটেল রুমে কাঞ্চন-শ্রীময়ীর 'LIP LOCK', 'কিছু জিনিস প্রাইভেট রাখুন', কটাক্ষ দম্পতিকে

Kanchan-Sreemoyee Gossip: বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মাখো মাখো প্রেমের ঝলক মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়। তাঁদের নিয়ে যতই আলোচনা-কটাক্ষ হোক না কেন, ভালোবাসায় ছেদ পড়েনি তাঁদের। বরং ক্রমশঃ তাঁদের প্রেম আরও বেড়েছে। এই কদিন বেশ ব্যস্ত ছিলেন কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই।

কাঞ্চন-শ্রীময়ীকাঞ্চন-শ্রীময়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2025,
  • अपडेटेड 11:31 AM IST
  • বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মাখো মাখো প্রেমের ঝলক মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়।

বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মাখো মাখো প্রেমের ঝলক মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়। তাঁদের নিয়ে যতই আলোচনা-কটাক্ষ হোক না কেন, ভালোবাসায় ছেদ পড়েনি তাঁদের। বরং ক্রমশঃ তাঁদের প্রেম আরও বেড়েছে। এই কদিন বেশ ব্যস্ত ছিলেন কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই। ছবির প্রচার, প্রিমিয়ার শো, মেয়ে কৃষভির জন্মদিন সবকিছু নিয়ে কাঞ্চন-শ্রীময়ীর ব্যস্ততা ছিল একেবারে তুঙ্গে। একে-অপরের জন্য সময় বের করতে পারছিলেন না। তবে একটু সুযোগ পেতেই একে-অপরের সঙ্গে একান্তে সময় কাটালেন এই তারকা দম্পতি। আর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রে রে করে এল নেটিজেনদের একাংশ। 
 সোশ্যাল মিডিয়ায় ৩টে ছবি শেয়ার করেন কাঞ্চন ও শ্রীময়ী। যা দেখে মনে হচ্ছে কোনও হোটেল রুমে আছেন তাঁরা। সাদা রঙের বাথরব পরে আছেন দুজনেই। দুটো ছবিতে তাঁদের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। আর পরের ছবিটি আয়নায় থাকা প্রতিবিম্ব। যেখানে কলকাতা স্কাইলাইনের সঙ্গে ফুটে উঠেছে চুমু খাওয়ার ছবি। কাঞ্চন-শ্রীমী একে-অপরের ঠোঁটে চুমু খাচ্ছেন। এই ছবি সামনে আসতেই ট্রোলের বন্যা দেখা যায় তাঁদের কমেন্ট বক্সে। 

কেউ কেউ এই একান্তে সময় কাটানোর বিষয়টি যেমন সমর্থন করেছেন তেমনি কারোর কারোর মতে ঘনিষ্ঠ অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার দরকার কী। আবার কেউ কাঞ্চনের তৃতীয় বিয়ে টেনেও মন্তব্য করেছেন। আবার কেউ লেখেন, শ্রীময়ী সবাই কিন্তু জানে যে তুমি কাঞ্চনকে বিয়ে করেছো। তবে এইসব ট্রোলিং-কটাক্ষকে কোনওদিনই মাথায় চড়ান না কাঞ্তন ও শ্রীময়ী। নিজেদের মতো করেই জীবন যাপন করতে ভালোবাসেন তাঁরা। 

২০২৪ সালের ৬ মার্চ তৃতীয়বার বিয়ে করেন কাঞ্চন মল্লিক। তার আগে অবশ্য শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সেরে নেন। কাঞ্চন ও শ্রীময়ীর বয়সের পার্থক্যটা অনেক। কিন্তু দুজনে প্রমাণ করেছেন যে ভালোবাসা থাকলে, বয়স একটা সংখ্যা মাত্র। সেই বছরের নভেম্বরেই কৃষভির জন্ম হয়। এক বছরে পা দিলেন কাঞ্চন-কন্যা। আপাতত শ্রীময়া ও কৃষভিকে নিয়ে সুখের সংসার কাঞ্চনের।

Advertisement

Read more!
Advertisement
Advertisement