
গত কয়েকদিন ধরে মেসিকে দেখার জন্য দিন গুনছিলেন তাঁর অগুণিত ভক্ত-অনুরাগীরা। কেউ বা সঞ্চয়ের টাকা দিয়ে আবার কেউ বা বেতনের অর্ধেক টাকা দিয়ে টিকিট কেটেছিলেন শুধুমাত্র ফুটবলের মহারাজকে দেখবেন বলে। শুক্রবার গভীর রাতে মেসি কলকাতা বিমানবন্দরে পা রাখতেই তাঁকে দেখার বিশাল উন্মাদনা তৈরি হয় তাঁর গুণমুগ্ধদের মধ্যে। ১৩ ডিসেম্বর শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বপ্নের নায়ককে দেখবেন বলে ভোর থেকেই দর্শকেরা এসে হাজির যুবভারতীতে। কিন্তু তারপর যেটা হল তা অজানা নয় এখন কারোরই। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও ফুটবলের রাজপুত্রকে দেখতে না পাওয়ার ক্ষত এখনও দগদগে। মাঠে এসেও বেশি ক্ষণ থাকতে পারলেন না তারকা ফুটবলার। মাঠের বাইরে অপেক্ষা করতে হলো শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়দের। কিন্তু এইসবের মাঝেই মাঠে এসে মেসির সঙ্গে ছবি তুলে গিয়েছেন টলিপাড়ার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুধু কী তাই, নায়িকার আপ্ত সহায়কও মেসির সঙ্গে ছবি তুলেছেন। আর সেই ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ছিঃ ছিঃ রব উঠল।
শনিবার একদিকে যখন যুবভারতীর বিশৃঙ্খল অবস্থা, উন্মত্ত দর্শকেরা মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর চালাচ্ছেন ঠিক সেই সময়ই তারকা ফুটবলারের সঙ্গে ছবি পোস্ট করে তীব্র কটাক্ষের মুখে পড়েন বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী তথা নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নেটিজেনের একাংশ নায়িকার কমেন্ট বক্সে এসে তাঁকে ট্রোলড করতে শুরু করে। যদিও এইসব কটাক্ষের পাল্টা কোনও জবাব নায়িকা দেননি। তবে এর কিছুক্ষণের মধ্যে আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তা হল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক রাজদীপ ঘোষের।
রাজদীপকে দেখা গিয়েছে মেসির সঙ্গে ছবি তুলতে। গলায় ভিআইপি কার্ড ঝুলিয়ে একেবারে মেসির থেকে এক হাত দূরত্বে পৌঁছে গিয়েছিলেন তিনি। ফুটবল তারকাকে ঘিরে যে তাঁর উচ্ছ্বাস ছিল, তা বলাই বাহুল্য। তবে ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ক্ষোভে ফেটে পড়েছে নেটিজ়েনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন যে বিধায়ক-পত্নীর স্ত্রী বলেই কি এমন সুবিধা পেলেন তাঁর আপ্ত-সহায়কও। কেউ কটাক্ষ করে লেখেন, যেখানে হাজার হাজার মানুষ মেসিকে এক ঝলকও দেখতে পারেনি, সেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর টিম মেসির সঙ্গে ছবিও তুলে ফেলল। আবার কেউ লেখেন, তোদের জন্যই সাধারণ মানুষ টাকা দিয়েছে, মজা কর। আবার কেউ লিখেছেন, চটি চাটলে অনেক কিছু হয়। শুভশ্রীর আপ্ত-সহায়কের সেই ছবিতে লাইক দিতে দেখা গিয়েছে রাজ চক্রবর্তী, শুভশ্রীকে।
প্রসঙ্গত, শনিবার মেসি মাঠে নামার পরই তাঁকে দেখতে পাওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তৃণমূল নেতা, তারকা এবং তাঁদের ঘনিষ্ঠরা এমন ভাবে তাঁকে ঘিরে রাখেন যে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা তারকা দর্শনে ব্যর্থ হন । উপস্থিত জনতার ক্ষোভ বাড়তে থাকে। এর পর গ্যালারি থেকে উড়ে আসতে শুরু করে জলের বোতল। তড়িঘড়ি মেসিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মাঝরাস্তা থেকে ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান।