Advertisement

Tathagata Mukherjee: 'রাস'-এর সেটেই প্রেমের শুরু, সামনে এলেন তথাগতর প্রেমিকা, চিনে নিন

Tathagata Mukherjee: খবর আগেই রটেছিল যে নতুন করে প্রেমে পড়েছেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। তাঁর আগামী ছবি রাস পরিচালকের জীবনে ফিরিয়ে দিয়েছে প্রেম। আর তাঁকে নিয়ে নাকি বেশ সিরিয়াস তথাগত। 'রাস' ছবির এক সহকারী পরিচালকের সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন তথাগত।

তথাগত মুখোপাধ্যায়ের নতুন প্রেমিকাতথাগত মুখোপাধ্যায়ের নতুন প্রেমিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Feb 2025,
  • अपडेटेड 2:15 PM IST
  • খবর আগেই রটেছিল যে নতুন করে প্রেমে পড়েছেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়।

খবর আগেই রটেছিল যে নতুন করে প্রেমে পড়েছেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। তাঁর আগামী ছবি রাস পরিচালকের জীবনে ফিরিয়ে দিয়েছে প্রেম। আর তাঁকে নিয়ে নাকি বেশ সিরিয়াস তথাগত। রাস ছবির এক সহকারী পরিচালকের সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন তথাগত। আর ভ্যালেন্টাইন্স ডে-এর পরের দিনই সকলের সামনে নিয়ে এলেন পরিচালকের প্রেমিকাকে। 

তথাগত দুটো ছবি পোস্ট করেন শনিবার। যেখানে এক ফ্রেমে দেখা গিয়েছে তাঁদের। নাম আলোকবর্ষা বসু। তিনি সহকারী পরিচালকের কাজ করছেন রাস ছবিতে। তথাগতর ভাগ করা ছবিতে দেখা গিয়েছে আলোকবর্ষা দুষ্টু-মিষ্টি মুখ করে সেলফি নিচ্ছে তথাগতর সঙ্গে। ছবির সেট থেকেই যে এই দুটি সেলফি তা বোঝাই যাচ্ছে। সূত্রের দাবি, তথাগত-আলোকবর্ষা এক পেশায়। তাই কাজের মধ্যেই প্রেম খুঁজে পান তাঁরা। আলাদা করে কোনও কিছুর পরিকল্পনা নেই তাঁদের। 

তথাগতর সঙ্গে আলোকবর্ষার বয়সের ব্যবধান অনেকটাই। বলা চলে অসম প্রেম। এর আগে তথাগতর সঙ্গে বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেমের চর্চা ছিল তুঙ্গে। একসঙ্গে তাঁদের একাধিক পার্টি, ফিল্ম প্রিমিয়ারে দেখা গেলেও নিজেরা কখনও প্রেমের কথা স্বীকার করেননি। যদিও শহরের বাইরে ঘুরতে যাওয়ার এমন অনেক ছবিতেই তথাগতর সঙ্গে বিবৃতির উপস্থিতি টের পাওয়া গিয়েছে। ইন্ডাস্ট্রির সকলেই ভেবেছিল যে দেবলীনার পর বিবৃতির সঙ্গেই থিতু হতে চান তথাগত। কিন্তু সেটা হল না। তথাগত নতুন করে প্রেমে পড়লেন তাঁরই সরকারী পরিচালকের সঙ্গে। 

তথাগত-আলোকবর্ষা কবে বিয়ের পিঁড়িতে বসবেন? পরিচালকের ঘনিষ্ঠদের দাবি, দিল্লি অনেক দূর। আগে মন দেওয়া-নেওয়ার পালা ভাল করে মিটুক। পরস্পরকে যাচাই করে নিন। তার পর বিয়ে...। যদিও খাতায়-কলমে আজও বিবাহিত তথাগত। ২০১২ সালে অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তথাগত। তিন বছর আগে দুজনের সংসারে ফাটল ধরে। আলাদা হয় ছাদ। তবে আইনি পথে বিচ্ছেদ হয়নি। গত তিন বছরে তথাগত-দেবলীনার সংসার ভাঙার জন্য বারবার অভিযোগের আঙুল উঠেছিল বিবৃতি চট্টোপাধ্যায়ের দিকে। কিন্তু বিবৃতির সঙ্গে প্রেমের চর্চাকে ভুয়ো বলে উড়িয়েছিলেন তথাগত। তবে দেবলীনা তথাগতর প্রথম স্ত্রী নন। এরআগে অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তথাগত। আড়াই মাস প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু সেই বিয়েও টেকেনি।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement