একবিংশ শতাব্দীর শুরুতে টিনএজ ছেলেমেয়েদের সামনে শিহরণ জাগানো অন্তরঙ্গ মুহূর্তকে তুলে ধরেছিল যে ছবি, তা হল ‘আশিক বনায়া আপনে’। সেই ছবির টাইটেল ট্র্যাকে ছিল শরীর গরম করা দৃশ্য। এমনিতেই বাঙালি কন্যা তনুশ্রী দত্ত শুধু তাই নয়, অভিনেত্রীকে ঘিরে রয়েছে একাধিক বিতর্ক। সম্প্রতি তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনাম দখল করেছেন। তিনি এমন কিছু মন্তব্য করেন, যা নিয়ে তিনি ফের ট্রোলের মুখে পড়লেন।
ইমরান হাশমির সঙ্গে ‘আশিক বনায়া আপনে’ গানে তনুশ্রী দত্তর অন্তরঙ্গ দৃশ্য সেই সময় খুব ভাইরাল হয়েছিল। এই গানে ইমরান হাশমি এবং বঙ্গতনয়া তনুশ্রী দত্তর অন্তরঙ্গ প্রেম দেখেই নারীপুরুষের ‘ইন্টিমেসি’ সম্পর্কে ওয়াকিবহাল হয়েছিল তাঁরা। কিন্তু এখন অভিনেত্রী এক সাক্ষাৎকারে ইমরানকে নিজের ভাই বানিয়ে নিয়েছেন। তনুশ্রী সেই সাক্ষাৎকারে জানিয়েছেন যে বলিউডের এ লিস্টেড অভিনেত্রীরাও কিসিং দৃশ্য, ইন্টিমেট দৃশ্য করেছেন। কিন্তু তাঁদের কেউ কিছু বলে না। তাঁকে নিয়েই নেটিজেনদের সমস্যা।
তনুশ্রী এও বলেন, ওটা ইন্টিমেট দৃশ্য ছিল, আমার ও ইমরানের ব্যক্তিগত কোনও মুহূর্ত নয়, অভিনয় ছিল শুধু। আমি আর ইমরান তো ভাই-বোনের মতো। আর কিছুই নয়। ব্যস তনুশ্রীর এই মন্তব্য কিছুতেই হজম করতে পারছেন না নেটিজেনের একাংশ। এই সাক্ষাৎকারের নীচে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে তাঁরা কতটা হতবাক। অনেকে আবার বলছেন যে এটা তো মোয়ে মোয়ে মুমেন্ট হয়ে গেল। অনেক নেটিজেন আবার লিখেছেন, কী এমন দরকার ছিল যে আপনি এরকম ভুলভাল বকছেন। ভাই-বোনের সম্পর্ককে খারাপ করে দিচ্ছেন।
প্রসঙ্গত, ২০০৫ সালে তনুশ্রী আশিক বনায়া আপনে ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ইমরান হাশমি ও সোনু সুদ। অন্তরঙ্গ দৃশ্যে ইমরান হামশিকে ঠোঁটে চুমু খেয়েছিলেন তনুশ্রী। টপলেস হয়েছিলেন তিনি। পোশাক খোলা এবং শয্যাদৃশ্য ছিল তাঁর। তনুশ্রী এও জানিয়েছিলেন যে সময় ‘আশিক বনায়া আপনে’ ছবিতে কাজ করেছিলেন তনুশ্রী, তিনি মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক্কেবারে নতুন ছিলেন। ফলে, অত লোকের সামনে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তাঁর।