বিনোদন জগতের সঙ্গে যে সব নায়িকারা যুক্ত, বলা হত যে মা হওয়ার পর তাঁদের কেরিয়ারের গতি অনেকটই কমে যায়। কিন্তু সেই প্রচলিত ধারণাকে বহু আগেই ভেঙে দিয়েছেন করিনা কাপুর। দুই সন্তানের জননী হওয়ার পরও তিনি চুটিয়ে অভিনয় করে চলেছেন। এরপর আলিয়া ভাটও রাহা হওয়ার পর কাজ থামিয়ে রাখেননি। সেই পথেই এগিয়েছেন টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। তিনিও দ্বিতীয় সন্তান হওয়ার পর পরই কাজে ফেরেন অভিনেত্রী। আর সেই পথেই এবার হাঁটতে চলেছেন টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্ত।
সদ্যই সি সেকসন করে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন মানসী। মার্চেই সেই সুখবর জানিয়েছেন তিনি। আর ২২ দিনের মাথাতেই কাজে ফিরলেন দুই সন্তানের মা মানসী। কারণ তাঁর মতে কাজেই তিনি শান্তি খুঁজে পান। সদ্যোজাতকে নিয়েই সেটে যাচ্ছেন নিম ফুলের মধুর মৌমিতা। কাজের ফাঁকেই তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো সবই চলছে। তবে ছেলেকে স্তন্যপানে অভ্যস্ত করাতে নারাজ মানসী। প্রসঙ্গত, প্রেগন্যান্ট হওয়ার পর অনেকদিন পর্যন্ত নিম ফুলের মধু সিরিয়ালে কাজ চালিয়ে যেতে দেখা গিয়েছে মানসীকে।
এই মুহূর্তে সিরিয়ালে কোনও কাজ করছেন না অভিনেত্রী। তা বলে বসে থাকতে একেবারেই রাজি নন মানসী। ফটোশ্যুট, কোলাবরেশনের কাজ করে চলেছেন। যার ঝলক প্রায়ই সোশ্যাল মিডিয়া পেজে দেখা যায়। মা হওয়ার পর কিছুদিন মাতৃত্বকালীন ছুটির দরকার হয় সব নতুন মায়েদের। কিন্তু মানসী একেবারেই উল্টোপথে হাঁটছেন। ছেলেকে নিয়েই সেটে যাচ্ছেন। এক সংবাদমাধ্যমের কাছে মানসী বলেছেন যে তাঁর সি সেকশন হওয়ার ৪দিন পর ছেলেকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন। কারণ গাড়ি চালানোটা তাঁর কাছে চাপমুক্তির মতো। আর কাজে ফিরেছেন কারণ কাজেই তাঁর শান্তি। মানসী জানিয়েছেন তাঁর কাজ করতে শারীরিক কোনও কষ্ট হচ্ছে না। বরং ওজন অনেকটাই কমেছে।
মানসী জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মেনেই ডায়েট করছেন এখন। এই সময় সদ্যোজাতকে সময় মতো স্তন্যপান করানোটা বড় দায়িত্ব প্রতিটি মায়েদের। কিন্তু মানসী তাঁর সন্তানকে সেই অভ্যাসে গড়ে তুলছেন না। মানসী জানিয়েছেন যে এই অভ্যাস সহজে ছাড়ে না। কিন্তু মায়ের দুধও দরকার সন্তানের জন্য। তাই মানসী চিকিৎসকের পরামর্শ মেনে স্তন্যদুগ্ধ নিষ্কাশন করে রাখছেন। তারপর সেটা তিনি বা মানসীর পরিবারের কেউ সদ্যোজাতকে সেই দুধ খাইয়ে দিচ্ছেন। মানসীর কথা অনুযায়ী, এই অভ্যাস থাকলে তিনি কয়েকমাস পর কাজে বেরোতে পারবেন না।
মানসীর কাছে মা হওয়া কোনও বাড়তি চাপ নয়। বরং তিনি এই চাপ সামলাতে ভালোবাসছেন। আর সঙ্গে কাজ থাকলে তো মন-মেজাজ দুইই ভাল থাকে মানসীর। নিজের ফটোশ্য়ুটের ঝলক ইতিমধ্যেই সোশ্যালে পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে সদ্যোজাতর সঙ্গে ছবি তুলেছেন নতুন মা।