Advertisement

Surajit Chatterjee : খাদ্যে বিষক্রিয়ার জেরে হাসপাতালে গায়ক সুরজিত্‍, কেমন আছেন?

সুরজিৎ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকরা জানাচ্ছেন, চিন্তার কোনও কারণ নেই। কয়েকদিন বিশ্রাম নিলেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। শিল্পীর সুস্থতার খবরে চিন্তামুক্ত তাঁর পরিবার ও ভক্তরা। 

সুরজিৎ চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Dec 2022,
  • अपडेटेड 4:29 PM IST
  • অসুস্থ সুরজিৎ
  • খাদ্যে বিষক্রিয়া
  • আপাতত সুস্থ

অসুস্থ হয়ে হাসপাতালে সঙ্গীত শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। দিন দুয়েক আগে খাদ্যে বিষক্রিয়ার জেরে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুরজিৎকে। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায় সুরজিৎ চট্টোপাধ্যায়ের (Surajit Chatterjee) ডেঙ্গু বা অন্য কোনও রোগের উপসর্গ নেই। মূলত খাদ্যে বিষক্রিয়া থেকেই শিল্পীর এই অসুস্থতা। চিকিৎসার পর আপাতত তিনি সুস্থ।

সুরজিৎ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকরা জানাচ্ছেন, চিন্তার কোনও কারণ নেই। কয়েকদিন বিশ্রাম নিলেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। শিল্পীর সুস্থতার খবরে চিন্তামুক্ত তাঁর পরিবার ও ভক্তরা। 

অন্যদিকে সুরজিৎ নিজে জানান, এখন তিনি সুস্থ। বিশেষ কোনও শারীরিক অসুবিধা তাঁর এই মুহূর্তে নেই। বাড়ি ফিরে কিছুদিন বিশ্রাম নিতে চান তিনি। তবে শীতের মরশুমে অবশ্য পরপর অনুষ্ঠান রয়েছে। ইতিমধ্যেই অসুস্থতার জন্য একটি অনুষ্ঠানের সময়ও পরিবর্তন করতে হয়েছে তাঁকে। শিল্পীর আশা, বাকি অনুষ্ঠানগুলিতে তিনি হয়ত মঞ্চে উপস্থিত থাকতে পারবেন।

প্রসঙ্গত জনপ্রিয় বাংলা ব্যান্ড ভূমির প্রাক্তন সদস্য সুরজিৎ চট্টোপাধ্যায়ের অনুরাগীর সংখ্যা নেহাত  কম নয়। তাই তাঁর অসুস্থতার খবর ভক্তদের কাছে পৌঁছতেই উদ্বিগ্ন তাঁরা। প্রত্যেকের কপালেই কপালেও দুশ্চিন্তার ভাঁজ। তবে আপাতত শিল্পীর সুস্থতার খবরে সকলেই এক প্রকার স্বস্তিতে। 
 
শিল্পীর স্ত্রী কমলিনী চট্টোপাধ্যায় ও পরিবারের সদস্যরাও চিন্তায় পড়ে গিয়েছিলেন। এখন প্রত্যেকেই কিছুটা হলেও চিন্তামুক্ত। বাইপাস সংলগ্ন ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন,  আপাতত সুরজিতের শরীর সুস্থ। চিন্তার বিশেষ কোনও কারণ নেই। 

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় দুই দশক ধরে ভক্তদের মন জুড়ে রয়েছেন সঙ্গীত শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। একসময় ভূমির (Bangla Band Bhoomi) সঙ্গে থেকে ভক্তদের একের পর এক হিট গান উপহার দিয়েছেন সুরজিৎ। পর অবশ্য ভূমির সঙ্গে বিচ্ছেদ হয় সুরজিতের। তারপর থেকে সুরজিৎ ও বন্ধুরা (Surajit O Bondhura) নিয়ে পথচলা শুরু করেন সুরজিৎ। এছাড়া টলিউডেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি।  

Advertisement

আরও পড়ুন - কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই এভাবে চটজলদি বানান ড্রাইভিং লাইসেন্স

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement