Advertisement

Sweta-Rubel Wedding: টোপর মাথায় রুবেল-শ্বেতা, জমিয়ে খেলেন প্রথম আইবুড়োভাত, শুরু বিয়ের কাউন্টডাউন

Sweta-Rubel Wedding: টেলিপাড়ায় বিয়ের সানাই বাজতে চলেছে আগামী বছর। সাতপাকে বাঁধা পড়বেন টেলি ইন্ডাস্ট্রি চর্চিত জুটি রুবেল ও শ্বেতা। শোনা যাচ্ছে, আগামী বছরের ১৯ জানুয়ারি চারহাত এক হবে তাঁদের। যদিও বিয়ের তারিখ নিয়ে নিজেরা কিছুই বলেননি।

শ্বেতা-রুবেলের প্রথম আইবুড়োভাত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2024,
  • अपडेटेड 7:25 PM IST
  • টেলিপাড়ায় বিয়ের সানাই বাজতে চলেছে আগামী বছর।

টেলিপাড়ায় বিয়ের সানাই বাজতে চলেছে আগামী বছর। সাতপাকে বাঁধা পড়বেন টেলি ইন্ডাস্ট্রি চর্চিত জুটি রুবেল ও শ্বেতা। শোনা যাচ্ছে, আগামী বছরের ১৯ জানুয়ারি চারহাত এক হবে তাঁদের। যদিও বিয়ের তারিখ নিয়ে নিজেরা কিছুই বলেননি। আশীর্বাদ পর্ব মিটে গিয়েছে। এখন শুধুই বিয়ের দিন গোনার পালা। আর তার আগেই রুবেল-শ্বেতাকে খেলেন আইবুড়োভাত।

রবিবার রুবেল ও শ্বেতার আইবুড়োভাতের আয়োজন করা হয়েছিল। সেলেব স্টাইলিস্ট রুদ্র সাহা এই বিরাট আয়োজন করেন। রুদ্র সাহার শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে টেবিল ভর্তি খাবার। গলদা চিংড়ি, মাংস, মাছের মাথা, পায়েস, মিষ্টি, কেক কী না নেই সেখানে। আর সেই মাছের মাথা দিয়েই শ্বেতাকে বরণ করলেন রুবেল, তবে মজার ছলে। দুজনের মাথাতেই টোপর পরানো হয়েছে। দু’জন দু’জনের মুখে ছুঁইয়ে দেন মিষ্টি। এত আয়োজন দেখে রীতিমতো আপ্লুত শ্বেতা ও রুবেল দুজনেই। বলা যায়, আইবুড়োভাত শুরু হল, যা চলবে বিয়ের আগের দিন পর্যন্ত। যদিও শ্বেতার আইবুড়োভাত একবার সিরিয়ালেই সেটেই হয়েছে তাঁর এক অনুগামীর পক্ষ থেকে। 

১৫ ডিসেম্বর রীতি মেনে দুই পরিবার এক হয়ে আশীর্বাদ করেন হবু বর-কনেকে। এক সাক্ষাৎকারে শ্বেতা ও রুবেল জানিয়েছিলেন যে তাঁদের বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সামনে এসেছে শ্বেতা-রুবেলের প্রি-ওয়েডিং ভিডিও। যেখানে কখনও শাড়ি, কখনও গাউনে দেখা গেল নায়িকাকে। মানানসই সেজেছিলেন নায়ক রুবেলও। হবু স্ত্রীয়ের খোঁপায় লাগিয়ে দিলেন লাল গোলাপ। চুমুতে ভরিয়ে দিলেন শ্বেতাকে। কিন্তু সেখানেও কোথাও বিয়ের তারিখের উল্লেখ নেই।   

এই মুহূর্তে অভিনেত্রীকে দর্শক দেখছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে। অন্য দিকে রুবেলকে দেখা যাচ্ছে ‘নিমফুলের মধু’ সিরিয়ালে। এমনই সিরিয়ালের সেট থেকেই তাঁদের প্রেম। বিয়ের প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই নাকি ফটোগ্র্যাফারকে বলা হয়ে গিয়েছে। প্রস্তুতি অনেকটাই সারা হয়ে গিয়েছে। তবে এখনই বিয়ের তারিখ প্রকাশ্যে আনতে চান না তাঁরা। তাই তারিখ এখনও গোপনে রেখেছেন জুটিতে। খুব শীঘ্রই নাকি তাঁদের অনুরাগীদের জন্য আসতে চলেছে বড় চমক।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement