Advertisement

Jasmine Roy: বাবা হচ্ছেন প্রাক্তন, এরই মাঝে সুখবর শোনালেন জেসমিন

Jasmine Roy: টলিপাড়ায় প্রেম ভাঙতে যেমন সময় নেয় না আবার নতুন প্রেম হতেও খুব একটা দেরি লাগে না। এই টেলি নায়িকার প্রাক্তন বিয়ে করে বাবা হওয়ার সুখবরও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। আর এবার নতুন করে সম্পর্কে জড়ানোর খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী জেসমিন রায়।

জেসমিন রায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামজেসমিন রায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2025,
  • अपडेटेड 11:55 AM IST
  • টলিপাড়ায় প্রেম ভাঙতে যেমন সময় নেয় না আবার নতুন প্রেম হতেও খুব একটা দেরি লাগে না।

টলিপাড়ায় প্রেম ভাঙতে যেমন সময় নেয় না আবার নতুন প্রেম হতেও খুব একটা দেরি লাগে না। এই টেলি নায়িকার প্রাক্তন বিয়ে করে বাবা হওয়ার সুখবরও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। আর এবার নতুন করে সম্পর্কে জড়ানোর খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী জেসমিন রায়। সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে জেসমিন শেয়ার করলেন তাঁর ও প্রেমিকের ছবি। 

টেলি দুনিয়ায় জেসমিন রায় খুবই পরিচিত এক মুখ। তাঁর সৌন্দর্যের দিওয়ানা অনেকেই। একাধিকবার প্রেমে পড়েছেন অভিনেত্রী, তবে তার একটাও টেকেনি। এবার জেসমিন আবার সম্পর্কে জড়িয়েছেন। শনিবার দিনই সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া জুড়ে এখন গিবলি আর্টের রমরমা। সাধারণ থেকে টলি তারকা সকলেই এই গিবলি আর্টে মজে রয়েছেন। আর সেই গিবলি আর্টের সুযোগ নিয়েই প্রেমিকের সঙ্গে একটি অ্যানিমেটেড ছবি ভাগ করে নিলেন 'দ্বিতীয় বসন্ত'-এর অভিনেত্রী।

 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এই ছবিতে জেসমিনকে বোঝা গেলেও তাঁর প্রেমিকের মুখ স্পষ্ট নয়।  ছবিটি ভাগ করে জেসমিন লেখেন, "তাঁর সঙ্গে প্রথম আলাপ হয়েছিল, যখন আমি একা থাকতে চেয়েছিলাম। কিন্তু এখন তাঁকে ঘিরেই দিন কাটে।" সঙ্গে জুড়ে দিয়েছেন খুশি হওয়া, ভালোবাসা ও নজর না লাগার ইমোজি। জেসমিনের এই পোস্টে নেটিজেনদের বুঝে নিতে অসুবিধা হয় না যে তিনি নতুন প্রেমে পড়েছেন। তবে প্রেমিককে আপাতত সকলের আড়ালেই রাখতে চেয়েছেন তিনি। 

একসময় টেলি অভিনেতা গৌরব মণ্ডল ও জেসমিন রায়ের প্রেমচর্চা ছিল তুঙ্গে। তাঁরা কখনই নিজেদের প্রেম নিয়ে কোনও লুকোছাপা রাখেননি। রিল ভিডিও থেকে আদুরে ছবি সবই সোশ্যাল মিডিয়াতে পোস্ট হত। লিভ-ইন রিলেশনে থাকতেন জেসমিন ও গৌরব। এরপর হঠাৎই তাঁদের ব্রেক আপের খবরে সব কেমন যেন গুলিয়ে যায়। ২০২২-এই চুকে যায় সেই সম্পর্ক। জেসমিনের সঙ্গে প্রেম ভাঙার পর বৃন্দাবনে গিয়ে রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণি ডায়নার প্রেমে পড়েন ছোটপর্দার 'কৃষ্ণ'। ইতিমধ্যেই বিয়েও করেছেন তাঁরা। আর বিয়ের ২ মাসের মাথাতেই মা হতে চলার সুখবর শুনিয়েছেন ইস্কনের সঙ্গে যুক্ত ওড়িশি নৃত্যশিল্পী চিন্তামণি।  

Advertisement

জেসমিনের সঙ্গে এর আগে রবি শ, রাজদীপ গুপ্তর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও সেইসব নিয়ে জেসমিন কখনই মুখ খোলেননি। এক সময় একা থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজেকেই।‌ কিন্তু সময়ের সঙ্গে প্রেমকে দ্বিতীয় সুযোগ দিলেন জেসমিন। এখন দেখার পালা কার প্রেমে পড়লেন অভিনেত্রী?

Read more!
Advertisement
Advertisement