Advertisement

Susmita Roy: 'মোটা, ঢেপসি সুস্মিতা', ওজন নিয়ে কটাক্ষের শিকার, কী জবাব দিলেন অভিনেত্রী?

Susmita Roy: ইদানিং সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে অভিনেত্রী সুস্মিতা রায়কে নিয়ে। প্রথমে তাঁর ডিভোর্স, ফের সুস্মিতার দেহরক্ষী নিয়ে ঘোরা আর বর্তমানে অভিনেত্রীর ওজন নিয়ে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে বারংবার। সুস্মিতা ট্রোলের জন্য জবাব দিয়েছেন এর আগেও।

ওজন নিয়ে কটাক্ষের শিকার সুস্মিতাওজন নিয়ে কটাক্ষের শিকার সুস্মিতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2025,
  • अपडेटेड 1:31 PM IST
  • ইদানিং সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে অভিনেত্রী সুস্মিতা রায়কে নিয়ে।

ইদানিং সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে অভিনেত্রী সুস্মিতা রায়কে নিয়ে। প্রথমে তাঁর ডিভোর্স, ফের সুস্মিতার দেহরক্ষী নিয়ে ঘোরা আর বর্তমানে অভিনেত্রীর ওজন নিয়ে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে বারংবার। সুস্মিতা ট্রোলের জন্য জবাব দিয়েছেন এর আগেও। এবারেও নিজের ওজন নিয়ে সপাটে জবাব দিলেন অভিনেত্রী সুস্মিতা। 

বেশ কয়েক মাস আগেই অভিনয় থেকে বিদায় নিয়েছেন সুস্মিতা। নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। সেটা নিয়েই এখন ব্যস্ত অভিনেত্রী। তারওপর গত কয়েক মাসে তাঁর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। ব্যক্তিগত জীবনেও এসেছে বড়সড় পরিবর্তন। অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটার সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচীর সঙ্গে ডিভোর্স নিয়ে কম কাঁটাছেঁড়া হয়নি। এইসব কিছুই সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। আর এইসব কারণেই সুস্মিতা শরীরচর্চা করার কোনও সুযোগ পাননি। উপরন্তু তাঁর কোমরেও চোট ছিল। এতকিছুর পরও নেটিজেনদের খারাপ মন্তব্য শুনে বেশ ক্ষুব্ধ সুস্মিতা। 

নেটিজেনদের একাংশ সুস্মিতাকে মোটা, ঢেপসি, ওজন বেশি এইসব বলে মন্তব্য করেছেন। আর এই মন্তব্যগুলো নজর এড়ায় না সুস্মিতার। এবার এইসব মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজের জিম করার ভিডিও পোস্ট করে সুস্মিতা বলেন, আমার মোটা হওয়া নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন। কারণ না জেনেই করেছেন। আমার ৬-৭ মাসের আগের ডায়েট ও জিমের ভিডিও দেখে। এত ডায়েট করছে তবুও তো মোটা হয়ে যাচ্ছে। সুস্মিতা বলেন, ভিডিওগুলো দেখার আগে তার তারিখগুলো দেখে নিলে এই ভুল আর হয় না। আর ডায়েট বা জিম কোনও কিছু করা মানে, তা সারাজীবন থাকে না, নিয়মিত চর্চা করতে হয়। 

সুস্মিতা এরপর জানিয়েছেন যে গত ৬-৭ মাস তিনি এক লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। যা তিনি অন্যকে বোঝাতে গিয়ে সময় নষ্ট করতে চান না। অভিনেত্রী জানিয়েছেন যে ডিপ্রেশন, টেনশন ও চাপে পড়েই সুস্মিতার ওজন বেড়েছে। কোমরের চোটের জন্য সুস্মিতাকে বিশ্রাম নেওয়ার কথা চিকিৎসকরা বললেও অভিনেত্রীর নতুন ব্যবসা ও আরও একটি সংস্থার দায়িত্ব নেওয়া, সব মিলিয়ে সুস্মিতার নাওয়া-খাওয়ার বা শরীরের যত্ন নেওয়ার সময় নেই। তবে অভিনেত্রী আবার জিমে ভর্তি হয়েছেন। শরীরচর্চাও শুরু করেছেন। এই মুহূর্তে, তিনি নিজের ব্যবসা সামলাতে ব্যস্ত। ক্যামেরার সামনে অনেক দিন দেখা যায়নি সুস্মিতাকে। তবে অভিনেত্রী জানিয়েছেন, ভাল সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি। তেমন চরিত্র পেলে অবশ্যই আবার ফিরবেন ক্যামেরার সামনে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement