তিন প্রেমিকার সঙ্গেই দুর্ব্যবহার করে গতমাসেই খবরের শিরোনামে ছিলেন অভিনেতা সায়ন্ত মোদক। আর তাঁর দুই প্রাক্তন প্রেমিকা দেবচন্দ্রিমা সিংহ রায় ও কিরণ মজুমদার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সরব হয়েছিলেন সায়ন্ত মোদককে নিয়ে। প্রাক্তন প্রেমিককে তুলোধনা করেন দুজনেই। শুধু তাই নয়, কিরণের লাইভ ভিডিওতে তাঁকে সমর্থন করেন দেবচন্দ্রিমাও। আর এইভাবেই সায়ন্তর দুই প্রাক্তন প্রেমিকা কবে একে-অপরের ভাল বন্ধু হয়ে উঠলেন বুঝতেই পারা গেল না। আর সেই বন্ধুত্বকে সঙ্গে নিয়ে দুজনে একসঙ্গে পৌঁছে গেলেন পাহাড়ে।
দেবচন্দ্রিমা ও কিরণ দুজনেই সিকিম গিয়েছেন। যদিও একসঙ্গে তাঁরা কোনও ছবি পোস্ট করেননি। কিন্তু তাঁদের একাধিক ছবি দেখে মনে হচ্ছে সিকিমে ঘুরতে গিয়েছেন দুজনে একসঙ্গে। কিরণ তাঁর সোশ্যাল মিডিয়া পেজে যে ছবি পোস্ট করেছেন সেখানে তাঁকে নাথু লা পাসে দেখা গিয়েছে। বরফের মাঝে কালো রঙের পুলোওভার ও টুপি পরে পোজ দিয়ে ছবি তুলেছেন। অপরদিকে, দেবচন্দ্রিমাও সিকিম ও গ্যাংটক থেকে একের পর এক ছবি পোস্ট করছেন।
আর এই দেখেই মনে হচ্ছে কিরণ ও দেবচন্দ্রিমা গরমের উষ্ণতা থেকে বাঁচতে কলকাতা ছেড়ে সিকিম পাড়ি দিয়েছেন। একসঙ্গে ছবি না দিলেও একটি কফি শপে বসে কফি খাওয়ার ছবি পোস্ট করেছেন দুজনেই। আর ছবির ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে তাঁরা দুজনে একই কফি শপে রয়েছেন। সায়ন্তর দুই প্রাক্তন প্রেমিকার মধ্যে বন্ধুত্ব যে গভীর হয়েছে তা বোঝাই যাচ্ছে। এর আগেও দেবচন্দ্রিমা ও কিরণকে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, গত মাসেই সায়ন্ত মোদককে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন কিরণ মজুমদার। তিনি ভিডিও করে জানিয়েছিলেন যে হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দিয়েছেন সায়ন্ত। শুধু তাই নয়, সম্পর্কের আরও কিছু ‘টক্সিক’ জিনিস আসে সামনে। প্রেমিকাদের ‘সম্মানহানি’, ‘মারধর’, ‘ইন্যের টাকায় দামি জিনিস কেনা, ঘুরতে যাওয়া’-র মতো সায়ন্তকে নিয়ে আরও নানা ব্যাপারও আসে সামনে। সেই ভিডিওতে কিরণকে সমর্থন করেন দেবচন্দ্রিমা। কিরণ ও দেবচন্দ্রিমা ছাড়াও প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গেও সম্পর্কে ছিলেন সায়ন্ত। কিন্তু তিনটে সম্পর্কই টেকেনি অভিনেতার।