Advertisement

আইসোলেশনে ইউভানের থেকে দূরে, কেমন দিন কাটছে শুভশ্রীর? Video রাজের

কোভিড আক্রান্ত (COVID) পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। মঙ্গলবারই নিজেদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান রাজ। করোনায় আক্রান্ত হওয়ার কারণে সন্তান ইউভানকে কাছ ছাড়া করেছেন শুভশ্রী। আপাতত আইসোলেশনেই আছেন রাজ-শুভশ্রী। সঙ্গে রয়েছে তাঁদের পোষ্য। আইসোলেশনে কেমন দিন কাটছে তাঁদের? শেয়ার করলেন রাজ।

 রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jan 2022,
  • अपडेटेड 2:42 PM IST
  • কোভিড আক্রান্ত (COVID) পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি
  • আইসোলেশনে ইউভানের থেকে দূরে, কেমন দিন কাটছে শুভশ্রীর?
  • শেয়ার করলেন রাজ

কোভিড আক্রান্ত (COVID) পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। মঙ্গলবারই নিজেদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান রাজ। করোনায় আক্রান্ত হওয়ার কারণে সন্তান ইউভানকে কাছ ছাড়া করেছেন শুভশ্রী। আপাতত আইসোলেশনেই আছেন রাজ-শুভশ্রী। সঙ্গে রয়েছে তাঁদের পোষ্য। আইসোলেশনে কেমন দিন কাটছে তাঁদের? শেয়ার করলেন রাজ।

যোগাসন করতে দেখা যায় শুভশ্রীকে

শুভশ্রীকে না জানিয়েই চুপি চুপি একটি ভিডিও রেকর্ড করেন রাজ। তা শেয়ারও করেন নিজের ইন্সটা হ্যান্ডেলে। যেখানে দেখা যায়, সাদা পোশাক পরে, মোমবাতির হালকা আলোয় যোগাসন করছেন শুভশ্রী। সেই ভিডিও রাজের প্রোফাইলে দেখে অবাকই হন অভিনেত্রী। কমেন্টে তা জানানও।

আরও পড়ুন

ইউভানের থেকে দূরে রাজ-শুভশ্রী 

করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে দু'জনের। ঘরে হোম আইসোলেশনেই রেখেছেন নিজেদের। তবে দূরে রয়েছে ইউভান। তাই ভিডিও কলেই ভালোবাসায় ভরিয়ে দেন তিনি। আপাতত ভার্চুয়াল আদরেই ইউভানের মন ভরাচ্ছেন শুভশ্রী। 

কোয়ারেন্টিনে ইউভানের ভিডিও কলে কথা শুভশ্রীর-

মঙ্গলবার ট্যুইট করে রাজ লেখেন, “আমি ও শুভশ্রী দু'জনেই করোনা আক্রান্ত। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আপনারা সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন এবং করোনার সমস্ত বিধি মেনে চলুন।”

এদিকে, টলিপাড়ায় করোনা আক্রান্ত হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় থেকে পার্নো মিত্র, কবি শ্রীজাত। এছাড়াও, দেব, রুক্মিনী, জিৎ গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল, মিমি। একের পর এক করোনা সংক্ৰমিতের জেরে পিছিয়ে যায় কলকাতা চলচ্চিত্র উৎসব।

Read more!
Advertisement
Advertisement