গলায় রুদ্রাক্ষের মালা। কপালে বড় লাল টিপ। চোখে মুখে তীক্ষ্ণতা। এভাবেই বৃহন্নলার সাজ ধারণ করেছেন সুস্মিতা সেন। তালি সিরিজে সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী। তাঁর ফার্স্টলুক আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশ্যে এল টিজার। বেশ দীর্ঘ সময় ধরে বলিউড থেকে দূরত্ব বজায় রেখেছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। তবে তিনি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি কামব্যাক করেন এবং সুস্মিতার কেরিয়ার এক অন্যদিকে মোড় নেয়। আর্য ওয়েব সিরিজের মাধ্যমে সুস্মিতা ফেরেন আবার অভিনয়ে। এই সিরিজ বেশ জনপ্রিয়তা পায়। আর্য-র দ্বিতীয় সিজনও দারুণ সফলতা পায়। আর্য-র সফলতার পর এবার সুস্মিতা তাঁর নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছে। অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ তালি-তে সুস্মিতাকে বৃহন্নলার অবতারে দেখা যাবে। এই সিরিজের টিজর ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।
সুস্মিতা সেন ফের ওটিটিতে নিজের চমকপ্রদ অবতার দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। 'তালি'-র টিজারে সুস্মিতাকে রূপান্তরকামী সমাজ কর্মী গৌরী সাওয়ান্তের ভূমিকায় দেখা যাবে। টিজার শুরুই হচ্ছে দমদার ডায়ালগ দিয়ে। গৌরীর চরিত্রে থাকা সুস্মিতাকে বলতে শোনা যাবে, 'ম্যায় গৌরী। জিসে কোই হিজরা কহতা হ্যয়, তো কোই সোশ্যাল ওয়ার্কার। কোই নটাঙ্কি বুলাতা হ্য, তো কোই গেম চেঞ্জার। ইয়ে কাহানি ইসি সফর কি হ্যয়। গোলি সে তালি তক। জো লোগ আপনি আসলিয়ত দিখানে সে ডরতে হ্যয়। ওহ কভি জিততে নহি বাবু। স্বভিমান, সম্মান, স্বতন্ত্রতা, মুঝে ইয়ে তিনো চাহিয়ে।'
৪৬ সেকেন্ডের টিজারে সুস্মিতা সেন রূপান্তরকামী চরিত্রের ধাঁচে নিজেকে যে গড়ে ফেলেছেন তা প্রমাণিত। এই টিজার দেখেই স্পষ্ট যে বাস্তবে গৌরী সাওয়ান্তকে সমাজের কাছে কতটা অপমান সহ্য করতে হয়েছে। যন্ত্রণা ও সংঘর্ষের পথে হেঁটে, গৌরী কতজনের সঙ্গে লড়াই করে নিজের আসল পরিচয় সকলের সামনে নিয়ে আসতে সফল হয়েছেন। আর তিনি প্রমাণ করেছেন যে তাঁরও অন্যদের মতো সাধারণ জীবন যাপন করার অধিকার রয়েছে। টিজারের আগে তালি-র পোস্টার লঞ্চ করা হয়েছিল। এই পোস্টার শেয়ার করে সুস্মিতা লিখেছিলেন, তালি বাজাবো না, বাজানো করাবো। সিরিজের পোস্টারে সুস্মিতার আলাদাই ভঙ্গীমা ও চোখে-মুখে তীক্ষ্ণতা নজরে আসে। পোস্টারে সুস্মিতাকে দেখা যায়, শাড়ি, মাথায় বড় টিপ আর গলায় লম্বা হার, এ যেন এক আলাদা অভিনেত্রী।
রূপান্তরকামী গৌরী সাওয়ান্ত একজন সমাজ কর্মী। গৌরীর কাহিনি এক বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল। এবার উঠে এল ওয়েব সিরিজে। যেখানে গৌরীর চরিত্রে বলিষ্ঠ বার্তা দিয়েছেন সুস্মিতা। নিজের ভালো কাজের কারণে গৌরী সাওয়ান্ত কৌন বনেগা ক্রোড়পতি-র মতো রিয়্যালিটি শোতেও এসেছিলেন। পুনের মধ্যবিত্ত পরিবারে জন্ম হওয়া গৌরী সাওয়ান্ত একাধিক সামাজিক কাজ করে থাকেন। তিনি অনাথ শিশুদের জন্য কাজ করেন। অসহায় মানুষদের জন্য তিনি এক স্বেচ্ছাসেবী সংস্থাও চালান। গৌরী সাওয়ান্তকে নিয়ে সুস্মিতা সেনের এই সিরিজ ১৫ অগাস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।