Advertisement

Jina Tarafder: গেরুয়া বিকিনিতে সমুদ্রের জলে জিনা, নেটিজেনরা বললেন 'গরীবের সেলেনা গোমেজ'

Jina Tarafder: টেলিপাড়ায় বেশ পরিচিত মুখ জিনা তরফদার। অভিনয়ের পাশাপাশি তিনি সঞ্চালনাতেও বেশ দক্ষ। টেলিপাড়ায় জিনা জনপ্রিয় তাঁর বোল্ড ইমেজের কারণে। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখতে পাওয়া যায় তাঁর একাধিক সাহসী অবতারের ছবি। নিজেকে 'হট মেস' বলতেই ভালোবাসেন জিনা। যেন ছন্নছাড়া জীবনেই তাঁর আনন্দ।

জিনা তরফদার ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামজিনা তরফদার ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2024,
  • अपडेटेड 4:29 PM IST
  • টেলিপাড়ায় বেশ পরিচিত মুখ জিনা তরফদার।

টেলিপাড়ায় বেশ পরিচিত মুখ জিনা তরফদার। অভিনয়ের পাশাপাশি তিনি সঞ্চালনাতেও বেশ দক্ষ। টেলিপাড়ায় জিনা জনপ্রিয় তাঁর বোল্ড ইমেজের কারণে। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখতে পাওয়া যায় তাঁর একাধিক সাহসী অবতারের ছবি। নিজেকে 'হট মেস' বলতেই ভালোবাসেন জিনা। যেন ছন্নছাড়া জীবনেই তাঁর আনন্দ। আর এবারে যে ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তা দেখে ঘুম উড়েছে নেট নাগরিকদের। 

সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছেন জিনা। আর সেখান থেকেই একাধিক ছবি-ভিডিও পোস্ট করেছেন তিনি। সমুদ্রের নোনা জল। তাতেই উষ্ণতা ছড়ালেন জিনা তরফদার। গেরুয়া বিকিনিতে সৈকতে ঝড় তুললেন বাংলা টেলিভিশনের এই সুন্দরী। উন্মুক্ত পেট দেখে নেটিজেনদের ঘাম ঝরছে রীতিমতো। সমুদ্রের জলে কখনও দাঁড়িয়ে আবার কখনও বা ছুটে জলের মধ্যে চলে যাচ্ছেন জিনা। তিনি যে এখন ছুটির মেজাজে রয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। 

তবে জিনার এই ছবি-ভিডিও পোস্ট হতেই ট্রোলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। নেটিজেনের একাংশ জিনাকে গরীবের সেলেনা গোমেজ বলেছেন। আবার কেউ কেউ তাঁর ফিগার নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। তবে এইসব কিছুকে ডোন্ট কেয়ার করেই জিনা তাঁর জীবনকে নিজের মতো করেই উপভোগ করছেন। সোশ্য়াল মিডিয়া ঢুঁ দিলেই জিনার একাধিক বোল্ড অবতারের ছবি দেখতে পাওয়া যাবে। টেলিভিশনের সঞ্চালনা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন জিনা। 

২০২৩ সালে শেষ হওয়া 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে দেখা গিয়েছিল জিনাকে। সিরিয়ালে এলিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চলতি বছরে আবার বড়পর্দায় জিনাকে দেখা যায়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' সিনেমায় অভিনয় করেছিলেন নায়িকা। এই সমস্ত কাজের মাঝে সময় পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। জলে যেন তিনি মৎস্যকন্যা। প্রমাণ? স্যুইমিং পুলের এই আধভেজা শরীরের ছবি। কিছুদিন আগেই জিনা কলকাতা পুলিশের সহায়তায় এক সারমেয়কে উদ্ধার করেছিলেন বন্ধ বাড়ি থেকে। সেই সময় তিনি খুবই প্রশংসিত হয়েছিলেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement