Advertisement

Sreenanda Shankar: শ্রীনন্দার ডিভোর্স কেন? সোশ্যাল মিডিয়ায় প্রেমের ছবি-ভিডিও মানেই 'সুখী দাম্পত্য' নয়

Sreenanda Shankar: বিনোদন জগতে ডিভোর্সের ঘটনা নতুন কিছু নয়। কার জীবনে কোন নতুন মোড় আসতে চলেছে, তা বুঝতেও পারবেন না। সেরকমই জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী শ্রীনন্দা শঙ্করকে দেখেও বুঝতে পারা যায়নি যে তাঁর জীবনে এত বড় ঝড় উঠতে চলেছে।

ডিভোর্স ঘোষণা শ্রীনন্দা শঙ্করেরডিভোর্স ঘোষণা শ্রীনন্দা শঙ্করের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Dec 2025,
  • अपडेटेड 10:39 AM IST
  • রবিবার রাতে হঠাৎ করেই শ্রীনন্দা তাঁর সোশ্যাল মিডিয়ায় পেজে নিজের বিচ্ছেদের কথা ঘোষণা করেন।

বিনোদন জগতে ডিভোর্সের ঘটনা নতুন কিছু নয়। কার জীবনে কোন নতুন মোড় আসতে চলেছে, তা বুঝতেও পারবেন না। সেরকমই জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী শ্রীনন্দা শঙ্করকে দেখেও বুঝতে পারা যায়নি যে তাঁর জীবনে এত বড় ঝড় উঠতে চলেছে। রবিবার রাতে হঠাৎ করেই শ্রীনন্দা তাঁর সোশ্যাল মিডিয়ায় পেজে নিজের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। আচমকা এই ধরনের পোস্ট দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ সোশ্যাল মিডিয়ায় শঙ্কর পরিবারের এই কন্যা বেশ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েচরও বটে। সর্বদাই তাঁর মুখে একগাল হাসি। কিন্তু হঠাৎ করে এমন পোস্ট দেখে শ্রীনন্দার অনুরাগীরাও বেশ বিস্মিত হয়েছেন।

শ্রীনন্দা সোশ্যাল মিডিয়ায় ডিভোর্সের কথা ঘোষণা করে এও অনুরোধ করেছেন যে তাঁদের ব্যক্তিগত পরিসরকে যেন সম্মান করা হয়। তবে কী কারণে শ্রীনন্দার এই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়। যদিও অভিনেত্রীর পোস্ট দেখে এটা বোঝা যাচ্ছে যে তিনি সংসার ভাঙার এই সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিয়েছেন। শ্রীনন্দার কথায়, অনলাইনে জনপ্রিয় ভিডিওগুলোই দাম্পত্যসুখ বা দাম্পত্যের রসায়নের সবটা ধরা পড়ে না।

ছবি সৌজন্যে: ফেসবুক

শ্রীনন্দার শেয়ার করা পোস্টে লেখা, আমি এবং গেভ আইনত আলাদা হয়ে গিয়েছি। অনেকেই হয়তো বিষয়টা আগেই টের পেয়েছিলেন, কিন্তু বিষয়টা সর্বসমক্ষে আনার আগে, ঘোষণা করা আগে আমাদের কিছুটা সময়ের প্রয়োজন ছিল। তনুশ্রী-কন্যা আরও লেখেন, 'জীবন তার চলা পথে কখনও অপ্রত্যাশিত মোড় নিয়ে আসে। আমাদের সেটা মেনে নেওয়া উচিত, বোঝা উচিত। শান্তি বজায় রেখে চলা উচিত। আমরা কৃতজ্ঞ আপনারা যে ভালবাসা এবং সমর্থন দেখিয়েছেন আমাদের সেটার জন্য। আমরা দুজনে যৌথভাবে, ঠান্ডা মাথায় ভেবে চিনতে নিয়েছি। আমরা জানি এই নিয়ে নানা মত, কমেন্ট্রি, লেখা হবে।কিন্তু এই বিষয়ে আমাদের থেকে বা আমার মায়ের থেকে কোনও সাড়া পাবেন না। আমাদের প্রাইভেসিকে সম্মান জানাবেন, এবং আমাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা থেকে বিরত থাকুন। শ্রীনন্দা স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে এই নিয়ে একাধিক ভাল-খারাপ মন্তব্য এলেও তিনি, তাঁর মা তনুশ্রী শঙ্কর ও প্রাক্তন স্বামী গেভ এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেবেন না। 

Advertisement

উদয় শঙ্কর, মমতা শঙ্করদের উত্তরসূরি হিসেবে নিজেকে নৃত্য জগতে সুপ্রতিষ্ঠিত করেছেন শ্রীনন্দা শঙ্কর। সেইসঙ্গে তিনি মডেলিং এবং অভিনয় জগতেও নিজের দক্ষতা দেখিয়েছেন। টলিউডে সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলেও নিজের নৃত্যশৈলী দিয়ে সকলের মন জয় করেছেন শ্রীনন্দা। সঙ্গে তিনি ভ্লগিংও করেন। ২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রীনন্দা। কলকাতায় ভারতীয় ও পার্সি – দুই মতেই বিয়ের অনুষ্ঠান হয়। তাঁরা পাকাপাকিভাবে মুম্বইয়ে থাকেন। প্রায় ১৬ বছরের বিয়ে কেন ভাঙল এই নিয়ে শ্রীনন্দা তাঁর পোস্টে স্পষ্ট কিছু বলেননি। দিন কয়েক আগে পর্যন্তও সুখী দাম্পত্যের ছবি উঠে এসেছিল শ্রীনন্দার সোশাল মিডিয়ায়। একবিন্দু বোঝা যায়নি যে উভয়ের সম্পর্কে ভাঙাগড়া চলছে।

এই মুহূর্তে নিজের সঙ্গে সময় কাটাতে চান শ্রীনন্দা। তাই রবিবার রাতেই লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন তিনি। মুম্বইয়ের বাইরে নিজের মতো করে কিছুদিন থাকতে চান। এরপর ফিরে আবারও চেনা ছন্দে ধরা দেবেন শ্রীনন্দা।    

Read more!
Advertisement
Advertisement