অভিনেত্রী মালাইকা অরোরার পর এবার বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তর দুর্ঘটনা। এই নিয়ে সোশাল মিডিয়ায় একটি ভিডিও এবং ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
সেই পোস্টে জানিয়েছেন, তাঁর সড়ক দুর্ঘটনা ঘটেছে। উজ্জয়িনী মহাকাল বেড়াতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এই অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি জানান, জীবনে প্রথম এমন ঘটনা ঘটল। প্রথমটি সড়ক দুর্ঘটনা হলেও আজ তার বিশ্বাস আরও মজবুত হয়েছে। তিনি আরও জানান, গাড়ির ব্রেক ফেইল করার কারণে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।
সড়ক দুর্ঘটনার পরও তনুশ্রী দত্ত পৌঁছে যান মহাকালের দর্শনে। মন্দিরের ভিতর থেকে ভিডিওটি শেয়ার করেছেন তিনি। এই ভিডিওতে তাকে স্তব্ধ হয়ে হাঁটতে দেখা যাচ্ছে। এই দুর্ঘটনায় তিনি পায়ে চোট পান। শুধু তাই নয়, তনুশ্রী দত্তের পায়ে সেলাইও হয়েছে।
এদিকে অভিনেত্রী মহাকাল দর্শনের ছবি শেয়ার করেছেন। এই পোস্টে, ভক্ত এবং তাদের ঘনিষ্ঠরা উদ্বেগ প্রকাশ করেছেন। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
২০১৮ সালে তনুশ্রী দত্ত শিরোনামে এসেছিলেন। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, বলিউডে তাঁর সঙ্গে বিভিন্ন সময় খারাপ ব্যবহার করা হয়েছে।